ভিয়েনা ০১:৪০ অপরাহ্ন, মঙ্গলবার, ০৯ ডিসেম্বর ২০২৫, ২৫ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ

ঝালকাঠিতে রোকেয়া দিবসে র‍্যালি ও আলোচনা সভা ‎

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ১০:৪৮:৫৬ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৯ ডিসেম্বর ২০২৫
  • ৪ সময় দেখুন

বাঁধন রায়, ঝালকাঠি : ‎ঝালকাঠিতে আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ বেগম রোকেয়া দিবস উদযাপন উপলক্ষে “অদম্য নারী পুরস্কার–২০২৫” প্রদান, র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (৯ ডিসেম্বর) সকালে ঝালকাঠি জেলা প্রশাসক কার্যালয়ে এই কর্মসূচি পালন করা হয়।

‎এবারের প্রতিপাদ্য ছিল “নারী-কন্যার প্রতি সহিংসতা বন্ধে ঐক্যবদ্ধ হই, ডিজিটাল নিরাপত্তা নিশ্চিত করি।‍”

এতে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মো. মমিন উদ্দিন।

অনুষ্ঠানের শুরুতে একটি র‍্যালি বের করা হয়, যা শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে জেলা প্রশাসকের কার্যালয় প্রাঙ্গণে এসে শেষ হয়। পরে আলোচনা সভায় বক্তারা বলেন, নারী ও কন্যাশিশুর প্রতি সহিংসতা প্রতিরোধে পরিবার, সমাজ ও প্রশাসনের সমন্বিত উদ্যোগের পাশাপাশি অনলাইন নিরাপত্তা নিশ্চিত করাও অত্যন্ত জরুরি।

তারা বলেন, ‘ডিজিটাল যুগে নারীকে সুরক্ষা দিতে সচেতনতা ও প্রযুক্তি–দক্ষতা দুটোই প্রয়োজন।’ এ সময় “অদম্য নারী পুরস্কার– ২০২৫” প্রদান করা হয়। নারী অধিকার, সামাজিক উন্নয়ন, শিক্ষা ও উদ্যোক্তা খাতে অবদান রাখা জেলার নির্বাচিত সেরা নারীদের হাতে সম্মাননা তুলে দেন অতিথিরা। বক্তারা বেগম রোকেয়ার আদর্শকে ধারণ করে সমাজে মানবিক ও ন্যায়ভিত্তিক পরিবেশ গড়ে তুলতে সবাইকে এগিয়ে আসার আহ্বান জানান। অনুষ্ঠানটি আয়োজন করে জেলা প্রশাসন, মহিলা বিষয়ক অধিদপ্তর এবং জাতীয় মহিলা সংস্থা।

অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. কাওছার হোসেনের সভাপতিত্বে এসময় অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) এসএম বায়েজিদ ইবনে আকবর, সিভিল সার্জন ডা. মোহাম্মদ হুমায়ূন কবীর ও উপজেলা নির্বাহী অফিসার মিজ সেগুফতা মেহনাজ উপস্থিত ছিলেন।

Tag :
জনপ্রিয়
Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

ঝালকাঠিতে রোকেয়া দিবসে র‍্যালি ও আলোচনা সভা ‎

আপডেটের সময় ১০:৪৮:৫৬ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৯ ডিসেম্বর ২০২৫

বাঁধন রায়, ঝালকাঠি : ‎ঝালকাঠিতে আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ বেগম রোকেয়া দিবস উদযাপন উপলক্ষে “অদম্য নারী পুরস্কার–২০২৫” প্রদান, র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (৯ ডিসেম্বর) সকালে ঝালকাঠি জেলা প্রশাসক কার্যালয়ে এই কর্মসূচি পালন করা হয়।

‎এবারের প্রতিপাদ্য ছিল “নারী-কন্যার প্রতি সহিংসতা বন্ধে ঐক্যবদ্ধ হই, ডিজিটাল নিরাপত্তা নিশ্চিত করি।‍”

এতে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মো. মমিন উদ্দিন।

অনুষ্ঠানের শুরুতে একটি র‍্যালি বের করা হয়, যা শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে জেলা প্রশাসকের কার্যালয় প্রাঙ্গণে এসে শেষ হয়। পরে আলোচনা সভায় বক্তারা বলেন, নারী ও কন্যাশিশুর প্রতি সহিংসতা প্রতিরোধে পরিবার, সমাজ ও প্রশাসনের সমন্বিত উদ্যোগের পাশাপাশি অনলাইন নিরাপত্তা নিশ্চিত করাও অত্যন্ত জরুরি।

তারা বলেন, ‘ডিজিটাল যুগে নারীকে সুরক্ষা দিতে সচেতনতা ও প্রযুক্তি–দক্ষতা দুটোই প্রয়োজন।’ এ সময় “অদম্য নারী পুরস্কার– ২০২৫” প্রদান করা হয়। নারী অধিকার, সামাজিক উন্নয়ন, শিক্ষা ও উদ্যোক্তা খাতে অবদান রাখা জেলার নির্বাচিত সেরা নারীদের হাতে সম্মাননা তুলে দেন অতিথিরা। বক্তারা বেগম রোকেয়ার আদর্শকে ধারণ করে সমাজে মানবিক ও ন্যায়ভিত্তিক পরিবেশ গড়ে তুলতে সবাইকে এগিয়ে আসার আহ্বান জানান। অনুষ্ঠানটি আয়োজন করে জেলা প্রশাসন, মহিলা বিষয়ক অধিদপ্তর এবং জাতীয় মহিলা সংস্থা।

অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. কাওছার হোসেনের সভাপতিত্বে এসময় অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) এসএম বায়েজিদ ইবনে আকবর, সিভিল সার্জন ডা. মোহাম্মদ হুমায়ূন কবীর ও উপজেলা নির্বাহী অফিসার মিজ সেগুফতা মেহনাজ উপস্থিত ছিলেন।