ভিয়েনা ০১:৪৩ অপরাহ্ন, সোমবার, ২২ ডিসেম্বর ২০২৫, ৮ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
রাস্তার মাঝে বিদ্যুতের খুঁটি, ভোগান্তিতে এলাকাবাসী টাঙ্গাইলে প্রিণ্ট মিডিয়া আসোসিয়েশন নিন্দা ও প্রতিবাদ সিইসির সঙ্গে বিএনপির প্রতিনিধিদলের বৈঠক আগামী নির্বাচনে সৎ ও যোগ্য প্রার্থী বেছে নেওয়ার আহ্বান প্রধান উপদেষ্টার এডাব ঝালকাঠি জেলা শাখার সভাপতি শাহ্ আলম, সম্পাদক হোসাইন আহমেদ ‎ ঝালকাঠির দুটি আসনে ৭ জনের মনোনয়নপত্র সংগ্রহ লাবীব গ্রুপের চেয়ারম্যানকে গ্রেফতারের দাবিতে টাঙ্গাইলে মানববন্ধন নির্বাচনের আগে যে কোনো মূল্যে আইনশৃঙ্খলা স্বাভাবিক রাখতে হবে: প্রধান উপদেষ্টা নির্বাচন কমিশনের সঙ্গে বৈঠক করলেন তিন বাহিনী প্রধান সুদানে শাহাদাত বরণকারী শান্তিরক্ষীদের নামাজে জানাজা অনুষ্ঠিত

লাবীব গ্রুপের চেয়ারম্যানকে গ্রেফতারের দাবিতে টাঙ্গাইলে মানববন্ধন

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ০১:১৯:৩৬ অপরাহ্ন, সোমবার, ২২ ডিসেম্বর ২০২৫
  • ৩৯ সময় দেখুন

শফিকুজ্জামান খান মোস্তফা, টাঙ্গাইল : টাঙ্গাইল-৮ (বাসাইল-সখীপুর) আসনের স্বতন্ত্র সংসদ সদস্য প্রার্থী ও লাবীব গ্রুপের চেয়ারম্যান সালাউদ্দিন আহমেদ রাসেলের দ্রুত গ্রেফতারের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। ‘ফ্যাসিবাদ বিরোধী শক্তি’ নামে একটি সংগঠনের ব্যানারে এ মানববন্ধনের আয়োজন করা হয়।

সোমবার (২২ ডিসেম্বর) দুপুর ১২টায় টাঙ্গাইল প্রেসক্লাবের সামনে আয়োজিত মানববন্ধনে বক্তারা সালাউদ্দিন আহমেদ রাসেলকে আওয়ামী লীগের ‘দোসর’ হিসেবে আখ্যায়িত করেন এবং তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানান।

মানববন্ধনে অংশ নেওয়া বক্তারা সালাউদ্দিন আহমেদ রাসেলের অতীত রাজনৈতিক কর্মকাণ্ডের কঠোর সমালোচনা করেন।

তারা বলেন, “আমরা একটি ফ্যাসিবাদমুক্ত বাংলাদেশ গড়তে চাই। সালাউদ্দিন আহমেদ রাসেল অতীতে আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে সরাসরি যুক্ত ছিলেন এবং তিনি একজন ফ্যাসিস্টের প্রতিচ্ছবি।”

বক্তারা আরও বলেন, জুলাই আন্দোলন কোনোভাবেই ফ্যাসিস্ট শক্তিকে রাজনীতিতে পুনর্বাসনের জন্য হয়নি; বরং তাদের প্রতিহত করার জন্যই এ আন্দোলন সংঘটিত হয়েছে। সালাউদ্দিন আহমেদ রাসেলের মতো ব্যক্তিরা যাতে নির্বাচনী মাঠে আসতে না পারেন, সেজন্যই এই কর্মসূচি।
মানববন্ধনে আন্দোলনের অন্যতম অগ্রজ ওসমান হাদির আত্মত্যাগের কথাও স্মরণ করা হয়। বক্তারা বলেন, ভারতীয় আগ্রাসন ও আওয়ামী ফ্যাসিবাদের বিরুদ্ধে লড়াই করতে গিয়ে তিনি শহীদ হয়েছেন এবং তার রক্ত বৃথা যেতে দেওয়া হবে না।

বক্তারা অভিযোগ করে বলেন, আওয়ামী লীগের দোসররা এখনও প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছে। এ অবস্থায় পুলিশ প্রশাসনের প্রতি আহ্বান জানিয়ে তারা বলেন, সালাউদ্দিন আহমেদ রাসেলকে দ্রুততম সময়ের মধ্যে গ্রেফতার করতে হবে।

