ভিয়েনা ০৬:৪৭ অপরাহ্ন, শুক্রবার, ০৭ নভেম্বর ২০২৫, ২৩ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ

বকেয়া ভাড়ার কারণে টাঙ্গাইলের এলেঙ্গা রিসোর্ট সিলগালা

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ০৫:৪১:৫৭ অপরাহ্ন, শুক্রবার, ৭ নভেম্বর ২০২৫
  • ২৯ সময় দেখুন

শফিকুজ্জামান খান মোস্তফা, টাঙ্গাইল : উত্তরবঙ্গের প্রবেশদ্বার হিসেবে পরিচিত টাঙ্গাইলের এলেঙ্গায় যমুনা সেতু কর্তৃপক্ষের তত্ত্বাবধানে পরিচালিত “এলেঙ্গা রিসোর্ট” বকেয়া ভাড়ার কারণে সিলগালা করেছে প্রশাসন।

গতকালবৃহস্পতিবার (৬ নভেম্বর) দুপুর ১২টার দিকে নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে পরিচালিত অভিযানে রিসোর্টটি সিলগালা করা হয়।

দীর্ঘদিন ধরে যমুনা সেতু কর্তৃপক্ষের মালিকানাধীন জায়গা ভাড়া নিয়ে রিসোর্টটি পরিচালিত হচ্ছিল। কিন্তু টানা কয়েক মাসের ভাড়া পরিশোধ না করায় কর্তৃপক্ষ একাধিকবার নোটিশ দিলেও সাড়া মেলেনি। শেষ পর্যন্ত আইনানুগ ব্যবস্থা হিসেবে প্রতিষ্ঠানটি বন্ধ করে দেওয়া হয়।

বাংলাদেশ সেতু কর্তৃপক্ষের উপস্থিতিতে নির্বাহী ম্যাজিস্ট্রেটের মাধ্যমে রিসোর্টের মূল ফটকে তালা ঝুলিয়ে দেওয়া হয়। সেতু কর্তৃপক্ষ জানায়, এলেঙ্গা রিসোর্টের কাছে প্রায় ৩০ মাসের ১ কোটি ২৫ লাখ টাকা ভাড়া বকেয়া রয়েছে।

সেতু বিভাগের নির্বাহী প্রকৌশলী মো. আহসানুল কবীর পাভেল বলেন, “দীর্ঘদিন ধরে রিসোর্ট কর্তৃপক্ষ ভাড়া পরিশোধ করেনি। এ নিয়ে বড় ধরনের অডিট আপত্তি ওঠে। কর্তৃপক্ষের নির্দেশে আজ আমরা নির্বাহী ম্যাজিস্ট্রেটের মাধ্যমে রিসোর্টটি সিলগালা করেছি।”

কালিহাতী উপজেলার সহকারী কমিশনার (ভূমি) সায়েদা খানম লিজা জানান, “রিসোর্টটি সেতু কর্তৃপক্ষের জমিতে ইজারা নিয়ে পরিচালিত হচ্ছিল। কিন্তু প্রায় ১ কোটি ২৫ লাখ টাকার বকেয়া ভাড়া না দেওয়ায় বারবার নোটিশ দেওয়ার পরও কোনো সাড়া না পেয়ে অবশেষে তা বন্ধ করে দেওয়া হয়েছে।”

এদিকে রিসোর্টে কর্মরত কয়েকজন কর্মচারী অভিযোগ করে বলেন, “আমরা এখানে ৫৪ জন কাজ করি। প্রায় ছয় মাস ধরে বেতন পাই না। হঠাৎ রিসোর্ট বন্ধ হবে তা জানানো হয়নি। এখন আমরা কোথায় যাব? মালিক বিদেশে থাকেন, বেতন না পেলে পরিবার নিয়ে কষ্টে পড়বো।”

স্থানীয়রা জানান, এলেঙ্গা উত্তরবঙ্গগামী যাত্রীদের বিশ্রামের অন্যতম স্থান হওয়ায় রিসোর্টটি ছিল বেশ পরিচিত। প্রতিষ্ঠানটি বন্ধ হয়ে যাওয়ায় স্থানীয় কর্মচারীদের জীবিকা ও এলাকার পর্যটন ব্যবসা ক্ষতিগ্রস্ত হবে বলে মনে করছেন তারা।
ঢাকা/ইবিটাইমস/এসএস

