ইবিটাইমস ডেস্ক শুধুমাত্র প্রজনন হারের জন্য নয়, অনুপ্রবেশের কারণে ভারতে মুসলিম জনসংখ্যা বাড়ছে বলে মন্তব্য করেছেন দেশটির কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ।
শুক্রবার (১০ অক্টোবর) ভারতের নরেন্দ্র মোহন লেকচারে বক্তব্য প্রদানকালে তিনি এসব কথা বলেন।
পাকিস্তান, বাংলাদেশ এবং আফগানিস্তানের কথা টেনে অমিত শাহ বলেন, ধর্মান্তরের কারণে এইসব দেশে হিন্দু জনসংখ্যা কমেনি। তাদের অনেকেই ভারতে আশ্রয় নিয়েছে।
আমিত শাহর দাবি ভারতে মুসলিম জনসংখ্যা বেড়েছে ২৪ দশমিক ৬ শতাংশ। অপরদিকে হিন্দু কমেছে ৪ দশমিক ৫ শতাংশ।
তিনি বলেন, যখন ভারত ভাঙে তখন দুই পাশে পাকিস্তান গঠিত হয় ধর্মের ওপর ভিত্তি করে। এরপর ভেঙে বাংলাদেশের জন্ম হয়। দুই দেশের অনুপ্রবেশের কারণেই দেশে মুসলমান জনসংখ্যা বেশি বলে তিনি কারণ উল্লেখ করেন।
অনুপ্রবেশ কীভাবে ঠেকানো যাবে, এমন প্রশ্নের জবাবে তিনি গুজরাট ও রাজস্থানের দিকে ইঙ্গিত করে বলেন, সেখানে সীমান্ত থাকা সত্ত্বেও কোনো অনুপ্রবেশ নেই।
ঢাকা/এসএস