শফিকুজ্জামান খান মোস্তফা, টাঙ্গাইল : একটি তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে আকাশী পূর্বপাড়া মোড়ে পৌছা মাত্রই পূর্ব শত্রুতার জের হিসেবে প্রতিপক্ষের ধারালো অস্ত্রের আঘাতে পৌর শ্রমিক দলের যুগ্ম সাধারণ সম্পাদক উজ্জ্বল নামে একজন গুরুতর ভাবে আহত হয়েছে। তিনি রানিয়াদ গ্রামের নয়ন মিয়ার ছেলে।
ঘটনাটি ঘটেছে টাঙ্গাইলের মধুপুর উপজেলার পৌরসভার ৮ নং ওয়াডে আকাশী গ্রামে। এ বিষয়ে ওই গ্রামের মৃত্য আনিসুর রহমানের ছেলে মো: লুৎফর রহমান (৩৮) বাদী হয়ে মধুপুর থানায় মামলা করা হয়।
মামলায় আসামিরা হলেন আ. রাজ্জাকে ছেলে রাইসুল (৩০) মো. তুলা মিয়ার ছেলে মো. মামুন (৩২), মো. মানিক (২৮), মো. রতন (২৩), মৃত জুলহাসের ছেলে মো. হারুন (৩২), মো. রিপন (২৫), মো. স্বপন (২৫), মৃত মোকছেদ আলীর ছেলে মো. রাজু আহমেদ (৩০), আবু (২৬), মৃত খোরশেদের ছেলে তুলা মিয়া (৫৫), মো. জুলহাসের ছেলে মো. জাহিদ (২৮), মো. রফিকুল ইসলাম (৩৮), মো. শহিদুল (৩৬), মো: রফিজের ছেলে মো. রুবেল (৩২) সহ আরো অজ্ঞাতনামা ২০/২৫ জন।
মামলায় বলা হয়েছে এরা সকলে মিলে এই হামলা চালায় ।
মামলার বিবরণীতে জানা যায়, সোমবার (৪নভেম্বর) রাতে সাড়ে ৯টায় দিকে মো: উজ্জ্বল, শিশির মাসুদ, মেহেদী, শাহীন সহ আরো কয়েজন মিলে মোটরসাইকেল যোগে মধুপুর যাওয়া পথে আকাশী মোড় নামক স্থানে পৌছালে প্রতি পক্ষের ১২ থেকে ১৩ জন রাস্ত উপর এসে পরিকল্পিতভাবে বে-আইনী জনতাবন্ধে দা, লাঠি, কাঠের চলা, চাপাতি, রামদা, লোহার রড ইত্যাদি দেশীয় অস্ত্রে নিয়া পথ রোধ করে সকলে মিলে এলোপাথারী ভাবে মারপিট শুরু করে। ১নং বিবাদীর হাতে থাকা দাঁড়ালো রামদা দিয়া উজ্জল এর মাথা লক্ষ্য করিয়া কোপ মারিলে উক্ত কোপ চোখের নিচে লেগে গুরুতর কাটা রক্তাক্ত জখম হয়। ২নং বিবাদীর হাতে থাকা ধারালো দা দিয়া উজ্জ্বল এর মাথা লক্ষ্য করিয়া কোপ মারিলে উক্ত কোপ তার বাম হাত দিয়া ফিরাইলে ডান হাতের কবজির উপর লাগিয়া গুরুতর কাটা রক্তাক্ত জখম করে। একপর্যায়ে সকল বিবাদীগন এলোপাথারী ভাবে লোহার রড ও রামদার উল্টা পিঠ দিয়া, কাঠের চলা দিয়া বাইরাইয়া শরীরের বিভিন্ন স্থানে নিলাফুলা জখম করে। আহতদের ডাকচিৎকারে আশে পাশে থাকা লোকজন আগাইয়া আসিলে বিবাদীগন খুন জখমের হুমকি প্রদান করিয়া ঘটনাস্থল ত্যাগ করে। পরবর্তীতে উপস্থিত লোকজনের সহায়তা উজ্জল কে মধুপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেয়া হয়। উজ্জল বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন আছে।
বর্তমানে উজ্জ্বলের মুমূর্ষু অবস্থায় মধুপুর হাসপাতালে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে। জানাযায় এই হারুন,মামুন, মানিক, রাজু,রাইসুল , জাহিদরা , গত সময়ে আওয়ামীলীগের প্রভাব খাটিয়ে দীর্ঘ ১৭ বছর এলাকায় বিভিন্ন অপকর্ম চালিয়ে মামলা হামলার ভয়ভীতি দেখিয়ে লক্ষ লক্ষ টাকা আত্মসাৎ করেছে বলে অভিযোগ করেছেন অনেকে। এই দুষ্কৃতিকারী হারুনের অত্যাচারে এলাকাবাসী অতিষ্ঠ হয়ে উঠেছে। এ ঘটনায় তার বিরুদ্ধে মামলা হলেও সাক্ষীদের আদালতে যাওয়ার পথ আটকিয়ে মারধরের ঘটনাও ঘটিয়েছে এ দুস্কৃতকারী হারুন তার ভয়ে কেউ কথা বলতে পারে না এলাকায়। এই দুষ্কৃতিকারীকে দ্রুত গ্রেফতার করে আইনের আওতায় আনার জন্য প্রশাসনের নিকট জোর দাবি জানিয়েছেন এলাকাবাসী।
আসামিদের দ্রুত গ্রেফতার করে আইনের আওতায় আনা হবে বলে জানিয়েছেন মধুপুর থানায় অফিসার ইনচার্জ এমরানুল কবীর।
ঢাকা/ইবিটাইমস/এসএস




















