ইবিটাইমস ডেস্ক : হামাসের সামরিক শাখা আজ সোমবার গাজায় আটক ২০ জন জীবিত জিম্মির একটি তালিকা প্রকাশ করেছে। ইসরাইলের সঙ্গে সম্পাদিত চুক্তির অংশ হিসেবে এদেরকে মুক্তি দেওয়া হবে বলে আশা করা হচ্ছে।
খবর বার্তা সংস্থা এএফপি’র।
ইজ্জেদিন আল-কাসাম ব্রিগেড আজ সোমবার বার্তা আদান-প্রদানের মাধ্যম টেলিগ্রাম চ্যানেলে যে জিম্মিদের নাম প্রকাশ করেছে, তারা গাজায় ফিলিস্তিনিদের হাতে বন্দী ৪৮ জনের মধ্যে রয়েছে।
হামাসের হাতে বন্দী ৪৮ জনের মধ্যে ২৮ জনের মৃত্যু হয়েছে বলে ধারণা করা হচ্ছে।
ঢাকা/এসএস