ঝালকাঠি প্রতিনিধি: ঝালকাঠি জেলা প্রসাশক সম্মেলন কক্ষে জেলার রাজস্ব সম্পর্কিত মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে।
রবিবার সকাল ১০ টায় জেলা প্রসাশক মোঃ মমিন উদ্দিন এর সভাপতিত্বে এই সভায় অতিরিক্ত জেলা প্রসাশক সার্বিক তৌহিদুল ইসলাম, জেলার চারটি উপজেলার নির্বাহী কর্মকর্তাগণ ও রাজস্ব বিভাগের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা এবং অন্যান্য বিভাগের বিভাগীয় প্রধানরা উপস্থিত ছিলেন।
সভায় দেওয়ানী মামলা সংক্রান্ত, নদী রক্ষা, জেলা সার্ভে এবং সেটেলমেন্ট, ভূ-সম্পত্তি জবর দখল প্রতিকার ও প্রতিরোধমূলক ব্যবস্থা গ্রহণ, জেলা খাস জমি বন্দোবস্ত দেয়ার বিষয়ে জেলার আশ্রয়ণ প্রকল্প ফেইজ-২ এর বাস্তবায়ন সংক্রান্ত বিষয়াদি এবং জেলার রাজস্ব আয়-ব্যায়ের বিষয় আলোচিত হয়েছে।
জেলায় ভূমি ব্যবস্থাপনায় যে সকল সমস্যা রয়েছে সে বিষয়ে আলোচিত হয়েছে। যে সকল আশ্রয়ণ প্রকল্পের বসত বাড়ি জরাজীর্ণ হয়েছে সেই সকল ঘর-বাড়ি গুলিকে সরকারি টিন দিয়ে মেরামতের পরিকল্পনা গ্রহণের ব্যাপারে আলোচিত হয়েছে।
এছাড়াও জেলার ভূমি উন্নয়ন কর এবং নামজারী মোকদ্দমা পর্যালোচনা করা হয়েছে। ঝালকাঠির যে সকল নদী গুলিকে বিভিন্ন ধরনের প্রতিবন্ধকতা
সৃষ্টি করে নদী ও খালের প্রবাহ বাঁধা গ্রস্থ করা হয়েছে সে সকল বিষয়গুলিকে চিহ্নিত করে ব্যবস্থা নেওয়া। নদী ও খালের নাব্যতা সৃষ্টির ক্ষেত্রে যে সকল প্রতিবন্ধকতা রয়েছে তা চিহ্নিত করে ব্যবস্থা নেয়ার বিষয়ে আলোচনা হয়।
বাধন রায়/ইবিটাইমস/এম আর




















