ভিয়েনা ১১:৫৩ পূর্বাহ্ন, সোমবার, ১৯ জানুয়ারী ২০২৬, ৬ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
স্পেনে ভয়াবহ ট্রেন দুর্ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে ৩৯, উদ্ধার অভিযান অব্যাহত লালমোহনে ভাঙারি গুদামে আগুন, মালামাল পুড়ে ছাই এবারের নির্বাচন একটা নতুন পথের সন্ধান দিবে : টাঙ্গাইলে উপদেষ্টা ফাওজুল কবির খান শহীদ ওসমান হাদী স্মরণে ঝালকাঠিতে প্রদর্শনী, মার্চ ফর জাস্টিস ও স্মরণানুষ্ঠন চিলিতে দাবানলে ১৯ জনের প্রাণহানি, জরুরি অবস্থা ঘোষণা আজ শহীদ জিয়াউর রহমানের ৯০তম জন্মবার্ষিকী স্পেনে ট্রেন দুর্ঘটনায় ২১ জনের মৃত্যু ইইউ সীমান্তে কঠোর নজরদারি ব্যবস্থা কার্যকর তারেক রহমানের সঙ্গে ব্রাজিলের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ তারেক রহমানের সঙ্গে সুইজারল্যান্ডের রাষ্ট্রদূতের সাক্ষাৎ

শহীদ ওসমান হাদী স্মরণে ঝালকাঠিতে প্রদর্শনী, মার্চ ফর জাস্টিস ও স্মরণানুষ্ঠন

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ১০:৫১:৪৩ পূর্বাহ্ন, সোমবার, ১৯ জানুয়ারী ২০২৬
  • ৩২ সময় দেখুন

বাঁধন রায়, ঝালকাঠি : ন্যায়বিচারের দাবিতে জীবন উৎসর্গকারী শহীদ ওসমান হাদীর স্মৃতিকে হৃদয়ে ধারণ করে তার নিজ জেলা ঝালকাঠিতে পালিত হয়েছে দিনব্যাপী আবেগঘন স্মরণ কর্মসূচি। শ্রদ্ধা, প্রতিবাদ ও প্রত্যাশার মেলবন্ধনে আয়োজিত এই কর্মসূচিতে অংশ নেন বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ, শিক্ষার্থীরা।

কর্মসূচির অংশ হিসেবে রবিবার বিকেলে শহীদ ওসমান হাদীর জীবন, সংগ্রাম ও আত্মত্যাগকে তুলে ধরে একটি জীবনীভিত্তিক প্রদর্শনীর আয়োজন করা হয়। ঝালকাঠি শিল্পকলা একাডেমি প্রাঙ্গণে আয়োজিত এ প্রদর্শনীর উদ্বোধন করেন জুলাই শহীদ কামালের সন্তান ও তার পরিবারের সদস্যরা। প্রদর্শনীতে শহীদ হাদীর জীবনচিত্র দেখে অনেকেই আবেগাপ্লুত হয়ে পড়েন।

এরপর শিল্পকলা একাডেমি প্রাঙ্গণ থেকে “মার্চ ফর জাস্টিস” নামে একটি ভ্যানর‍্যালি বের করা হয়। র‍্যালিতে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী ও ইনসাফ মঞ্চের সদস্যরা অংশ নেন। হাতে হাতে ছিল ন্যায়বিচারের দাবিতে লেখা প্ল্যাকার্ড, মুখে ছিল শহীদ হাদী হত্যার বিচার চেয়ে উচ্চারিত প্রতিবাদী স্লোগান। র‍্যালিটি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে সাধারণ মানুষের মধ্যে ন্যায়বিচারের দাবি নতুন করে জাগিয়ে তোলে।

