ইবিটাইমস ডেস্ক : ‘দক্ষ জনশক্তি, দেশ গঠনের মূল ভিত্তি’ এ প্রতিপাদ্যে গণপ্রকৌশল দিবস ও আইডিইবি’র ৫৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত হয়েছে। দিবসটি উপলক্ষে আলোচনা সভা ও র্যালির আয়োজন করে ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স (আইডিইবি)।
আজ (রোববার) সকালে রাজধানীর কাকরাইলস্থ আইডিইবি’র মাল্টিপারপাস হলরুমে অনুষ্ঠিত আলোচনা সভায় বর্ণাঢ্য র্যালির উদ্বোধন ঘোষণা করেন অনুষ্ঠানের প্রধান অতিথি অন্তর্বর্তীকালীন সরকারের গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয় এবং শিল্প উপদেষ্টা আদিলুর রহমান খান।
বক্তব্যে উপদেষ্টা আদিলুর রহমান বলেন, স্বাধীনতার পর যুদ্ধবিধ্বস্ত বাংলাদেশ পুর্নগঠন করা ও আজকের বৈষম্যহীন বাংলাদেশ গড়ে তোলার ক্ষেত্রে আইডিইবি সদস্যরা সবসময় সামনের সারিতে থেকেছেন। দক্ষতা এবং উদ্ভাবনের মাধ্যমে তারা চ্যালেঞ্জকে সুযোগে রূপান্তর করেছেন। নতুন উদ্ভাবনে মনযোগ দেয়া এবং পেশাগত নীতি ও সততা বজায় রাখতে ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্সদের প্রতি আহ্বান জানান উপদেষ্টা।
আইডিইবি অন্তর্বর্তীকালীন কেন্দ্রীয় কমিটির আহ্বায়ক প্রকৌশলী কবির হোসেন এর সভাপতিত্বে সভায় স্বাগত বক্তব্য রাখেন আইডিইবি কেন্দ্রীয় কমিটির সদস্য সচিব প্রকৌশলী কাজী সাখাওয়াত হোসেন। এসময় আইডিইবি’র উন্নয়নে উপদেষ্টার সার্বিক সহযোগিতা কামনা করেন বক্তারা।
এসময় উপস্থিত ছিলেন, আইডিইবির যুগ্ম আহ্বায়ক গোলাম মাহমুদ, সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার খন্দকার মুঈনুর রহমানসহ আইডিইবি’র অন্যান্য নের্তৃবৃন্দরা।
পরে আইডিইবি প্রাঙ্গন থেকে বর্ণাঢ্য র্যালি বের করা হয়। র্যালিটি মৎস্য ভবন, জাতীয় প্রেসক্লাব ও পল্টন সড়ক প্রদক্ষিণ শেষে পুনরায় একই স্থানে এসে সমবেত হয়। এতে আইডিইবি নের্তৃবৃন্দ ও সদস্যসহ রাজধানীর বিভিন্ন স্থান থেকে আসা প্রকৌশল শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন।

ঢাকা/এসএস




















