ইউরোপ ডেস্কঃ আজ রাজধানী ভিয়েনায় এক সাংবাদিক সম্মেলনে অস্ট্রিয়ান কোয়ালিশন সরকারের কাছে এই দাবী জানান অস্ট্রিয়ার জাতীয় সংসদের প্রধান বিরোধীদল সোস্যালিস্ট পার্টি অস্ট্রিয়ার (SPÖ) প্রধান ডা.পামেলা রেন্ডি-ভাগনার।
পামেলা বলেন,করোনা পরবর্তী অর্থনৈতিক মন্দা কাটিয়ে উঠতে সরকারের উচিৎ অস্ট্রিয়ার প্রতিটি পরিবারের দৈনন্দিন নিত্যপ্রয়োজনীয় কেনাকাটা করার জন্য এক হাজার ইউরো পর্যন্ত কনজিউমার চেক প্রদান করা। উল্লেখ্য যে,ইতিপূর্বে অস্ট্রিয়ান শ্রমিক ট্রেড ইউনিয়নের প্রেসিডেন্ট এবং জাতীয় সংসদের অন্যান্য বিরোধী নেতৃবৃন্দও একই দাবী জানিয়েছেন।
বিরোধী নেত্রী বলেন,করোনার জন্য আমাদের দেশের অর্থনীতি স্থবির হয়ে পড়েছে। মানুষের হাতে অর্থ নেই কেনাকাটা করার জন্য। তাই সরকার সবকিছু খুলে দেওয়ায় ফিরে আসছে ব্যবসা বাণিজ্যের চাঞ্চল্য। তাই তিনি সরকারের নিকট দেশের অর্থনীতির চাকা পুনরায় সবল করতে অস্ট্রিয়ার প্রতিটি পরিবারকে এই এক হাজার ইউরোর কেনাকাটার প্রণোদনা ভাউচার(Gutschein/Check) আকারে দেওয়ার দাবী করেন।
SPÖ চেয়ারপার্সন পামেলা রেন্ডি-ভাগনার বলেন, দেশীয় অর্থনীতিকে উদ্দীপনা জোগাতে বা চাঙ্গা করতে প্রতিটি পরিবারকে এই ১,০০০ ইউরোর কেনাকাটার প্রণোধনার চেক দ্রুত দেওয়ার জন্য তিনি সরকারের নিকট জোরালো দাবী করেন। তিনি বলেন,এই চেকের মাধ্যমে লোকজন যাতে হোটেল,রেস্টুরেন্ট,ফিটনেস স্টুডিওতে, সেলুন বা বিভিন্ন সাংস্কৃতিক অঙ্গনে ব্যবহার করতে পারে।
অস্ট্রিয়ার ব্যবসায়ীরা দীর্ঘদিন যাবত পরিবার প্রতি ৫০০ ইউরো প্রদানের অনুরোধ করে আসছেন। ইতিমধ্যেই অস্ট্রিয়ান ট্রেড ইউনিয়ন গ্রীষ্মের ছুটি ও গ্যাস্ট্রনোমির জন্য অস্ট্রিয়ার প্রতিটি পরিবারকে ১,০০০ হাজার ইউরোর ভাউচার প্রদানের জন্য দাবী করেছেন।
পামেলা উপস্থিত সাংবাদিকদের বলেন, যুক্তরাষ্ট্রে নতুন রাষ্ট্রপতি জো বাইডেন গত মার্চ মাসে করোনার সহায়তা উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি করেছিলেন। তিনি জানান, বাইডেন প্রশাসন যুক্তরাষ্ট্রে যাদের আয় বৎসরে ৮০ হাজার ডলারের নীচে তাদেরকে (প্রত্যেক পরিবার) এককালীন ১,৪০০ ডলারের (€১,১৫১) চেক প্রদান করেছেন। এর জন্য বাইডেন প্রশাসন সমগ্র যুক্তরাষ্ট্রে মোট ৪০০ বিলিয়ন ডলার(€৩২৯ বিলিয়ন) প্রদান করেন।
