জাহিদ দুলাল, ভোলা দক্ষিণ : ভোলার লালমোহন উপজেলার ফুলবাগিচা মাধ্যমিক বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সকালে বিদ্যালয় মাঠে জাতীয়, ক্রীড়া, স্কাউটস ও অলিম্পিক পতাকা উত্তোলনের মাধ্যমে এ প্রতিযোগিতার উদ্বোধন করা হয়। দুই পর্বে ৩৭ টি ইভেন্টের প্রতিযোগিতায় অংশগ্রহণ করে শিক্ষার্থীরা।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি ও অবসরপ্রাপ্ত পল্লী উন্নয়ন কর্মকর্তা মো. মফিজুল ইসলাম।
ফুলবাগিচা মাধ্যমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মো. নজরুল ইসলামের সভাপতিত্বে এ সময় বিদ্যালের প্রাক্তন প্রধান শিক্ষক মো. মোসলেহ উদ্দিন মিলন, ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার মো. শাখাওয়াত হোসেন শাহীন, অবসরপ্রাপ্ত সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক মো. আব্দুর রব মাস্টার, দৈনিক ইনকিলাবের জেলা সংবাদদাতা সাংবাদিক মো. জহিরুল হক সেলিমসহ বিদ্যালয়ের শিক্ষক-অভিভাবক এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
ঢাকা/ইবিটাইমস/এসএস




















