শিগগিরই এনআইডি কার্যক্রম চালু করবে স্বরাষ্ট্র মন্ত্রণালয়: মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী

ঢাকা: আগামী দুই মাসের মধ্যে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অধীনে জাতীয় পরিচয়পত্রের (এনআইডি) কার্যক্রম চালু হবে বলে জানিয়েছেন মুক্তিযুদ্ধ বিষয়কমন্ত্রী আ ক ম মোজাম্মেল হক।

বুধবার (২জুন) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে আইনশৃঙ্খলা সংক্রান্ত মন্ত্রিপরিষদ কমিটির সভা শেষে মন্ত্রী এসব কথা বলেন।

মোজাম্মেল হক বলেন, এখন থেকে এনআইডির কার্যক্রম স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অধীনে চলবে। আবেদনের ৩০ কার্যদিবসের মধ্যে সিদ্ধান্ত দিতে হবে। না হলে কেন দেওয়া যাচ্ছে না, এর ব্যাখ্যা দিতে হবে। অনেকেই ভুগছেন এ ব্যাপারে।

মন্ত্রী বলেন, নির্বাচন কমিশনের (ইসি) কাজ ভোটার তালিকা ও নির্বাচন করা। কোনো দেশে ইসি এনআইডি করে না।

তিনি বলেন, আজকের বৈঠকে দেশের সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে সন্তোষ প্রকাশ করা হয়েছে। এসময় পরিকল্পনা মন্ত্রী আইফোন ছিনতাইয়ের বিষযে সাংবাদিকদের প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, এটা একটা বিচ্ছিন্ন ঘটনা। তবে সামগ্রীক অবস্থা ভালো।

এসময় সাংবাদিকদের আরেক প্রশ্নের জবাবে মুক্তকিযুদ্ধ বিষয়ক মন্ত্রী জানান, বঙ্গবন্ধুর খুনিদের খেতাব বাতিলের সিদ্ধান্ত চূড়ান্ত। খুব শিগগিরই গেজেট জারি হবে। জিয়াউর রহমানের বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, জিয়ার খেতাব নিয়ে একটা উপকমিটি করা হয়েছে। বঙ্গবন্ধুর খুনের সঙ্গে সে জড়িত কীনা, তা খতিয়ে দেখা হচ্ছে। তার বিরুদ্ধে আদালতে প্রমাণ সাপেক্ষে তথ্য উপাত্তের ভিত্তিতে ব্যবস্থা নেওয়া হবে। অনেকের মন্তব্য পেয়েছি। আমরা কোনো প্রতিবেদন এখনো উপকিমিটির কাছ থেকে পাইনি। জিয়া বঙ্গবন্ধুর খুনের সঙ্গে জড়িত, এটা মানুষ বিশ্বাস করে। তবে তা প্রমাণ করতে হবে। নাহরে বিষয়টি রাজনৈতিকভাবে চ্যালেঞ্জের মুখে পড়বে।

ঢাকা/ইবিটাইমস/এমএন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Time limit exceeded. Please complete the captcha once again.

Translate »