ভিয়েনা ০১:২০ অপরাহ্ন, রবিবার, ২১ ডিসেম্বর ২০২৫, ৭ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ

তুষারপাতের কবলে সৌদি আরবের একাংশ

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ১২:৫৮:০৬ অপরাহ্ন, রবিবার, ২১ ডিসেম্বর ২০২৫
  • ৬৯ সময় দেখুন

কবির আহমেদ/ইবিটাইমস : তুষারের সাদা চাদরে ঢেকে গেছে মরুভূমির দেশ সৌদি আরবের উত্তর-পশ্চিমের ট্রোজেনা পার্বত্য অঞ্চল।

শনিবার (২০ ডিসেম্বর) সৌদি আরবের বিভিন্ন গণমাধ্যম এতথ্য জানায়। এছাড়াও বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে তুষারপাতের অসংখ্য ভিডিও ক্লিপ ছড়িয়ে পড়েছে।

আরব মরুভূমিতে সাধারণত সারাবছর রাজত্ব করে চরম আবহাওয়া। গ্রীষ্মকালে তীব্র দহন এবং বৃষ্টিপাতের অভাব এখানে স্বাভাবিক। সেই বালির দেশই ঢাকল মোটা বরফের আস্তরণে।

প্রকৃতির আজব খেয়াল। তপ্ত মরুদেশ ঢেকে গেল শুভ্র বরফে! সৌদি আরবের ঊষর মরুপ্রান্তরে তুষারপাত। বালির রাজ্যের বেশ কিছু অংশে দেখা গেল অভূতপূর্ব দৃশ্য। উপসাগরীয় দেশটির বেশ কিছু শহরের বাদামি শরীরে পড়েছে সাদা আবরণ।

চারদিক রুক্ষ, শুষ্ক,জ্বলন্ত মরুভূমি এবং প্রচণ্ড তাপ। চরম রিক্ত দেশে তুষারপাতের ফলে রাস্তাঘাট, ভূভাগ যে দিকে চোখ যায় সবটাই সাদা। মরুভূমি বরফের চাদরে ঢেকে যাওয়ার একাধিক ভিডিও সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়তেই তা বিস্ময়ের উদ্রেক ঘটিয়েছে। সেই দৃশ্য দেখে অনেকে নিজের চোখকেও বিশ্বাস করতে পারছেন না।

এখানকার বিস্তীর্ণ এলাকা এ ভাবে বরফে সাদা হয়ে থাকার ছবি সচরাচর দেখা যায় না। স্বাভাবিক ভাবেই মরুভূমির বুকে তুষারপাতে তাই বাড়তি কৌতূহল তৈরি হয়েছে। মরুভূমিতে তুষারপাতের ভিডিও গুলি দেখে প্রথমে অনেকেই সন্দেহ করেছিলেন, এগুলি সত্য নয়। কৃত্রিম বুদ্ধিমত্তা দিয়ে তৈরি। ভিডিও গুলি আসল না নকল সেই নিয়ে তরজা শুরু হয়েছে সামাজিক
যোগাযোগমাধ্যম জুড়ে।

মরুভূমি, বালির পাহাড়, প্রখর রোদ, অনাবৃষ্টি — সৌদি আরব কিংবা সংযুক্ত আরব আমিরশাহি মনে পড়লে এ সবই ভেসে ওঠে চোখের সামনে। আরব মরুভূমিতে সারাবছর রাজত্ব করে চরম আবহাওয়াই। গ্রীষ্মকালে তীব্র দহন এবং বৃষ্টিপাতের অভাব স্বাভাবিক। সেই ঊষর মরুতে বিরল তুষারপাত। এই বিরল অবস্থাই মরুভূমিতে তুষারপাতকে এত মনোমুগ্ধকর করে তুলেছে।

সৌদি আরব কিংবা তার প্রতিবেশী দেশ সংযুক্ত আরব আমিরাতে বছরে বৃষ্টিপাত হয় নামমাত্র। শুষ্ক আবহাওয়ার এই দেশে ভারী বর্ষণ দূরস্থান, বৃষ্টিই প্রায় ডুমুরের ফুল। তবে শীতকালে এই দেশে বিক্ষিপ্ত ভাবে বৃষ্টি হয়। সেই ছিটেফোঁটা বৃষ্টি প্রয়োজনের তুলনায় নিতান্তই নগণ্য।

উত্তর-পশ্চিম সৌদি আরবের ট্রোজেনা পার্বত্য অঞ্চল এবং তাবুক অঞ্চলের কিছু অংশে এই সপ্তাহে আবহাওয়ার অস্বাভাবিক ভোলবদলের ঘটনা সামনে এসেছে। সংবাদমাধ্যম ‘সৌদি গেজেটের’ প্রতিবেদন অনুসারে, গত বুধবার তাবুকের জাবাল আল-লাউজে ভারী তুষারপাত শুরু হয়েছে। দোসর ঘন কুয়াশা এবং তীব্র বাতাস।