জনপ্রিয়
Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

বকেয়া ভাড়ার কারণে টাঙ্গাইলের এলেঙ্গা রিসোর্ট সিলগালা

আপডেটের সময় ০৫:৪১:৫৭ অপরাহ্ন, শুক্রবার, ৭ নভেম্বর ২০২৫

শফিকুজ্জামান খান মোস্তফা, টাঙ্গাইল : উত্তরবঙ্গের প্রবেশদ্বার হিসেবে পরিচিত টাঙ্গাইলের এলেঙ্গায় যমুনা সেতু কর্তৃপক্ষের তত্ত্বাবধানে পরিচালিত “এলেঙ্গা রিসোর্ট” বকেয়া ভাড়ার কারণে সিলগালা করেছে প্রশাসন।

গতকালবৃহস্পতিবার (৬ নভেম্বর) দুপুর ১২টার দিকে নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে পরিচালিত অভিযানে রিসোর্টটি সিলগালা করা হয়।

দীর্ঘদিন ধরে যমুনা সেতু কর্তৃপক্ষের মালিকানাধীন জায়গা ভাড়া নিয়ে রিসোর্টটি পরিচালিত হচ্ছিল। কিন্তু টানা কয়েক মাসের ভাড়া পরিশোধ না করায় কর্তৃপক্ষ একাধিকবার নোটিশ দিলেও সাড়া মেলেনি। শেষ পর্যন্ত আইনানুগ ব্যবস্থা হিসেবে প্রতিষ্ঠানটি বন্ধ করে দেওয়া হয়।

বাংলাদেশ সেতু কর্তৃপক্ষের উপস্থিতিতে নির্বাহী ম্যাজিস্ট্রেটের মাধ্যমে রিসোর্টের মূল ফটকে তালা ঝুলিয়ে দেওয়া হয়। সেতু কর্তৃপক্ষ জানায়, এলেঙ্গা রিসোর্টের কাছে প্রায় ৩০ মাসের ১ কোটি ২৫ লাখ টাকা ভাড়া বকেয়া রয়েছে।

সেতু বিভাগের নির্বাহী প্রকৌশলী মো. আহসানুল কবীর পাভেল বলেন, “দীর্ঘদিন ধরে রিসোর্ট কর্তৃপক্ষ ভাড়া পরিশোধ করেনি। এ নিয়ে বড় ধরনের অডিট আপত্তি ওঠে। কর্তৃপক্ষের নির্দেশে আজ আমরা নির্বাহী ম্যাজিস্ট্রেটের মাধ্যমে রিসোর্টটি সিলগালা করেছি।”

কালিহাতী উপজেলার সহকারী কমিশনার (ভূমি) সায়েদা খানম লিজা জানান, “রিসোর্টটি সেতু কর্তৃপক্ষের জমিতে ইজারা নিয়ে পরিচালিত হচ্ছিল। কিন্তু প্রায় ১ কোটি ২৫ লাখ টাকার বকেয়া ভাড়া না দেওয়ায় বারবার নোটিশ দেওয়ার পরও কোনো সাড়া না পেয়ে অবশেষে তা বন্ধ করে দেওয়া হয়েছে।”

এদিকে রিসোর্টে কর্মরত কয়েকজন কর্মচারী অভিযোগ করে বলেন, “আমরা এখানে ৫৪ জন কাজ করি। প্রায় ছয় মাস ধরে বেতন পাই না। হঠাৎ রিসোর্ট বন্ধ হবে তা জানানো হয়নি। এখন আমরা কোথায় যাব? মালিক বিদেশে থাকেন, বেতন না পেলে পরিবার নিয়ে কষ্টে পড়বো।”

স্থানীয়রা জানান, এলেঙ্গা উত্তরবঙ্গগামী যাত্রীদের বিশ্রামের অন্যতম স্থান হওয়ায় রিসোর্টটি ছিল বেশ পরিচিত। প্রতিষ্ঠানটি বন্ধ হয়ে যাওয়ায় স্থানীয় কর্মচারীদের জীবিকা ও এলাকার পর্যটন ব্যবসা ক্ষতিগ্রস্ত হবে বলে মনে করছেন তারা।
ঢাকা/ইবিটাইমস/এসএস