বাঁধন রায়,ঝালকাঠি : প্রযুক্তি ও মমতায়, কল্যান ও সমতায় এই আস্থায় ঝালকাঠিতে জাতীয় সমাজসেবা দিবস ২০২৬ উদযাপিত হয়েছে। এ উপলক্ষ্যে আলোচনা সভা ও শিশুসহ অচল ৫ জন প্রতিবন্ধীকে হুইল চেয়ার ও শীতবস্ত্র কম্বল বিতরণ করা হয়েছে।
শনিবার সকাল সাড়ে ৯টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এই উপলক্ষ্যে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মো. মমিন উদ্দিন। সভাপতিত্ব করেন, উপ-পরিচালক জেলা সমাজসেবা অধিদপ্তরের উপ-পরিচালক আল মামুন তালুকদার এবং স্বাগত বক্তব্য রাখেন।
এর পূর্বে জেলা প্রশাসক তার কার্যালয় চত্বরে প্রতিবন্ধী ব্যক্তিদের মধ্যে উপকরণ হিসেবে হুইল চেয়ার বিতরণ করেন। এসময় অতিরিক্ত জেলা প্রশাসক কাওছার হোসেনসহ প্রশাসনের শীর্ষ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক বলেছেন, কল্যান সমতা ও ভালবাসা ছাপিয়ে সমাজসেবা বিভিন্ন ক্ষেত্রে কাজ করে চলেছে। কল্যানমূখী রাষ্ট্রগঠনের উদ্যোগে চলা এবং সমাজে প্রতিবন্ধীদের মত যারা চ্যালেঞ্জের মধ্যে রয়েছে তাদের অধিকার নিশ্চিত করে প্রধান শ্রোতধারায় আনার জন্যই এই উদ্যোগ।
ঢাকা/ইবিটাইমস/এসএস




















