শফিকুজ্জামান খান মোস্তফা, টাঙ্গাইল : ঐতিহাসিক ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে টাঙ্গাইলে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৮ নভেম্বর) সন্ধ্যায় জেলা ছাত্রদলের আয়োজনে টাঙ্গাইল প্রেসক্লাবের অডিটোরিয়ামে এ আলোচনা সভার আয়োজন করা হয়।
অনুষ্ঠানে জেলা ছাত্রদলের আহ্বায়ক দুর্জয় হোড় শুভর সভাপতিত্বে এবং সদস্য সচিব এম এ বাতেনের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপি কেন্দ্রীয় কমিটির প্রচার সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকু।
এসময় আরও উপস্থিত ছিলেন টাঙ্গাইল জেলা বিএনপির সভাপতি হাসানুজ্জামিল শাহীন, সাধারণ সম্পাদক এডভোকেট ফরহাদ ইকবাল, সাবেক সদস্য সচিব মাহমুদুল হক সানু, সদর উপজেলা বিএনপির সভাপতি আজগর আলীসহ দলীয় অন্যান্য নেতৃবৃন্দ।
ঢাকা/ইবিটাইমস/এসএস





