মানববন্ধন থেকে হুঁশিয়ারি উচ্চারণ করে বক্তারা বলেন, আন্দোলনের মাধ্যমে অর্জিত নতুন বাংলাদেশে কোনো ফ্যাসিস্ট বা তাদের সহযোগীদের জায়গা হবে না। একই সঙ্গে প্রশাসনের প্রতি সজাগ দৃষ্টি রাখার আহ্বান জানিয়ে তারা নির্বাচনী মাঠ থেকে এ ধরনের ব্যক্তিদের সরিয়ে দেওয়ার দাবি জানান।
ঢাকা/ইবিটাইমস/এসএস

জনপ্রিয়

রাস্তার মাঝে বিদ্যুতের খুঁটি, ভোগান্তিতে এলাকাবাসী

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

লাবীব গ্রুপের চেয়ারম্যানকে গ্রেফতারের দাবিতে টাঙ্গাইলে মানববন্ধন

আপডেটের সময় ০১:১৯:৩৬ অপরাহ্ন, সোমবার, ২২ ডিসেম্বর ২০২৫

শফিকুজ্জামান খান মোস্তফা, টাঙ্গাইল : টাঙ্গাইল-৮ (বাসাইল-সখীপুর) আসনের স্বতন্ত্র সংসদ সদস্য প্রার্থী ও লাবীব গ্রুপের চেয়ারম্যান সালাউদ্দিন আহমেদ রাসেলের দ্রুত গ্রেফতারের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। ‘ফ্যাসিবাদ বিরোধী শক্তি’ নামে একটি সংগঠনের ব্যানারে এ মানববন্ধনের আয়োজন করা হয়।

সোমবার (২২ ডিসেম্বর) দুপুর ১২টায় টাঙ্গাইল প্রেসক্লাবের সামনে আয়োজিত মানববন্ধনে বক্তারা সালাউদ্দিন আহমেদ রাসেলকে আওয়ামী লীগের ‘দোসর’ হিসেবে আখ্যায়িত করেন এবং তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানান।

মানববন্ধনে অংশ নেওয়া বক্তারা সালাউদ্দিন আহমেদ রাসেলের অতীত রাজনৈতিক কর্মকাণ্ডের কঠোর সমালোচনা করেন।

তারা বলেন, “আমরা একটি ফ্যাসিবাদমুক্ত বাংলাদেশ গড়তে চাই। সালাউদ্দিন আহমেদ রাসেল অতীতে আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে সরাসরি যুক্ত ছিলেন এবং তিনি একজন ফ্যাসিস্টের প্রতিচ্ছবি।”

বক্তারা আরও বলেন, জুলাই আন্দোলন কোনোভাবেই ফ্যাসিস্ট শক্তিকে রাজনীতিতে পুনর্বাসনের জন্য হয়নি; বরং তাদের প্রতিহত করার জন্যই এ আন্দোলন সংঘটিত হয়েছে। সালাউদ্দিন আহমেদ রাসেলের মতো ব্যক্তিরা যাতে নির্বাচনী মাঠে আসতে না পারেন, সেজন্যই এই কর্মসূচি।
মানববন্ধনে আন্দোলনের অন্যতম অগ্রজ ওসমান হাদির আত্মত্যাগের কথাও স্মরণ করা হয়। বক্তারা বলেন, ভারতীয় আগ্রাসন ও আওয়ামী ফ্যাসিবাদের বিরুদ্ধে লড়াই করতে গিয়ে তিনি শহীদ হয়েছেন এবং তার রক্ত বৃথা যেতে দেওয়া হবে না।

বক্তারা অভিযোগ করে বলেন, আওয়ামী লীগের দোসররা এখনও প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছে। এ অবস্থায় পুলিশ প্রশাসনের প্রতি আহ্বান জানিয়ে তারা বলেন, সালাউদ্দিন আহমেদ রাসেলকে দ্রুততম সময়ের মধ্যে গ্রেফতার করতে হবে।

মানববন্ধন থেকে হুঁশিয়ারি উচ্চারণ করে বক্তারা বলেন, আন্দোলনের মাধ্যমে অর্জিত নতুন বাংলাদেশে কোনো ফ্যাসিস্ট বা তাদের সহযোগীদের জায়গা হবে না। একই সঙ্গে প্রশাসনের প্রতি সজাগ দৃষ্টি রাখার আহ্বান জানিয়ে তারা নির্বাচনী মাঠ থেকে এ ধরনের ব্যক্তিদের সরিয়ে দেওয়ার দাবি জানান।
ঢাকা/ইবিটাইমস/এসএস