ভিয়েনা ০৩:২৭ পূর্বাহ্ন, রবিবার, ০৭ ডিসেম্বর ২০২৫, ২২ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ

‘প্রবাসী ভোটার অ্যাপ’ এর উদ্বোধন আগামী ১৮ নভেম্বর – ইসি সচিব

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ০৩:৩৪:৫০ অপরাহ্ন, রবিবার, ৯ নভেম্বর ২০২৫
  • ২৫৮ সময় দেখুন

নির্বাচন কমিশন (ইসি) সচিব আখতার আহমেদ জানিয়েছেন, ‘প্রবাসী ভোটার অ্যাপ’ লঞ্চের তারিখ পরিবর্তন করা হয়েছে। পূর্বনির্ধারিত ১৬ নভেম্বরের পরিবর্তে ১৮ নভেম্বর অ্যাপটি উদ্বোধন করা হবে

ইবিটাইমস ডেস্কঃ রোববার (৯ নভেম্বর) আগারগাঁওয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ তথ্য জানান। তিনি বলেন, ‘আমরা আগেই বলেছিলাম ১৬ নভেম্বর ‘আউট অব কন্ট্রিবিউটিং’ এবং ‘আইসি অ্যাপ’ লঞ্চ করা হবে। কিন্তু ১৬ নভেম্বর বিশ্বের অধিকাংশ দেশেই সাপ্তাহিক ছুটি। তাই বিষয়টি বিবেচনা করে আমরা ১৮ নভেম্বর লঞ্চ (চালু) করার সিদ্ধান্ত নিয়েছি।’

তিনি জানান, একই দিনে ইসি চূড়ান্ত ভোটার তালিকাও প্রকাশ করবে। এ কারণে দুটি অনুষ্ঠান একসঙ্গে আয়োজনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। লঞ্চিংয়ের নির্দিষ্ট সময় পরে জানানো হবে।

সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে ইসি সচিব বলেন, ‘আমরা আইনের আলোকে আমাদের দায়িত্ব পালন করছি। যাদের নিবন্ধন সংক্রান্ত কিছু ঘাটতি আছে, তারা চাইলে আপিল বা সংশোধনের আবেদন করতে পারেন। কমিশন তাদের আবেদন বিবেচনায় নেবে কি না, সেটা পরবর্তী সিদ্ধান্তের বিষয়।’

আপিল প্রক্রিয়া সম্পর্কে তিনি বলেন, ‘আপিল করতে হলে সচিবালয়ের মাধ্যমে সিনিয়র সচিব বা কমিশনের সচিবের বরাবর আবেদন করতে হয়। আপিলের জন্য নির্দিষ্ট কোনো সময়সীমা দেওয়া হয়নি। তারা চাইলে আগামীকালও আবেদন করতে পারেন।’

উপস্থিত সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে আখতার আহমেদ বলেন, ‘আমরা আইনের বাইরে কিছু করছি না। কিছু আবেদন নামঞ্জুর করা হয়েছে নির্দিষ্ট শর্তের আওতায়। কেউ যদি সেই সিদ্ধান্তের সঙ্গে একমত না হন, তাহলে পুনর্বিবেচনার জন্য আবেদন করতে পারেন।’

সংলাপ প্রসঙ্গে ইসি সচিব জানান, প্রার্থী ও রাজনৈতিক দলের আচরণবিধি গেজেট মারফত প্রকাশ পেলেই সংলাপের সময়সূচি ঠিক করা হবে। কেপিআই এলাকায় রাজনৈতিক সমাবেশ বিষয়ে তিনি বলেন, ‘কেপিআই একটি সংবেদনশীল স্থান। সেখানে সবাইকেই আইন ও নিরাপত্তাবিধি মেনে চলতে হবে।’
এ সময় তিনি আরও বলেন, ‘আমরা চাই সব রাজনৈতিক দল ও অংশীজন আইনি কাঠামোর মধ্যে থেকে নির্বাচন প্রক্রিয়ায় অংশ নিক।’

