হবিগঞ্জ প্রতিনিধি: হবিগঞ্জের মাধবপুর উপজেলার ইটাখোলায় ইঞ্জিন বিকল হয়ে ঢাকাগামী কালনী এক্সপ্রেস ট্রেন দীর্ঘ সময় ধরে আটকে রয়েছে। মঙ্গলবার সকাল ১০টা ৪০ মিনিটে ট্রেনটির ইঞ্জিন হঠাৎ বিকল হয়ে গেলে সেটি লাইনচ্যুত হওয়ার মতো ঝুঁকিপূর্ণ অবস্থায় থেমে যায়। এতে প্রায় এক হাজার যাত্রী চরম ভোগান্তিতে পড়েছেন।
ঘটনার পর সিলেটের সঙ্গে সারাদেশের রেল যোগাযোগ পুরোপুরি বিচ্ছিন্ন না হলেও, কালনী এক্সপ্রেসের যাত্রীরা অনিশ্চয়তার মধ্যে অপেক্ষা করছেন। বিশেষ করে নারী, শিশু ও বয়স্ক যাত্রীদের দুর্ভোগ ছিল চোখে পড়ার মতো।
শায়েস্তাগঞ্জ রেলওয়ে স্টেশনের মাস্টার লিটন দে জানান, ইঞ্জিন বিকল হওয়ার পরপরই আখাউড়া থেকে একটি রিলিফ ট্রেন পাঠানো হয়েছে। বিকল্প ইঞ্জিন সংযোগ বা মেরামত কাজ শেষ হওয়া বেলা ২ টা ৩৫ মিনিটে ট্রেনটি ঢাকার উদ্দেশ্যে পুনরায় যাত্রা করেছে ।
তিনি বলেন, “কালনী এক্সপ্রেসের ইঞ্জিন বিকল হওয়ার ঘটনায় সিলেটের সঙ্গে সারাদেশের রেল যোগাযোগ কিছুক্ষণ বন্ধ থাকলেও এখন পর্যন্ত অন্য কোনো ট্রেনের শিডিউল বিপর্যয় ঘটেনি। দ্রুততম সময়ে রেল চলাচল স্বাভাবিক করার চেষ্টা চলছে।”
স্থানীয়রা জানান, ট্রেন থেমে যাওয়ার পর দীর্ঘ সময় ধরে প্ল্যাটফর্মে ও রেললাইনের পাশে যাত্রীরা অপেক্ষা করছেন। অনেকেই খাবার ও পানির সংকটে পড়েছেন। কেউ কেউ ট্রেন থেকে নেমে রাস্তার পাশে বিশ্রাম নিতে দেখা গেছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে স্থানীয় রেলওয়ে কর্মীরা ঘটনাস্থলে কাজ করছেন।
যাত্রীরা অভিযোগ করে বলেন, হঠাৎ ট্রেন থেমে যাওয়ার পর প্রাথমিক পর্যায়ে কোনো কর্তৃপক্ষের পক্ষ থেকে স্পষ্ট ঘোষণা না পাওয়ায় তাদের উদ্বেগ আরও বাড়ে। পরে রেল কর্মকর্তারা পরিস্থিতি ব্যাখ্যা করলে তারা স্বস্তি পান।
রিলিফ ইঞ্জিন ঘটনাস্থলের দিকে এগিয়ে আসছিল। রেল কর্তৃপক্ষ আশা করছে, দুপুরের মধ্যেই ট্রেনটি পুনরায় চলাচল শুরু করতে পারবে।
শেষ খবর পাওয়া পর্যন্ত দুপুর ২ টা ৩৫ মিনিটের দিকে ট্রেনের ইঞ্জিন ঠিক হয়েছে বলে জানা গেছে।
মোতাব্বির হোসেন কাজল/ইবিটাইমস























