ভিয়েনা ০১:০৯ অপরাহ্ন, শুক্রবার, ১৪ নভেম্বর ২০২৫, ৩০ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
আগামীকাল লালমোহনে মেজর অব. হাফিজকে গণসংবর্ধনা দেবে বিএনপি লালমোহনে বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত পশ্চিম তীরে দুই কিশোরকে হত্যা করেছে ইসরাইলি বাহিনী সরকারের আচরণে সুষ্ঠু নির্বাচন নিয়ে ‘গভীর সন্দেহ’ তৈরি হয়েছে : তাহের চ্যালেঞ্জ মোকাবিলায় প্রস্তুত থাকতে সেনাপ্রধানের আহ্বান কার্যক্রম স্থগিত থাকায় নির্বাচনে অংশ নিতে পারবে না আ’লীগ : প্রধান উপদেষ্টা অভিবাসী পুনর্বণ্টনে ইইউর বিশেষ সহায়তা পাবে চার সদস্য দেশ জার্মানিতে স্বেচ্ছাসেবী সামরিক পরিষেবা মডেল চালু লন্ডনে ১২ বছর পর পুনরায় সিরিয়ার দূতাবাস সার্ভিস টাঙ্গাইলে রিকশা শ্রমিকদের সাথে বিএনপি’র মনোনয়ন প্রত্যাশীর মতবিনিময় সভা

লালমোহনে বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ১০:৩২:০০ পূর্বাহ্ন, শুক্রবার, ১৪ নভেম্বর ২০২৫
  • ৬১ সময় দেখুন

জাহিদ দুলাল, ভোলা দক্ষিণ : কোস্ট ফাউন্ডেশন-এর সমৃদ্ধি কর্মসূচির উদ্যোগে ও কৈশোর কার্যক্রমের আয়োজনে ভোলার লালমোহনে কালমা ইউনিয়নের হোসনে আরা বেগম মাধ্যমিক বিদ্যালয়ে দিনব্যাপী বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।

গতকাল (বৃহস্পতিবার) সকাল থেকে বিকেল পর্যন্ত প্রাণবন্ত পরিবেশে অনুষ্ঠিত এই প্রতিযোগিতায় বিদ্যালয়ের শিক্ষার্থীরা উৎসাহ-উদ্দীপনার সঙ্গে বিভিন্ন সাংস্কৃতিক ও ক্রীড়া ইভেন্টে অংশগ্রহণ করে।

দিনব্যাপী আয়োজিত এই প্রতিযোগিতায় বিদ্যালয়ের বালক ও বালিকা শিক্ষার্থীদের নিয়ে পৃথকভাবে ফুটবল, দৌড়, মোরগ লড়াই, বালতিতে বল নিক্ষেপ, সংগীত, নৃত্যসহ নানা আকর্ষণীয় ইভেন্ট অনুষ্ঠিত হয়।

প্রতিযোগিতার প্রতিটি ইভেন্টে শিক্ষার্থীরা অংশগ্রহণ করে নিজেদের প্রতিভা ও দক্ষতার প্রদর্শন করে। দিনশেষে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন অতিথিবৃন্দ।

পুরস্কার বিতরণী অনুষ্ঠানে বক্তারা বলেন, “কৈশোর পর্যায়ের শিক্ষার্থীদের মানসিক ও শারীরিক বিকাশে ক্রীড়া ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের বিকল্প নেই। কোস্ট ফাউন্ডেশনের এই উদ্যোগ তরুণ প্রজন্মকে সুস্থ, সৃজনশীল ও আত্মবিশ্বাসী করে গড়ে তুলবে।”

অনুষ্ঠানে বিদ্যালয় প্রাঙ্গণজুড়ে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়। শিক্ষার্থী, শিক্ষক ও অভিভাবক—সবাই আনন্দ ও উদ্দীপনার সঙ্গে দিনটি উপভোগ করেন।

