এটি বিগত ২৮ বছরের মধ্যে কোনও জার্মানির ফেডারেল প্রেসিডেন্টের প্রথম অস্ট্রিয়া সফর
ভিয়েনা ডেস্কঃ মঙ্গলবার (২১ অক্টোবর) তিনদিনের সফরে অস্ট্রিয়া আসছেন জার্মানির ফেডারেল প্রেসিডেন্ট ফ্রাঙ্ক-ওয়াল্টার স্টাইনমায়ার ও ফার্স্ট লেডি এলকে বুডেনবেন্ডার।
জার্মানি ও অস্ট্রিয়ার গণমাধ্যমের তথ্য অনুযায়ী তিনি ২১ থেকে ২৩ অক্টোবর পর্যন্ত রাষ্ট্রীয় সফরে অস্ট্রিয়ায় অবস্থান করবেন। এটি হবে গত ২৮ বছরের মধ্যে কোনও জার্মানি প্রেসিডেন্টের অস্ট্রিয়ায় প্রথম রাষ্ট্রীয় সফর।
জার্মানি-অস্ট্রিয়ান সম্পর্কের বৈচিত্র্য এবং গভীরতা এই সফরের মাধ্যমে আরও বেশী প্রতিফলিত হবে। ঐতিহাসিক স্মৃতিচারণ এবং সাধারণ ইউরোপীয় প্রতিরক্ষা ও নিরাপত্তা থেকে শুরু করে সাংস্কৃতিক ও পরিবহন বিষয়ে সহযোগিতা পর্যন্ত আলোচনা হব প্রতিবেশী দুই প্রেসিডেন্টের মধ্যে।
আগামী মঙ্গলবার (২১ অক্টোবর) অস্ট্রিয়ার ফেডারেল প্রেসিডেন্ট আলেকজান্ডার ফান ডার বেলেন ও ফার্স্ট লেডি ডরিস স্মিডোয়ার,জার্মানির ফেডারেল
প্রেসিডেন্ট ফ্রাঙ্ক-ওয়াল্টার স্টাইনমেয়ার ও ফার্স্ট লেডি এলকে বুডেনবেন্ডারকে ভিয়েনায় অভ্যর্থনা জানাবেন। ভিয়েনায় পৌঁছানোর সাথে সাথেই অতিথিদের অস্ট্রিয়ান ফেডারেল প্রেসিডেন্টের গার্ড রেজিমেন্ট গার্ড অফ অনার প্রদান করবেন।
দুই ফেডারেল প্রেসিডেন্টের মধ্যে রাজনৈতিক আলোচনার সময়, দুই ফার্স্ট লেডি মহিলা উদ্যোক্তা এবং স্টার্ট-আপ প্রতিষ্ঠাতাদের সাথে মতবিনিময় করবেন। শোহ নেম ওয়াল মেমোরিয়ালে বিকালে একটি যৌথ পুষ্পস্তবক অর্পণ অনুষ্ঠানের পরিকল্পনা করা হয়েছে।
এরপর, ফেডারেল প্রেসিডেন্ট স্টাইনমায়ার অস্ট্রিয়ার সরকার প্রধান চ্যান্সেলর ক্রিশ্চিয়ান স্টকারের সাথে বৈঠক করবেন। তিনি জাতীয় কাউন্সিল এবং ভিয়েনা সিটি হলও পরিদর্শন করবেন। সেদিন সন্ধ্যায়, ফেডারেল প্রেসিডেন্ট ফান ডার বেলেন এবং ডরিস শ্মিডোয়ারের আমন্ত্রণে একটি রাষ্ট্রীয় ভোজসভায়
অংশগ্রহণ করবেন।
২২শে অক্টোব প্রেসিডেন্ট স্টাইনমায়ার অস্ট্রিয়ার জাতীয় গ্রন্থাগারে “এ সেঞ্চুরি ইন পিকচার্স: অস্ট্রিয়া ১৯২৫-২০২৫” প্রদর্শনী পরিদর্শন করবেন। এরপর, তিনি এবং তার প্রতিপক্ষ ইউরোপের ভবিষ্যৎ নিয়ে একটি অনুষ্ঠানে অংশগ্রহণ করবেন এবং তরুণদের সাথে সংলাপে অংশ নেবেন।
দুপুরে,জার্মানির আগত প্রেসিডেন্ট ভিয়েনায় জার্মানির দূতাবাসের নতুন ভবন উদ্বোধন করবেন। রাইনমেটাল ম্যান সামরিক যানবাহন এবং ম্যাক্স রেইনহার্ড সেমিনার পরিদর্শনেরও পরিকল্পনা রয়েছে। ফার্স্ট এলকে বুডেনবেন্ডার এবং ডরিস শ্মিডোয়ার ফেডারেল মহিলা, বিজ্ঞান ও গবেষণা মন্ত্রী ইভা-মারিয়া হোলজলেটনার এবং ফেডারেল বিচারমন্ত্রী আনা স্পোরারের সাথেও সাক্ষাৎ করবেন।
এরপর ২৩শ অক্টোবর,ফেডারেল প্রেসিডেন্ট স্টেইনমায়ার এবং এলকে বুডেনবেন্ডার, ফেডারেল প্রেসিডেন্ট ফান ডার বেলেন এবং ডরিস শ্মিডোয়ারের সাথে, অস্ট্রিয়ার তিরল রাজ্যের রাজধানী ইনসব্রুকের ব্রেনার বেস টানেল নির্মাণ স্থান পরিদর্শন করবেন। এরপর, তিরোলের গভর্নর, আন্তন ম্যাটলের আমন্ত্রণে মধ্যাহ্নভোজে অংশগ্রহণ করবেন। ইনসব্রুকের শহরের কেন্দ্রস্থলে হেঁটে যাওয়ার পর, ঐতিহ্যবাহী একটি তিরোলিয়ান রাইফেল কোম্পানি আয়োজিত একটি সংবর্ধনার মাধ্যমে রাষ্ট্রীয় সফর শেষ হবে।
কবির আহমেদ/ইবিটাইমস