ইবিটাইমস ডেস্ক : মাগুরার মহম্মদপুর উপজেলায় খালে গোসল করতে নেমে তিন বোনের মর্মান্তিক মৃত্যু হয়েছে। বালিদিয়া ইউনিয়নের চাপাতলা গ্রামের মহম্মদপুর খালে শনিবার (১১ অক্টোবর) দুপুর ১টার দিকে এই দুর্ঘটনা ঘটে।
ওই তিন শিশু হলো গ্রামের তারিকুল ইসলামের মেয়ে তানহা, আনারুল ইসলামের মেয়ে তারিন এবং সাজ্জাদ হোসেনের মেয়ে সিনথিয়া। তাদের বয়স ৮ থেকে ৯ বছরের মধ্যে। তিন শিশু চাচাতো ও ফুফাতো বোন।
স্থানীয়রা জানায়, দুপুরে ওই তিন শিশু বাড়ির পাশে খালে গোসল করতে নামে। এক ঘণ্টা পরে তারা বাড়িতে না ফিরে যাওয়ায় পরিবারের সদস্যরা খোঁজ করতে শুরু করেন। পরে স্থানীয়রা খালে খোঁজাখুঁজি চালিয়ে তাদের উদ্ধার করে মহম্মদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
এ বিষয়ে মহম্মদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবদুর রহমান জানিয়েছেন, একই সময়ে তিন শিশুর মৃত্যুর ঘটনা দুর্ঘটনা কিনা তা যাচাই করা হচ্ছে।
ঢাকা/এসএস