শফিকুজ্জামান খান মোস্তফা, টাঙ্গাইল : ১১ ডিসেম্বর টাঙ্গাইল হানাদার মুক্ত দিবস উপলক্ষে নানা কর্মসূচির আয়োজন করা হয়। ১৯৭১ সালের এদিন মুক্তিযোদ্ধাদের সম্মিলিত আক্রমণে পাকিস্তানি বাহিনী পলায়ন করলে টাঙ্গাইল শত্রুমুক্ত হয়।
সকালে মুক্তিযোদ্ধাদের র্যালি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। পরে শহীদ মিনারে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় টাঙ্গাইল সদর উপজেলা কমান্ডারের আহবায়ক বীর মুক্তিযোদ্ধা নুরুজ্জামানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কবি ও সাহিত্যিক বীরমুক্তিযোদ্ধা বুলবুল খান মাহবুব। প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন টাঙ্গাইল জেলা ইউনিট কমান্ডের আহবায়ক বীর মুক্তিযোদ্ধা মোঃ খালেক মন্ডল।
অনুষ্ঠানে মুক্তিযোদ্ধা ও বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ অংশ নেন। পরে শহীদ স্মৃতি পৌর উদ্যানে করা হয়।
ঢাকা/ইবিটাইমস/এসএস