এসময় উপস্থিত ছিলেন কোস্ট ফাউন্ডেশন এর লালমোহন এলাকা ব্যবস্থাপক মোঃ রুহুল আমিন, শাখা ব্যবস্থাপক মোঃ রিয়াজ উদ্দিন এবং বিদ্যালয়ের বিভিন্ন শিক্ষকবৃন্দ।

অনুষ্ঠান পরিচালনা করেন কোস্ট ফাউন্ডেশন এর সমৃদ্ধি কর্মসূচির আওতায় পরিচালিত কৈশোর কার্যক্রমের লালমোহন উপজেলা মনিটরিং অফিসার রাবেয়া বিনতে খায়ের।
ঢাকা/ইবিটাইমস/এসএস

Tag :
জনপ্রিয়

আগামীকাল লালমোহনে মেজর অব. হাফিজকে গণসংবর্ধনা দেবে বিএনপি

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

লালমোহনে বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত

আপডেটের সময় ১০:৩২:০০ পূর্বাহ্ন, শুক্রবার, ১৪ নভেম্বর ২০২৫

জাহিদ দুলাল, ভোলা দক্ষিণ : কোস্ট ফাউন্ডেশন-এর সমৃদ্ধি কর্মসূচির উদ্যোগে ও কৈশোর কার্যক্রমের আয়োজনে ভোলার লালমোহনে কালমা ইউনিয়নের হোসনে আরা বেগম মাধ্যমিক বিদ্যালয়ে দিনব্যাপী বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।

গতকাল (বৃহস্পতিবার) সকাল থেকে বিকেল পর্যন্ত প্রাণবন্ত পরিবেশে অনুষ্ঠিত এই প্রতিযোগিতায় বিদ্যালয়ের শিক্ষার্থীরা উৎসাহ-উদ্দীপনার সঙ্গে বিভিন্ন সাংস্কৃতিক ও ক্রীড়া ইভেন্টে অংশগ্রহণ করে।

দিনব্যাপী আয়োজিত এই প্রতিযোগিতায় বিদ্যালয়ের বালক ও বালিকা শিক্ষার্থীদের নিয়ে পৃথকভাবে ফুটবল, দৌড়, মোরগ লড়াই, বালতিতে বল নিক্ষেপ, সংগীত, নৃত্যসহ নানা আকর্ষণীয় ইভেন্ট অনুষ্ঠিত হয়।

প্রতিযোগিতার প্রতিটি ইভেন্টে শিক্ষার্থীরা অংশগ্রহণ করে নিজেদের প্রতিভা ও দক্ষতার প্রদর্শন করে। দিনশেষে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন অতিথিবৃন্দ।

পুরস্কার বিতরণী অনুষ্ঠানে বক্তারা বলেন, “কৈশোর পর্যায়ের শিক্ষার্থীদের মানসিক ও শারীরিক বিকাশে ক্রীড়া ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের বিকল্প নেই। কোস্ট ফাউন্ডেশনের এই উদ্যোগ তরুণ প্রজন্মকে সুস্থ, সৃজনশীল ও আত্মবিশ্বাসী করে গড়ে তুলবে।”

অনুষ্ঠানে বিদ্যালয় প্রাঙ্গণজুড়ে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়। শিক্ষার্থী, শিক্ষক ও অভিভাবক—সবাই আনন্দ ও উদ্দীপনার সঙ্গে দিনটি উপভোগ করেন।

এসময় উপস্থিত ছিলেন কোস্ট ফাউন্ডেশন এর লালমোহন এলাকা ব্যবস্থাপক মোঃ রুহুল আমিন, শাখা ব্যবস্থাপক মোঃ রিয়াজ উদ্দিন এবং বিদ্যালয়ের বিভিন্ন শিক্ষকবৃন্দ।

অনুষ্ঠান পরিচালনা করেন কোস্ট ফাউন্ডেশন এর সমৃদ্ধি কর্মসূচির আওতায় পরিচালিত কৈশোর কার্যক্রমের লালমোহন উপজেলা মনিটরিং অফিসার রাবেয়া বিনতে খায়ের।
ঢাকা/ইবিটাইমস/এসএস