রাস্তাঘাট ঢেকে গেছে পুরু বরফে। তপ্ত মরুর বালির বদলে শ্বেতশুভ্র মরুপথে হেঁটে বেড়াচ্ছে ‘মরুভূমির জাহাজ’। ঝোড়ো হাওয়ায় তুষারের কণা ছড়িয়ে পড়েছে বাড়িঘরে। রাস্তায় থাকা গাড়িগুলিতে পড়েছে বরফের পুরু আস্তরণ। এলাকার তাপমাত্রা তীব্র ভাবে হ্রাস পেয়েছে। হিমাঙ্কের ৪ ডিগ্রি (- 4°C) সেলসিয়াস নীচে নেমে গিয়েছে গিয়েছে পারদ।

স্বাভাবিকভাবেই মরুভূমির বুকে তুষারপাতে কৌতূহল তৈরি হয়েছে। হইচই পড়ে গিয়েছে বিশ্ব জুড়ে। মরুভূমিতে তুষারপাত বিরল হলেও নজিরবিহীন নয়। সৌদি আরবের বেশির ভাগ অংশে তীব্র তাপমাত্রা বহাল থাকলেও উত্তর তাবুক অঞ্চলে মাঝেমধ্যে তুষারপাত হয়। এই অঞ্চলটি সমুদ্রপৃষ্ঠ থেকে ২,৬০০ মিটারেরও বেশি উচ্চতায় অবস্থান করছে।

সৌদি আরবে তুষারপাতের ঘটনার নেপথ্যে রয়েছে জলবায়ু পরিবর্তনের একাধিক পরিস্থিতির সংমিশ্রণ। উপরের বাতাস ঠান্ডা, আর্দ্রতার প্রবাহ বৃদ্ধি, বায়ুমণ্ডলীয় চাপের অস্বাভাবিক পরিবর্তন এবং ভূপৃষ্ঠের তাপমাত্রায় পর্যাপ্ত হ্রাস, এই চারটি পরিস্থিতির নিখুঁত সংমিশ্রণ ঘটলে তুষারপাত হয়। এই পরিস্থিতি বিরল। কিন্তু যখন এটি ঘটে, তখন মরুভূমির রূপ সম্পূর্ণ বদলে যায়।
কবির আহমেদ/ভিয়েনা

জনপ্রিয়
Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

তুষারপাতের কবলে সৌদি আরবের একাংশ

আপডেটের সময় ১২:৫৮:০৬ অপরাহ্ন, রবিবার, ২১ ডিসেম্বর ২০২৫

কবির আহমেদ/ইবিটাইমস : তুষারের সাদা চাদরে ঢেকে গেছে মরুভূমির দেশ সৌদি আরবের উত্তর-পশ্চিমের ট্রোজেনা পার্বত্য অঞ্চল।

শনিবার (২০ ডিসেম্বর) সৌদি আরবের বিভিন্ন গণমাধ্যম এতথ্য জানায়। এছাড়াও বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে তুষারপাতের অসংখ্য ভিডিও ক্লিপ ছড়িয়ে পড়েছে।

আরব মরুভূমিতে সাধারণত সারাবছর রাজত্ব করে চরম আবহাওয়া। গ্রীষ্মকালে তীব্র দহন এবং বৃষ্টিপাতের অভাব এখানে স্বাভাবিক। সেই বালির দেশই ঢাকল মোটা বরফের আস্তরণে।

প্রকৃতির আজব খেয়াল। তপ্ত মরুদেশ ঢেকে গেল শুভ্র বরফে! সৌদি আরবের ঊষর মরুপ্রান্তরে তুষারপাত। বালির রাজ্যের বেশ কিছু অংশে দেখা গেল অভূতপূর্ব দৃশ্য। উপসাগরীয় দেশটির বেশ কিছু শহরের বাদামি শরীরে পড়েছে সাদা আবরণ।

চারদিক রুক্ষ, শুষ্ক,জ্বলন্ত মরুভূমি এবং প্রচণ্ড তাপ। চরম রিক্ত দেশে তুষারপাতের ফলে রাস্তাঘাট, ভূভাগ যে দিকে চোখ যায় সবটাই সাদা। মরুভূমি বরফের চাদরে ঢেকে যাওয়ার একাধিক ভিডিও সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়তেই তা বিস্ময়ের উদ্রেক ঘটিয়েছে। সেই দৃশ্য দেখে অনেকে নিজের চোখকেও বিশ্বাস করতে পারছেন না।

