ভিয়েনা ১২:৩১ অপরাহ্ন, বুধবার, ১৪ জানুয়ারী ২০২৬, ১ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

দিনাজপুরে ইজিবাইক-ট্রাক্টরের সংঘর্ষে নিহত ১

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ১১:৫০:৩৭ পূর্বাহ্ন, বুধবার, ১৪ জানুয়ারী ২০২৬
  • ৪ সময় দেখুন

ইবিটাইমস ডেস্ক : দিনাজপুরের চিরিরবন্দর উপজেলায় ট্রাক্টর ও ইজিবাইকের মুখোমুখি সংঘর্ষে খালিদ মোহাম্মদ (১৬) নামে এক স্কুলছাত্র নিহত হয়েছে। এ ঘটনায় আরও ৯ শিক্ষার্থী আহত হয়েছে। বুধবার বিকেল সাড়ে ৩ টার দিকে উপজেলার ইসবপুর ইউনিয়নের দনি নগর মোড়ে এই দুর্ঘটনা ঘটে।

নিহত খালিদ মোহাম্মদ উপজেলার আমেনা বাকী রেসিডেন্সিয়াল স্কুল ও কলেজের ১০ম শ্রেণীর ছাত্র ও উপজেলার ঘুঘুরাতলী গ্রামের মো. আসাদুল্লাহর ছেলে।

চিরিরবন্দর থানার পরিদর্শক (তদন্ত) আহসান হাবিব তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, দুপুরে ১০ বন্ধু মিলে বিন্যাকুড়ি বাজারে খাবার শেষে ইজিবাইকে করে উপজেলার ঘুঘরাতলিতে ফিরছিল তারা। পথে দনি নগর মোড়ে বিপরীত দিক থেকে আসা দ্রুতগামী ট্রাক্টরের সঙ্গে ইজিবাইকটির মুখোমুখি সংঘর্ষ ঘটে। সংঘর্ষে ইজিবাইকের সব যাত্রী আহত হয়। প্রত্যক্ষদর্শীরা আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক খালিদ মোহাম্মদকে মৃত ঘোষণা করেন। আহত ৯ জনকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে হয়েছে।

পরিদর্শক আহসান হাবিব বলেন, দুর্ঘটনার পর ট্রাক্টরচালক পালিয়ে গেছে। ট্রাক্টরটি থানায় নেয়া হয়েছে। এ ঘটনায় নিহত ও আহতদের পরিবারের সঙ্গে যোগাযোগ করা হচ্ছে। আইনগত ব্যবস্থা গ্রহণের প্রস্তুতি চলছে।
ঢাকা/এসএস

জনপ্রিয়
Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

দিনাজপুরে ইজিবাইক-ট্রাক্টরের সংঘর্ষে নিহত ১

আপডেটের সময় ১১:৫০:৩৭ পূর্বাহ্ন, বুধবার, ১৪ জানুয়ারী ২০২৬

ইবিটাইমস ডেস্ক : দিনাজপুরের চিরিরবন্দর উপজেলায় ট্রাক্টর ও ইজিবাইকের মুখোমুখি সংঘর্ষে খালিদ মোহাম্মদ (১৬) নামে এক স্কুলছাত্র নিহত হয়েছে। এ ঘটনায় আরও ৯ শিক্ষার্থী আহত হয়েছে। বুধবার বিকেল সাড়ে ৩ টার দিকে উপজেলার ইসবপুর ইউনিয়নের দনি নগর মোড়ে এই দুর্ঘটনা ঘটে।

নিহত খালিদ মোহাম্মদ উপজেলার আমেনা বাকী রেসিডেন্সিয়াল স্কুল ও কলেজের ১০ম শ্রেণীর ছাত্র ও উপজেলার ঘুঘুরাতলী গ্রামের মো. আসাদুল্লাহর ছেলে।

চিরিরবন্দর থানার পরিদর্শক (তদন্ত) আহসান হাবিব তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, দুপুরে ১০ বন্ধু মিলে বিন্যাকুড়ি বাজারে খাবার শেষে ইজিবাইকে করে উপজেলার ঘুঘরাতলিতে ফিরছিল তারা। পথে দনি নগর মোড়ে বিপরীত দিক থেকে আসা দ্রুতগামী ট্রাক্টরের সঙ্গে ইজিবাইকটির মুখোমুখি সংঘর্ষ ঘটে। সংঘর্ষে ইজিবাইকের সব যাত্রী আহত হয়। প্রত্যক্ষদর্শীরা আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক খালিদ মোহাম্মদকে মৃত ঘোষণা করেন। আহত ৯ জনকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে হয়েছে।

পরিদর্শক আহসান হাবিব বলেন, দুর্ঘটনার পর ট্রাক্টরচালক পালিয়ে গেছে। ট্রাক্টরটি থানায় নেয়া হয়েছে। এ ঘটনায় নিহত ও আহতদের পরিবারের সঙ্গে যোগাযোগ করা হচ্ছে। আইনগত ব্যবস্থা গ্রহণের প্রস্তুতি চলছে।
ঢাকা/এসএস