কবির আহমেদ/ইবিটাইমস 

জনপ্রিয়
Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

‘প্রবাসী ভোটার অ্যাপ’ এর উদ্বোধন আগামী ১৮ নভেম্বর – ইসি সচিব

আপডেটের সময় ০৩:৩৪:৫০ অপরাহ্ন, রবিবার, ৯ নভেম্বর ২০২৫

নির্বাচন কমিশন (ইসি) সচিব আখতার আহমেদ জানিয়েছেন, ‘প্রবাসী ভোটার অ্যাপ’ লঞ্চের তারিখ পরিবর্তন করা হয়েছে। পূর্বনির্ধারিত ১৬ নভেম্বরের পরিবর্তে ১৮ নভেম্বর অ্যাপটি উদ্বোধন করা হবে

ইবিটাইমস ডেস্কঃ রোববার (৯ নভেম্বর) আগারগাঁওয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ তথ্য জানান। তিনি বলেন, ‘আমরা আগেই বলেছিলাম ১৬ নভেম্বর ‘আউট অব কন্ট্রিবিউটিং’ এবং ‘আইসি অ্যাপ’ লঞ্চ করা হবে। কিন্তু ১৬ নভেম্বর বিশ্বের অধিকাংশ দেশেই সাপ্তাহিক ছুটি। তাই বিষয়টি বিবেচনা করে আমরা ১৮ নভেম্বর লঞ্চ (চালু) করার সিদ্ধান্ত নিয়েছি।’

তিনি জানান, একই দিনে ইসি চূড়ান্ত ভোটার তালিকাও প্রকাশ করবে। এ কারণে দুটি অনুষ্ঠান একসঙ্গে আয়োজনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। লঞ্চিংয়ের নির্দিষ্ট সময় পরে জানানো হবে।

সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে ইসি সচিব বলেন, ‘আমরা আইনের আলোকে আমাদের দায়িত্ব পালন করছি। যাদের নিবন্ধন সংক্রান্ত কিছু ঘাটতি আছে, তারা চাইলে আপিল বা সংশোধনের আবেদন করতে পারেন। কমিশন তাদের আবেদন বিবেচনায় নেবে কি না, সেটা পরবর্তী সিদ্ধান্তের বিষয়।’

আপিল প্রক্রিয়া সম্পর্কে তিনি বলেন, ‘আপিল করতে হলে সচিবালয়ের মাধ্যমে সিনিয়র সচিব বা কমিশনের সচিবের বরাবর আবেদন করতে হয়। আপিলের জন্য নির্দিষ্ট কোনো সময়সীমা দেওয়া হয়নি। তারা চাইলে আগামীকালও আবেদন করতে পারেন।’

উপস্থিত সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে আখতার আহমেদ বলেন, ‘আমরা আইনের বাইরে কিছু করছি না। কিছু আবেদন নামঞ্জুর করা হয়েছে নির্দিষ্ট শর্তের আওতায়। কেউ যদি সেই সিদ্ধান্তের সঙ্গে একমত না হন, তাহলে পুনর্বিবেচনার জন্য আবেদন করতে পারেন।’

সংলাপ প্রসঙ্গে ইসি সচিব জানান, প্রার্থী ও রাজনৈতিক দলের আচরণবিধি গেজেট মারফত প্রকাশ পেলেই সংলাপের সময়সূচি ঠিক করা হবে। কেপিআই এলাকায় রাজনৈতিক সমাবেশ বিষয়ে তিনি বলেন, ‘কেপিআই একটি সংবেদনশীল স্থান। সেখানে সবাইকেই আইন ও নিরাপত্তাবিধি মেনে চলতে হবে।’
এ সময় তিনি আরও বলেন, ‘আমরা চাই সব রাজনৈতিক দল ও অংশীজন আইনি কাঠামোর মধ্যে থেকে নির্বাচন প্রক্রিয়ায় অংশ নিক।’

কবির আহমেদ/ইবিটাইমস