ভিয়েনা ১১:০২ অপরাহ্ন, রবিবার, ২৬ অক্টোবর ২০২৫, ১১ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
লন্ডনে অবৈধ কর্মী নিয়োগের অভিযোগে বিশাল অঙ্কের জরিমানা তুরস্ক সফরে আসছেন যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার অস্ট্রিয়ায় যথাযথ মর্যাদায় জাতীয় দিবস উদযাপিত লালমোহনে ইলিশ সংরক্ষণ অভিযানে যত অর্জন লালমোহনে বিদ্যুতের ট্রান্সফর্মার বিক্রি কাণ্ডের মূলহোতা ধরা ছোঁয়ার বাইরে মাভাবিপ্রবির বিজিই বিভাগে সেমিনার অনুষ্ঠিত ফিলিস্তিনের পশ্চিম তীরে ইসরায়েলিদের আক্রমণের শিকার ফিলিস্তিনের স্থায়ী বাসিন্দা সুইজারল্যান্ডে আশ্রয়প্রার্থীদের বিদেশ ভ্রমণে নতুন আইন হবিগঞ্জে রেলের টিকিট কালোবাজারি রোধে র্য্যাবের অভিযান, ৪ যাত্রীকে জরিমানা লালমোহনে ফ্রি মেডিকেল ক্যাম্পেইন অনুষ্ঠিত

অস্ট্রিয়ায় যথাযথ মর্যাদায় জাতীয় দিবস উদযাপিত

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ০৮:০৩:৩৩ অপরাহ্ন, রবিবার, ২৬ অক্টোবর ২০২৫
  • ১১৭ সময় দেখুন

দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর ১৯৫৫ সালে অস্ট্রিয়া মিত্র বাহিনী থেকে স্বাধীনতা লাভ করে এবং ১৯৬৭ সাল থেকে ২৬ অক্টোবর দেশটির জাতীয় দিবস হিসাবে পালিত হয়ে আসছে

ভিয়েনা ডেস্কঃ রোববার (২৬ অক্টোবর) সকাল সাড়ে ৯টায় ভিয়েনার হেলডেনপ্লাটজে রাস্ট্রপতি আলেকজান্ডার ফান ডার বেলেন এর পুষ্পস্তবক অর্পণের মধ্য দিয়ে জাতীয় দিবস উদযাপনের কার্যক্রম শুরু হয়। এসময় প্রেসিডেন্টের সাথে ছিলেন প্রতিরক্ষামন্ত্রী ক্লাউডিয়া ট্যানার (ÖVP) ও অস্ট্রিয়ান সেনাবাহিনীর ঊর্ধ্বতনকর্মকর্তাগণ।

তারপর পুষ্পস্তবক অর্পণ করেন একসাথে সরকার প্রধান চ্যান্সেলর ক্রিশ্চিয়ান স্টকার ( ÖVP) ও সরকারের উপ প্রধান (ভাইস চ্যান্সেলর) আন্দ্রেয়াস
বাবলার (SPÖ)। তাছাড়াও ভিয়েনার মেয়র ও রাজ্য গভর্নর মিখাইল লুডভিগ (SPÖ) পুষ্পস্তবক অর্পণ করেন।

জাতীয় দিবস উপলক্ষ্যে ফেডারেল সরকারের পক্ষ থেকে ভিয়েনায় জনসাধারণের জন্য ফেডারেল রাষ্ট্রপতির কার্যালয়, চ্যান্সেলারি এবং জাতীয় সংসদের দরজা খুলে দেয়া হয় সকাল ১০টা পর্যন্ত বিকাল ৫টা পর্যন্ত। তাছাড়াও অস্ট্রিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের সামনে একাধিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

সকালে রাস্ট্রপতি,সরকার প্রধানের পর মন্ত্রী পরিষদের সদস্যবৃন্দ এবং বিরোধী দলের শীর্ষ রাজনৈতিক নেতৃবৃন্দ হেল্ডেনপ্ল্যাটজে দেশের বীর সৈনিকদের
সন্মানার্থে স্থাপিত স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ করেছেন।

অস্ট্রিয়ান সশস্ত্র বাহিনী হেল্ডেনপ্ল্যাটজ-এ কুচকাওয়াজ করেছে। তাছাড়াও অস্ট্রিয়ান সেনাবাহিনীর ব্লাক হক হেলিকপ্টার সহ বিভিন্ন সামরিক সরঞ্জাম প্রদর্শন করছে। আকাশে উড়েছে ইউরো ফাইটার।

