ভিয়েনা ১১:০৬ পূর্বাহ্ন, শনিবার, ২০ ডিসেম্বর ২০২৫, ৬ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ

ইস্তাম্বুলে আবারো ইউক্রেন-রাশিয়া শান্তি আলোচনার প্রস্তুতি চলছে

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ০৮:৩০:৩৩ অপরাহ্ন, রবিবার, ২ নভেম্বর ২০২৫
  • ২২৩ সময় দেখুন

আন্তর্জাতিক ডেস্কঃ ইউক্রেনে শান্তিপূর্ণ সমাধানের জন্য কূটনীতি এখনও সবচেয়ে কার্যকর পথ বলে বিশ্বাস করে তুরস্ক। এজন্য ইস্তাম্বুলে চতুর্থ দফা শান্তি আলোচনা ও সম্ভাব্য নেতৃবৃন্দের শীর্ষ বৈঠক আয়োজনের প্রস্তুতি রয়েছে।

শনিবার (১ নভেম্বর) ইস্তাম্বুলে আয়োজিত ‘টিআরটি ওয়ার্ল্ড ফোরাম ২০২৫’-এর অধিবেশনে তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান এ কথা বলেন ।

হাকান ফিদান বলেন, রাশিয়া ও ইউক্রেনের মধ্যকার শান্তি আলোচনা চালিয়ে যেতে তুরস্ক গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। দেশটি এর আগের তিন দফা আলোচনায় আয়োজক ছিল এবং বন্দি বিনিময়সহ বেশ কিছু মানবিক উদ্যোগেও সহায়তা দিয়েছে। দুই পক্ষের সঙ্গেই গঠনমূলক সংলাপ বজায় রেখে তুরস্ক ‘ইস্তাম্বুল প্রক্রিয়া’র মাধ্যমে তাদের আলোচনার টেবিলে ফিরিয়ে আনতে সক্ষম হয়েছে।

এসময় তিনি আরও বলেন, আমরা পুনর্ব্যক্ত করছি—ইস্তাম্বুলে চতুর্থ দফা আলোচনা এবং সম্ভাব্য নেতাদের সম্মেলন আয়োজনের জন্য তুরস্ক প্রস্তুত। সব ইসরাইলি জিম্মির লাশ উদ্ধারে প্রস্তুত হামাসসব ইসরাইলি জিম্মির লাশ উদ্ধারে প্রস্তুত হামাস

তিনি আরও বলেন,তুরস্ক তার পররাষ্ট্র নীতির ভিত্তি হিসাবে সংলাপ এবং কূটনীতি বজায় রাখবে। এছাড়া তুরস্ক বহুপাক্ষিকতা ও আঞ্চলিক অংশীদারিত্বের নীতিতে বিশ্বাস করে । আঙ্কারা সর্বদা ন্যায্য, ভারসাম্যপূর্ণ ও প্রতিনিধিত্বমূলক একটি আন্তর্জাতিক ব্যবস্থা গড়ে তুলতে আগ্রহী সব দেশের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করবে বলেও জানান তিনি।

ফিদান বলেন, বিশ্বজুড়ে প্রভাবশালী শক্তিগুলোর কার্যকারিতা কমে যাচ্ছে, আর আঞ্চলিক স্থিতিশীলতা রক্ষাকারী প্রতিষ্ঠানগুলো নানা জটিল সংকটে বিপর্যস্ত। ফলে মানবসভ্যতা দ্রুত বহুমেরু বিশ্বব্যবস্থার দিকে অগ্রসর হচ্ছে। আমাদের অবস্থান স্পষ্ট—আমরা সহযোগিতা, সংলাপ ও অন্তর্ভুক্তিমূলক বহুপাক্ষিকতার পক্ষেই দাঁড়িয়েছি।

কবির আহমেদ/ইবিটাইমস 

জনপ্রিয়
Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

ইস্তাম্বুলে আবারো ইউক্রেন-রাশিয়া শান্তি আলোচনার প্রস্তুতি চলছে

আপডেটের সময় ০৮:৩০:৩৩ অপরাহ্ন, রবিবার, ২ নভেম্বর ২০২৫

আন্তর্জাতিক ডেস্কঃ ইউক্রেনে শান্তিপূর্ণ সমাধানের জন্য কূটনীতি এখনও সবচেয়ে কার্যকর পথ বলে বিশ্বাস করে তুরস্ক। এজন্য ইস্তাম্বুলে চতুর্থ দফা শান্তি আলোচনা ও সম্ভাব্য নেতৃবৃন্দের শীর্ষ বৈঠক আয়োজনের প্রস্তুতি রয়েছে।

শনিবার (১ নভেম্বর) ইস্তাম্বুলে আয়োজিত ‘টিআরটি ওয়ার্ল্ড ফোরাম ২০২৫’-এর অধিবেশনে তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান এ কথা বলেন ।

হাকান ফিদান বলেন, রাশিয়া ও ইউক্রেনের মধ্যকার শান্তি আলোচনা চালিয়ে যেতে তুরস্ক গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। দেশটি এর আগের তিন দফা আলোচনায় আয়োজক ছিল এবং বন্দি বিনিময়সহ বেশ কিছু মানবিক উদ্যোগেও সহায়তা দিয়েছে। দুই পক্ষের সঙ্গেই গঠনমূলক সংলাপ বজায় রেখে তুরস্ক ‘ইস্তাম্বুল প্রক্রিয়া’র মাধ্যমে তাদের আলোচনার টেবিলে ফিরিয়ে আনতে সক্ষম হয়েছে।

এসময় তিনি আরও বলেন, আমরা পুনর্ব্যক্ত করছি—ইস্তাম্বুলে চতুর্থ দফা আলোচনা এবং সম্ভাব্য নেতাদের সম্মেলন আয়োজনের জন্য তুরস্ক প্রস্তুত। সব ইসরাইলি জিম্মির লাশ উদ্ধারে প্রস্তুত হামাসসব ইসরাইলি জিম্মির লাশ উদ্ধারে প্রস্তুত হামাস

তিনি আরও বলেন,তুরস্ক তার পররাষ্ট্র নীতির ভিত্তি হিসাবে সংলাপ এবং কূটনীতি বজায় রাখবে। এছাড়া তুরস্ক বহুপাক্ষিকতা ও আঞ্চলিক অংশীদারিত্বের নীতিতে বিশ্বাস করে । আঙ্কারা সর্বদা ন্যায্য, ভারসাম্যপূর্ণ ও প্রতিনিধিত্বমূলক একটি আন্তর্জাতিক ব্যবস্থা গড়ে তুলতে আগ্রহী সব দেশের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করবে বলেও জানান তিনি।

ফিদান বলেন, বিশ্বজুড়ে প্রভাবশালী শক্তিগুলোর কার্যকারিতা কমে যাচ্ছে, আর আঞ্চলিক স্থিতিশীলতা রক্ষাকারী প্রতিষ্ঠানগুলো নানা জটিল সংকটে বিপর্যস্ত। ফলে মানবসভ্যতা দ্রুত বহুমেরু বিশ্বব্যবস্থার দিকে অগ্রসর হচ্ছে। আমাদের অবস্থান স্পষ্ট—আমরা সহযোগিতা, সংলাপ ও অন্তর্ভুক্তিমূলক বহুপাক্ষিকতার পক্ষেই দাঁড়িয়েছি।

কবির আহমেদ/ইবিটাইমস