রেন্ডি-ভাগনার আয়ের নির্বিশেষে সমস্ত পরিবারের জন্য “অস্ট্রিয়া ভাউচার” চান। “সর্বাধিক গুরুত্বপূর্ণ লক্ষ্য হ’ল ঘরোয়া লাল-সাদা-লাল পতাকার অর্থনীতির জন্য একটি উদ্দীপক প্রবণতা নির্ধারণ করা। তিনি বলেন, এই চেক প্রদানের ফলে বিশেষত দেশের সংকটের ঝুঁকিতে থাকা ছোট এবং মাঝারি আকারের সংস্থাগুলির জন্য করোনা পরবর্তী পুনরুদ্ধারে অত্যন্ত দ্রুত কার্যকর হবে। লোকজনের হাতে এই প্রণোধনার চেক আসলে মূলত অস্ট্রিয়ায় ক্ষতিগ্রস্ত ব্যবসা প্রতিষ্ঠানের জন্য সরকারের পক্ষ থেকে বেসরকারী খাতে একটি গুরুত্বপূর্ণ সাহায্য হিসাবেই বিবেচিত হবে।

তিনি আরও বলেন, এক পরিসংখ্যানে বলা হয়েছে সবকিছু খোলার পরেও বিভিন্ন ব্যবসা বাণিজ্যের প্রতিষ্ঠানে বিক্রয় এখনও করোনার সঙ্কটের আগের পর্যায়ে নেই। পরিসংখ্যানে আরও বলা হয়েছে বর্তমানে বিক্রয় পূর্বের তুলনায় ৫০% এর নীচে।
প্রধান বিরোধীদলীয় নেত্রী একটি রূপরেখা উপস্থাপন করে বলেন, এই চেক দেশের প্রায় ৩৯ লাখ পরিবারকে দিতে হবে। একক পরিবারগুলিতে ৭০০ ইউরো, দুই বা ততোধিক ব্যক্তি পরিবারের ১,০০০ ইউরো করে দিতে হবে। তিনি বলেন,এর জন্য মোট ব্যয় হবে প্রায় সাড়ে ৩ বিলিয়ন ইউরো।
এই চেকের সুফলতার কথা উল্লেখ করে তিনি বলেন,গত বছর ভিয়েনা রাজ্য প্রশাসন করোনার প্রথম লকডাউনের পর প্রতি একক পরিবারকে ২৫ ইউরো এবং বড় পরিবারকে ৫০ ইউরোর গ্যাস্ট্রনোমির চেক দিয়েছিলেন। এর ফলে ভিয়েনার রেস্টুরেন্ট ব্যবসায় চাঞ্চল্যতা ফিরে এসেছিল। তিনি এর জন্য ভিয়েনার রাজ্য গভর্নর ও মেয়র মিখাইল লুডভিগের (SPÖ) ভূয়সী প্রশংসা করেন।
এদিকে আজ অস্ট্রিয়ায় নতুন করে করোনায় সংক্রমিত শনাক্ত হয়েছেন ২৪৩ জন এবং মৃত্যুবরণ করেছেন ৭ জন। রাজধানী ভিয়েনায় আজ নতুন করে সংক্রমিত শনাক্ত হয়েছেন ৩৪ জন। অন্যান্য রাজ্যের মধ্যে Tirol রাজ্যে ৫৪ জন, NÖ রাজ্যে ৪৬ জন, OÖ রাজ্যে ৩৪ জন, Steiermark রাজ্যে ৩২ জন, Kärnten রাজ্যে ২১ জন, Salzburg রাজ্যে ১৫ জন,Vorarlberg রাজ্যে ৮ জন এবং Burgenland রাজ্যে -১ জন(Data Cleaning)।
অস্ট্রিয়ার স্বাস্থ্যমন্ত্রণালয়ের তথ্য অনুসারে আজ সমগ্র দেশে করোনার প্রতিষেধক ভ্যাকসিন প্রদান করা হয়েছে ৮০,২৫৫ ডোজ এবং এই পর্যন্ত মোট ভ্যাকসিন প্রদান সম্পন্ন করা হয়েছে ৫৭,১৪,০০৬ ডোজ।
অস্ট্রিয়ায় এই পর্যন্ত করোনায় মোট আক্রান্তের সংখ্যা ৬,৪৭,৩২২ জন এবং এই পর্যন্ত মৃত্যুবরণ করেছেন মোট ১০,৬৪৭ জন। করোনার থেকে এই পর্যন্ত আরোগ্য লাভ করেছেন মোট ৬,৩১,৮৬৯ জন। বর্তমানে করোনার সক্রিয় রোগীর সংখ্যা ৪,৮০৬ জন। এর মধ্যে আইসিইউতে আছেন ১৩১ জন এবং হাসপাতালে চিকিৎসাধীন আছেন ৪০৬ জন। বাকীরা নিজ নিজ বাড়িতে আইসোলেশনে আছেন।
কবির আহমেদ/ ইবি টাইমস
