রাষ্ট্রপতির ভবন সংলগ্ন হেল্ডেনপ্ল্যাটজ স্কোয়ারে জাতীয় দিবস উপলক্ষ্যে দেশের নিরাপত্তা বাহিনী কর্তৃক আকর্ষণীয় এই অনুষ্ঠানে ভিয়েনাবাসী সহ দেশের হাজার হাজার মানুষ উপভোগ করছেন। প্রতি বছরের ন্যায় এবছরও অস্ট্রিয়ার সেনাবাহিনীর কয়েক শতাধিক নতুন নিয়োগপ্রাপ্তদের শপথ গ্রহণ অনুষ্ঠান পরিচালনা করেন রাষ্ট্রপতি আলেকজান্ডার ফান ডার বেলেন।

তাছাড়াও জাতীয় দিবসে মাইনোরিটেনপ্ল্যাটজে সকাল ১০টা থেকে বিকেল ৫টার মধ্যে অস্ট্রিয়ান ফেডারেল পুলিশ বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করছে। লোয়ার অস্ট্রিয়ার (NÖ) পুলিশ মিউজিকের একটি কনসার্ট রাতে অনুষ্ঠিত হবে। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মচারীরা কথা বলার জন্য উপলব্ধ, কাজ এবং একটি প্রতিযোগিতা আছে।

ভিয়েনা রাজ্যের পরিবহণ দফতর, কমান্ডো পুলিশ কোবরা এবং WEGA ইউনিটগুলির পাশাপাশি পুলিশের অন্যান্য বিভাগ নিজেদের পরিচয় উপস্থাপন
করছে। উপসংহারে একটি যৌথ অপারেশনাল প্রদর্শনী থাকবে। গত বছর সন্ত্রাস সতর্কতা স্তর বাড়ানোর পর, এইবার কোনও বিশেষ হুমকির লক্ষণ নেই, মন্ত্রণালয় জানিয়েছে। স্বল্পমেয়াদে একটি কংক্রিট মূল্যায়ন হবে, তবে সাধারণ সতর্কতা বহাল রয়েছে।

জাতীয় দিবস উদযাপন উপলক্ষ্যে ভিয়েনা সহ সমগ্র দেশে জরুরি পরিষেবা এবং বিভিন্ন নিরাপত্তা সংস্থা যেমন ফায়ার ব্রিগেড ও উদ্ধারকর্মীরা সতর্ক অবস্থায় রাখা হয়েছে।

সন্ধ্যায় অস্ট্রিয়ার জাতীয় দিবস উপলক্ষ্যে জাতির উদ্দেশ্যে ভাষণ দেয়ার কথা রয়েছে ফেডারেল রাষ্ট্রপতি প্রফেসর আলেকজান্ডার ফান ডার বেলেনের। রাস্টায়াত্ত টেলিভিশন ORF থেকে সহ অন্যান্য সংবাদ মাধ্যমে তার ভাষণটি সম্প্রচারিত হবে।

কবির আহমেদ/ইবিটাইমস 

জনপ্রিয়

লন্ডনে অবৈধ কর্মী নিয়োগের অভিযোগে বিশাল অঙ্কের জরিমানা

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

অস্ট্রিয়ায় যথাযথ মর্যাদায় জাতীয় দিবস উদযাপিত

আপডেটের সময় ০৮:০৩:৩৩ অপরাহ্ন, রবিবার, ২৬ অক্টোবর ২০২৫

দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর ১৯৫৫ সালে অস্ট্রিয়া মিত্র বাহিনী থেকে স্বাধীনতা লাভ করে এবং ১৯৬৭ সাল থেকে ২৬ অক্টোবর দেশটির জাতীয় দিবস হিসাবে পালিত হয়ে আসছে

ভিয়েনা ডেস্কঃ রোববার (২৬ অক্টোবর) সকাল সাড়ে ৯টায় ভিয়েনার হেলডেনপ্লাটজে রাস্ট্রপতি আলেকজান্ডার ফান ডার বেলেন এর পুষ্পস্তবক অর্পণের মধ্য দিয়ে জাতীয় দিবস উদযাপনের কার্যক্রম শুরু হয়। এসময় প্রেসিডেন্টের সাথে ছিলেন প্রতিরক্ষামন্ত্রী ক্লাউডিয়া ট্যানার (ÖVP) ও অস্ট্রিয়ান সেনাবাহিনীর ঊর্ধ্বতনকর্মকর্তাগণ।