সন্ধ্যায় শিল্পকলা একাডেমি মিলনায়তনে অনুষ্ঠিত হয় শহীদ শরিফ ওসমান হাদী স্মরণে ‘হাদী সন্ধ্যা’। এতে স্মারক প্রবন্ধ উপস্থাপন, স্মরণসভা ও বক্তব্যে উঠে আসে শহীদ হাদীর আদর্শ, সংগ্রাম ও তার অসমাপ্ত স্বপ্নের কথা। বক্তারা বলেন, শহীদ ওসমান হাদী শুধু একটি নাম নয়, তিনি ন্যায়, ইনসাফ ও মানবিকতার প্রতীক। তার হত্যার দ্রুত ও দৃষ্টান্তমূলক বিচার নিশ্চিত না হলে সমাজে ন্যায়বিচার প্রতিষ্ঠা অসম্ভব হয়ে পড়বে। ঝালকাঠি ইনসাফ মঞ্চ নামের একটি সংগঠন এই দিনব্যাপী কর্মসূচির আয়োজন করে।
ঢাকা/ইবিটাইমস/এসএস

জনপ্রিয়

স্পেনে ভয়াবহ ট্রেন দুর্ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে ৩৯, উদ্ধার অভিযান অব্যাহত

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

শহীদ ওসমান হাদী স্মরণে ঝালকাঠিতে প্রদর্শনী, মার্চ ফর জাস্টিস ও স্মরণানুষ্ঠন

আপডেটের সময় ১০:৫১:৪৩ পূর্বাহ্ন, সোমবার, ১৯ জানুয়ারী ২০২৬

বাঁধন রায়, ঝালকাঠি : ন্যায়বিচারের দাবিতে জীবন উৎসর্গকারী শহীদ ওসমান হাদীর স্মৃতিকে হৃদয়ে ধারণ করে তার নিজ জেলা ঝালকাঠিতে পালিত হয়েছে দিনব্যাপী আবেগঘন স্মরণ কর্মসূচি। শ্রদ্ধা, প্রতিবাদ ও প্রত্যাশার মেলবন্ধনে আয়োজিত এই কর্মসূচিতে অংশ নেন বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ, শিক্ষার্থীরা।

কর্মসূচির অংশ হিসেবে রবিবার বিকেলে শহীদ ওসমান হাদীর জীবন, সংগ্রাম ও আত্মত্যাগকে তুলে ধরে একটি জীবনীভিত্তিক প্রদর্শনীর আয়োজন করা হয়। ঝালকাঠি শিল্পকলা একাডেমি প্রাঙ্গণে আয়োজিত এ প্রদর্শনীর উদ্বোধন করেন জুলাই শহীদ কামালের সন্তান ও তার পরিবারের সদস্যরা। প্রদর্শনীতে শহীদ হাদীর জীবনচিত্র দেখে অনেকেই আবেগাপ্লুত হয়ে পড়েন।

এরপর শিল্পকলা একাডেমি প্রাঙ্গণ থেকে “মার্চ ফর জাস্টিস” নামে একটি ভ্যানর‍্যালি বের করা হয়। র‍্যালিতে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী ও ইনসাফ মঞ্চের সদস্যরা অংশ নেন। হাতে হাতে ছিল ন্যায়বিচারের দাবিতে লেখা প্ল্যাকার্ড, মুখে ছিল শহীদ হাদী হত্যার বিচার চেয়ে উচ্চারিত প্রতিবাদী স্লোগান। র‍্যালিটি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে সাধারণ মানুষের মধ্যে ন্যায়বিচারের দাবি নতুন করে জাগিয়ে তোলে।

সন্ধ্যায় শিল্পকলা একাডেমি মিলনায়তনে অনুষ্ঠিত হয় শহীদ শরিফ ওসমান হাদী স্মরণে ‘হাদী সন্ধ্যা’। এতে স্মারক প্রবন্ধ উপস্থাপন, স্মরণসভা ও বক্তব্যে উঠে আসে শহীদ হাদীর আদর্শ, সংগ্রাম ও তার অসমাপ্ত স্বপ্নের কথা। বক্তারা বলেন, শহীদ ওসমান হাদী শুধু একটি নাম নয়, তিনি ন্যায়, ইনসাফ ও মানবিকতার প্রতীক। তার হত্যার দ্রুত ও দৃষ্টান্তমূলক বিচার নিশ্চিত না হলে সমাজে ন্যায়বিচার প্রতিষ্ঠা অসম্ভব হয়ে পড়বে। ঝালকাঠি ইনসাফ মঞ্চ নামের একটি সংগঠন এই দিনব্যাপী কর্মসূচির আয়োজন করে।
ঢাকা/ইবিটাইমস/এসএস