এখানকার বিস্তীর্ণ এলাকা এ ভাবে বরফে সাদা হয়ে থাকার ছবি সচরাচর দেখা যায় না। স্বাভাবিক ভাবেই মরুভূমির বুকে তুষারপাতে তাই বাড়তি কৌতূহল তৈরি হয়েছে। মরুভূমিতে তুষারপাতের ভিডিও গুলি দেখে প্রথমে অনেকেই সন্দেহ করেছিলেন, এগুলি সত্য নয়। কৃত্রিম বুদ্ধিমত্তা দিয়ে তৈরি। ভিডিও গুলি আসল না নকল সেই নিয়ে তরজা শুরু হয়েছে সামাজিক
যোগাযোগমাধ্যম জুড়ে।

মরুভূমি, বালির পাহাড়, প্রখর রোদ, অনাবৃষ্টি — সৌদি আরব কিংবা সংযুক্ত আরব আমিরশাহি মনে পড়লে এ সবই ভেসে ওঠে চোখের সামনে। আরব মরুভূমিতে সারাবছর রাজত্ব করে চরম আবহাওয়াই। গ্রীষ্মকালে তীব্র দহন এবং বৃষ্টিপাতের অভাব স্বাভাবিক। সেই ঊষর মরুতে বিরল তুষারপাত। এই বিরল অবস্থাই মরুভূমিতে তুষারপাতকে এত মনোমুগ্ধকর করে তুলেছে।

সৌদি আরব কিংবা তার প্রতিবেশী দেশ সংযুক্ত আরব আমিরাতে বছরে বৃষ্টিপাত হয় নামমাত্র। শুষ্ক আবহাওয়ার এই দেশে ভারী বর্ষণ দূরস্থান, বৃষ্টিই প্রায় ডুমুরের ফুল। তবে শীতকালে এই দেশে বিক্ষিপ্ত ভাবে বৃষ্টি হয়। সেই ছিটেফোঁটা বৃষ্টি প্রয়োজনের তুলনায় নিতান্তই নগণ্য।

উত্তর-পশ্চিম সৌদি আরবের ট্রোজেনা পার্বত্য অঞ্চল এবং তাবুক অঞ্চলের কিছু অংশে এই সপ্তাহে আবহাওয়ার অস্বাভাবিক ভোলবদলের ঘটনা সামনে এসেছে। সংবাদমাধ্যম ‘সৌদি গেজেটের’ প্রতিবেদন অনুসারে, গত বুধবার তাবুকের জাবাল আল-লাউজে ভারী তুষারপাত শুরু হয়েছে। দোসর ঘন কুয়াশা এবং তীব্র বাতাস।

রাস্তাঘাট ঢেকে গেছে পুরু বরফে। তপ্ত মরুর বালির বদলে শ্বেতশুভ্র মরুপথে হেঁটে বেড়াচ্ছে ‘মরুভূমির জাহাজ’। ঝোড়ো হাওয়ায় তুষারের কণা ছড়িয়ে পড়েছে বাড়িঘরে। রাস্তায় থাকা গাড়িগুলিতে পড়েছে বরফের পুরু আস্তরণ। এলাকার তাপমাত্রা তীব্র ভাবে হ্রাস পেয়েছে। হিমাঙ্কের ৪ ডিগ্রি (- 4°C) সেলসিয়াস নীচে নেমে গিয়েছে গিয়েছে পারদ।

স্বাভাবিকভাবেই মরুভূমির বুকে তুষারপাতে কৌতূহল তৈরি হয়েছে। হইচই পড়ে গিয়েছে বিশ্ব জুড়ে। মরুভূমিতে তুষারপাত বিরল হলেও নজিরবিহীন নয়। সৌদি আরবের বেশির ভাগ অংশে তীব্র তাপমাত্রা বহাল থাকলেও উত্তর তাবুক অঞ্চলে মাঝেমধ্যে তুষারপাত হয়। এই অঞ্চলটি সমুদ্রপৃষ্ঠ থেকে ২,৬০০ মিটারেরও বেশি উচ্চতায় অবস্থান করছে।

সৌদি আরবে তুষারপাতের ঘটনার নেপথ্যে রয়েছে জলবায়ু পরিবর্তনের একাধিক পরিস্থিতির সংমিশ্রণ। উপরের বাতাস ঠান্ডা, আর্দ্রতার প্রবাহ বৃদ্ধি, বায়ুমণ্ডলীয় চাপের অস্বাভাবিক পরিবর্তন এবং ভূপৃষ্ঠের তাপমাত্রায় পর্যাপ্ত হ্রাস, এই চারটি পরিস্থিতির নিখুঁত সংমিশ্রণ ঘটলে তুষারপাত হয়। এই পরিস্থিতি বিরল। কিন্তু যখন এটি ঘটে, তখন মরুভূমির রূপ সম্পূর্ণ বদলে যায়।
কবির আহমেদ/ভিয়েনা