তারপর পুষ্পস্তবক অর্পণ করেন একসাথে সরকার প্রধান চ্যান্সেলর ক্রিশ্চিয়ান স্টকার ( ÖVP) ও সরকারের উপ প্রধান (ভাইস চ্যান্সেলর) আন্দ্রেয়াস
বাবলার (SPÖ)। তাছাড়াও ভিয়েনার মেয়র ও রাজ্য গভর্নর মিখাইল লুডভিগ (SPÖ) পুষ্পস্তবক অর্পণ করেন।

জাতীয় দিবস উপলক্ষ্যে ফেডারেল সরকারের পক্ষ থেকে ভিয়েনায় জনসাধারণের জন্য ফেডারেল রাষ্ট্রপতির কার্যালয়, চ্যান্সেলারি এবং জাতীয় সংসদের দরজা খুলে দেয়া হয় সকাল ১০টা পর্যন্ত বিকাল ৫টা পর্যন্ত। তাছাড়াও অস্ট্রিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের সামনে একাধিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

সকালে রাস্ট্রপতি,সরকার প্রধানের পর মন্ত্রী পরিষদের সদস্যবৃন্দ এবং বিরোধী দলের শীর্ষ রাজনৈতিক নেতৃবৃন্দ হেল্ডেনপ্ল্যাটজে দেশের বীর সৈনিকদের
সন্মানার্থে স্থাপিত স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ করেছেন।

অস্ট্রিয়ান সশস্ত্র বাহিনী হেল্ডেনপ্ল্যাটজ-এ কুচকাওয়াজ করেছে। তাছাড়াও অস্ট্রিয়ান সেনাবাহিনীর ব্লাক হক হেলিকপ্টার সহ বিভিন্ন সামরিক সরঞ্জাম প্রদর্শন করছে। আকাশে উড়েছে ইউরো ফাইটার।

রাষ্ট্রপতির ভবন সংলগ্ন হেল্ডেনপ্ল্যাটজ স্কোয়ারে জাতীয় দিবস উপলক্ষ্যে দেশের নিরাপত্তা বাহিনী কর্তৃক আকর্ষণীয় এই অনুষ্ঠানে ভিয়েনাবাসী সহ দেশের হাজার হাজার মানুষ উপভোগ করছেন। প্রতি বছরের ন্যায় এবছরও অস্ট্রিয়ার সেনাবাহিনীর কয়েক শতাধিক নতুন নিয়োগপ্রাপ্তদের শপথ গ্রহণ অনুষ্ঠান পরিচালনা করেন রাষ্ট্রপতি আলেকজান্ডার ফান ডার বেলেন।

তাছাড়াও জাতীয় দিবসে মাইনোরিটেনপ্ল্যাটজে সকাল ১০টা থেকে বিকেল ৫টার মধ্যে অস্ট্রিয়ান ফেডারেল পুলিশ বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করছে। লোয়ার অস্ট্রিয়ার (NÖ) পুলিশ মিউজিকের একটি কনসার্ট রাতে অনুষ্ঠিত হবে। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মচারীরা কথা বলার জন্য উপলব্ধ, কাজ এবং একটি প্রতিযোগিতা আছে।

ভিয়েনা রাজ্যের পরিবহণ দফতর, কমান্ডো পুলিশ কোবরা এবং WEGA ইউনিটগুলির পাশাপাশি পুলিশের অন্যান্য বিভাগ নিজেদের পরিচয় উপস্থাপন
করছে। উপসংহারে একটি যৌথ অপারেশনাল প্রদর্শনী থাকবে। গত বছর সন্ত্রাস সতর্কতা স্তর বাড়ানোর পর, এইবার কোনও বিশেষ হুমকির লক্ষণ নেই, মন্ত্রণালয় জানিয়েছে। স্বল্পমেয়াদে একটি কংক্রিট মূল্যায়ন হবে, তবে সাধারণ সতর্কতা বহাল রয়েছে।

জাতীয় দিবস উদযাপন উপলক্ষ্যে ভিয়েনা সহ সমগ্র দেশে জরুরি পরিষেবা এবং বিভিন্ন নিরাপত্তা সংস্থা যেমন ফায়ার ব্রিগেড ও উদ্ধারকর্মীরা সতর্ক অবস্থায় রাখা হয়েছে।

সন্ধ্যায় অস্ট্রিয়ার জাতীয় দিবস উপলক্ষ্যে জাতির উদ্দেশ্যে ভাষণ দেয়ার কথা রয়েছে ফেডারেল রাষ্ট্রপতি প্রফেসর আলেকজান্ডার ফান ডার বেলেনের। রাস্টায়াত্ত টেলিভিশন ORF থেকে সহ অন্যান্য সংবাদ মাধ্যমে তার ভাষণটি সম্প্রচারিত হবে।

কবির আহমেদ/ইবিটাইমস