ভিয়েনা ১১:৫৮ পূর্বাহ্ন, সোমবার, ২৯ ডিসেম্বর ২০২৫, ১৫ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ

এনসিপির সঙ্গে সম্পর্কচ্ছেদ করলেন কেন্দ্রীয় সংগঠক আজাদ খান ভাসানী

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ১১:৪১:২৯ পূর্বাহ্ন, সোমবার, ২৯ ডিসেম্বর ২০২৫
  • ৪১ সময় দেখুন

শফিকুজ্জামান খান মোস্তফা, টাঙ্গাইল : নতুন বাংলাদেশ বিনির্মাণে প্রত্যাশিত রাজনৈতিক আদর্শ ও অঙ্গীকারের ঘাটতি অনুভব করায় জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) থেকে সম্পর্কচ্ছেদ করেছেন সংগঠনটির কেন্দ্রীয় সংগঠক ও মাওলানা আব্দুল হামিদ খান ভাসানীর নাতনি আজাদ খান ভাসানী। রবিবার (২৮ ডিসেম্বর) নিজের ফেসবুকে একটি স্ট্যাটাসের মাধ্যমে দলের সঙ্গে আনুষ্ঠানিক সম্পর্কচ্ছেদের ঘোষণা দেন তিনি।

স্ট্যাটাসে আজাদ খান ভাসানী লেখেন, “অনেক আশা ও স্বপ্ন নিয়ে জুলাই গণ-অভ্যুত্থানে নেতৃত্ব দানকারী তরুণদের হাত ধরে এনসিপিতে যুক্ত হয়েছিলাম। কিন্তু দলটিতে নতুন রাজনৈতিক বন্দোবস্ত ও স্বতন্ত্র পরিচয় গড়ে তোলার ক্ষেত্রেও প্রত্যাশিত সাফল্য দেখা যায়নি।”

তিনি আরও লিখেন, “মহান মুক্তিযুদ্ধ ও জুলাই গণ-অভ্যুত্থানের ঐতিহাসিক দায়বদ্ধতা এবং মওলানা ভাসানীর রাজনৈতিক আদর্শই আমার কাছে সর্বাধিক গুরুত্বপূর্ণ। সেই দায় ও আদর্শের প্রতি অবিচল থাকতেই আজ এনসিপির সঙ্গে আনুষ্ঠানিকভাবে সম্পর্কচ্ছেদের সিদ্ধান্ত গ্রহণ করছি।”

ফেসবুক পোস্টে তিনি ৫৩ বছরের বৈষম্য, শোষণ ও বঞ্চনার বিরুদ্ধে নতুন বাংলাদেশ গঠনে নিজেকে সম্পৃক্ত রাখার অঙ্গীকার ব্যক্ত করেন।
এ বিষয়ে আজাদ খান ভাসানী গণমাধ্যমকে বলেন, “গণঅভ্যুত্থানের রাজনীতি মূলত মওলানা ভাসানীর রাজনীতি। মানুষের মুক্তি, শোষণমুক্ত সমাজ-রাষ্ট্রব্যবস্থা এবং প্রকৃত গণতন্ত্র প্রতিষ্ঠার লক্ষ্যেই আগামী দিনে আমি রাজনৈতিকভাবে সম্পৃক্ত থাকবো।”

তিনি এনসিপির তরুণ নেতৃত্বের প্রতি শুভকামনা জানিয়ে বলেন, “যেহেতু তরুণরা ২৪শে গণঅভ্যুত্থানে নেতৃত্ব দিয়েছে—তারা ভবিষ্যতে কৃষক, শ্রমিক ও খেটে খাওয়া মানুষের রাজনীতিতে আরও সোচ্চার হবে, এটাই আমার প্রত্যাশা।”
ঢাকা/ইবিটাইমস/এসএস

জনপ্রিয়
Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

এনসিপির সঙ্গে সম্পর্কচ্ছেদ করলেন কেন্দ্রীয় সংগঠক আজাদ খান ভাসানী

আপডেটের সময় ১১:৪১:২৯ পূর্বাহ্ন, সোমবার, ২৯ ডিসেম্বর ২০২৫

শফিকুজ্জামান খান মোস্তফা, টাঙ্গাইল : নতুন বাংলাদেশ বিনির্মাণে প্রত্যাশিত রাজনৈতিক আদর্শ ও অঙ্গীকারের ঘাটতি অনুভব করায় জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) থেকে সম্পর্কচ্ছেদ করেছেন সংগঠনটির কেন্দ্রীয় সংগঠক ও মাওলানা আব্দুল হামিদ খান ভাসানীর নাতনি আজাদ খান ভাসানী। রবিবার (২৮ ডিসেম্বর) নিজের ফেসবুকে একটি স্ট্যাটাসের মাধ্যমে দলের সঙ্গে আনুষ্ঠানিক সম্পর্কচ্ছেদের ঘোষণা দেন তিনি।

স্ট্যাটাসে আজাদ খান ভাসানী লেখেন, “অনেক আশা ও স্বপ্ন নিয়ে জুলাই গণ-অভ্যুত্থানে নেতৃত্ব দানকারী তরুণদের হাত ধরে এনসিপিতে যুক্ত হয়েছিলাম। কিন্তু দলটিতে নতুন রাজনৈতিক বন্দোবস্ত ও স্বতন্ত্র পরিচয় গড়ে তোলার ক্ষেত্রেও প্রত্যাশিত সাফল্য দেখা যায়নি।”

তিনি আরও লিখেন, “মহান মুক্তিযুদ্ধ ও জুলাই গণ-অভ্যুত্থানের ঐতিহাসিক দায়বদ্ধতা এবং মওলানা ভাসানীর রাজনৈতিক আদর্শই আমার কাছে সর্বাধিক গুরুত্বপূর্ণ। সেই দায় ও আদর্শের প্রতি অবিচল থাকতেই আজ এনসিপির সঙ্গে আনুষ্ঠানিকভাবে সম্পর্কচ্ছেদের সিদ্ধান্ত গ্রহণ করছি।”

ফেসবুক পোস্টে তিনি ৫৩ বছরের বৈষম্য, শোষণ ও বঞ্চনার বিরুদ্ধে নতুন বাংলাদেশ গঠনে নিজেকে সম্পৃক্ত রাখার অঙ্গীকার ব্যক্ত করেন।
এ বিষয়ে আজাদ খান ভাসানী গণমাধ্যমকে বলেন, “গণঅভ্যুত্থানের রাজনীতি মূলত মওলানা ভাসানীর রাজনীতি। মানুষের মুক্তি, শোষণমুক্ত সমাজ-রাষ্ট্রব্যবস্থা এবং প্রকৃত গণতন্ত্র প্রতিষ্ঠার লক্ষ্যেই আগামী দিনে আমি রাজনৈতিকভাবে সম্পৃক্ত থাকবো।”

তিনি এনসিপির তরুণ নেতৃত্বের প্রতি শুভকামনা জানিয়ে বলেন, “যেহেতু তরুণরা ২৪শে গণঅভ্যুত্থানে নেতৃত্ব দিয়েছে—তারা ভবিষ্যতে কৃষক, শ্রমিক ও খেটে খাওয়া মানুষের রাজনীতিতে আরও সোচ্চার হবে, এটাই আমার প্রত্যাশা।”
ঢাকা/ইবিটাইমস/এসএস