শফিকুজ্জামান খান মোস্তফা, টাঙ্গাইল : টাঙ্গাইলে জেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার (১১জানুয়ারি) সকালে জেলা প্রশাসক কার্যালয়ের সম্মেলন কক্ষে এই সভা অনুষ্ঠিত হয়।
সভায় জেলা প্রশাসক শরীফা হকের সভাপতিত্বে বক্তারা এয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গনভোট সুষ্ঠুভাবে অনুষ্ঠানের লক্ষ্যে গুরুত্বপূর্ণ আলোচনা করেন ।
বক্তারা আরো বলেন, সকল সদস্য সর্বোচ্চ পেশাদারিত্ব সততা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন অঙ্গীকারবদ্ধ।
সভায় দাঙ্গা, অপহরণ, অস্ত্র আইনে মামলা, চাঁদাবাজি, ডাকাতি, দ্রুত বিচার, নারী ও শিশু নির্যাতন ও চোরাচালান সহ বিভিন্ন বিষয় নিয়ে তুলে ধরেন উপস্থিতি সদস্যরা।
অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন পুলিশ সুপার মুহাম্মদ শামসুল আলম সরকার, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মো.মাহবুব হাসান প্রমুখ।
এসময় উপস্থিত ছিলেন সেনাবাহিনীর সদস্য, বাংলাদেশ বর্ডার গার্ড সহ আইনশৃঙ্খলা সদস্যরা ।
ঢাকা/এসএস





















