মোতাব্বির হোসেন কাজল, হবিগঞ্জ : হবিগঞ্জের বানিয়াচং উপজেলায় সেনাবাহিনীর অভিযানে অস্ত্র ও বিপুল পরিমাণ গুলি সহ একজনকে আটক করা হয়েছে। সেনাবাহিনী সূত্রে জানা যায়, গতরাত আনুমানিক ২টা সময়ে বানিয়াচং থানাধীন ৪ নম্বর দক্ষিণ-পশ্চিম ইউনিয়নের যাত্রাপাশা গ্রামে অভিযান চালানো হয়।
অভিযানের সময় ওই গ্রামের বাসিন্দা ইকবাল মিয়া (৩২),কে নিজ বসতঘর থেকে আটক করা হয়।পরে তার হেফাজত থেকে মোট তিনটি অস্ত্র উদ্ধার করা হয়। এর মধ্যে দুটি অচল এবং একটি সচল অস্ত্র রয়েছে। পাশাপাশি প্রায় ১ হাজার ৪০০ রাউন্ড ইয়ার গুলি উদ্ধার করা হয়।
অভিযান শেষে আটক ইকবাল মিয়াকে উদ্ধারকৃত অস্ত্র ও গুলিসহ বানিয়াচং থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।
ঢাকা/ইবিটাইমস/এসএস




















