হবিগঞ্জ প্রতিনিধিঃ রর ্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন ( RAB) এর বিশেষ অভিযানে হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ উপজেলায় একটি এয়ার গান উদ্ধার করা হয়েছে ।
RAB সূত্রে জানা যায় , ২০২৪ সালে ৫ আগস্ট থেকে অদ্যবধি সিলেট বিভাগ ও বিবাড়িয়া জেলার দায়িত্ব পূর্ণ এলাকায় ধারাবাহিক অভিযানে র ্যাব- ৯ মোট ৩৫ টি দেশি ও বিদেশি আগ্নেয়াস্ত্র , ১শ রাউন্ড গুলি, ৪টি ম্যাগাজিন, ৪ হাজার ৮৮০ গ্রাম বিস্ফোরক , ৫টি পেট্রোল বোমা , বিপুল পরিমাণ এয়ার গানের গুলি এবং ৫১ টি এয়ার গান উদ্ধার করেছে ।
এসব অভিযানের মাধ্যমে সিলেট বিভাগে সার্বিক আইন -শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখায় র ্যাব- ৯ সর্ব মহলে প্রশংসিত হয়েছে। এরই ধারাবাহিকতায় র ্যাব – ৯, সিপিসি – ৩ শায়েস্তাগঞ্জ ক্যাম্পের একটি অভিযানিক দল অস্ত্র উদ্ধারের লক্ষ্যে বিশেষ অভিযান পরিচালনা করে শুক্রবার রাত সাড়ে ৮ টা দিকে গোপন সংবাদের ভিওিতে উপজেলার নুরপুর ইউনিয়নে সুতাং বাজার এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানিক দল সুতাং বাজারে অভিযান চালিয়ে পরিত্যক্ত জায়গায় একটি হলুদ রঙের প্লাস্টিক বস্তা মোড়ানো বস্তার ভেতর সন্দেহ জনক তল্লাশি করে ১টি এয়ার গান উদ্ধার করা হয় ।
তবে এসময় ঘটনাস্থলে সংশ্লিষ্ট কাউকে পাওয়া যায় নি। র ্যাব – ৯ ধারণা করছে , উদ্ধারকৃত এয়ার গানটি নাশকতা মূলক কর্মকান্ডে ব্যবহারের উদ্দেশ্যে সুতাং বাজার পরিত্যক্ত জায়গায় বস্তার ভেতর রাখা হতে পারে। এবিষয়ে সংশ্লিষ্টদের শনাক্ত ও ঘটনার প্রকৃত উদ্দেশ্য উদঘাটনে র ্যাব – ৯ এর তদন্ত কার্যক্রম চলমান রয়েছে।
RAB – ৯ এর মিডিয়া অফিসার অতিরিক্ত পুলিশ সুপার কে এম শহিদুল ইসলাম সোহাগ ঘটনার সত্যতা নিশ্চিত করে এ প্রতিনিধিকে জানান , পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহনের জন্য উদ্ধারকৃত এয়ার গানটি জিডি মূলে শায়েস্তাগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে । একই সঙ্গে দেশের সার্বিক আইন- শৃংখলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে র ্যাব – ৯ এর গোয়েন্দা নজর দারী ও নিয়মিত অভিযান অব্যাহত রয়েছে।
মোতাব্বির হোসেন কাজল/ইবিটাইমস/এম আর


















