ভিয়েনা ০১:০৪ অপরাহ্ন, মঙ্গলবার, ০৭ অক্টোবর ২০২৫, ২২ আশ্বিন ১৪৩২ বঙ্গাব্দ

বাংলাদেশ-তুরস্ক পররাষ্ট্র সচিব পর্যায়ের বৈঠক অনুষ্ঠিত

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ১২:২৫:৩৭ অপরাহ্ন, মঙ্গলবার, ৭ অক্টোবর ২০২৫
  • ৩১ সময় দেখুন

ইবিটাইমস ডেস্ক : বাংলাদেশ ও তুরস্কের মধ্যে পররাষ্ট্র সচিব পর্যায়ের বৈঠক হয়েছে। মঙ্গলবার (৭ অক্টোবর) সকাল সাড়ে ১০টা থেকে রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় এই বৈঠক অনুষ্ঠিত হয়। এতে বাংলাদেশের নেতৃত্ব দেন পররাষ্ট্র সচিব আসাদ আলম সিয়াম। আর তুরস্কের পক্ষে ছিলেন দেশটির উপ পররাষ্ট্রমন্ত্রী এ বেরিস একিনচি।

পরে এক যৌথ বিবৃতিতে জানানো হয়, বাণিজ্য বহুমুখীকরণ, যোগাযোগ বৃদ্ধি, বিনিয়োগ সম্প্রসারণ এবং যৌথ উদ্যোগ প্রচারের বিভিন্ন উপায় নিয়ে আলোচনা হয়েছে দু’দেশের মধ্যে। আলোচনায় যত দ্রুত সম্ভব যৌথ অর্থনৈতিক কমিশনের পরবর্তী অধিবেশন আহ্বানের ওপর গুরুত্ব দেয়া হয়।

অপরদিকে, বাংলাদেশ পক্ষ তুরস্কের বিনিয়োগকারীদের বাংলাদেশে আরও বিনিয়োগের আহ্বান জানায়। দু’দেশের মধ্যে বিদ্যমান প্রতিরক্ষা ও নিরাপত্তা সহযোগিতার অগ্রগতি পর্যালোচনা হয় বৈঠকে।

এ সময়, ‘জুলাই বিপ্লব’-এ আহতদের চিকিৎসাসহ স্বাস্থ্য খাতে তুরস্কের ধারাবাহিক সহায়তা এবং কক্সবাজারের রোহিঙ্গা শিবিরে তুরস্কের ফিল্ড হাসপাতালের কার্যক্রম অব্যাহত রাখার জন্য বাংলাদেশের পক্ষ থেকে আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করা হয়। উভয় পক্ষ স্বাস্থ্য খাতে সহযোগিতা বৃদ্ধির সম্ভাব্য উপায় নিয়ে মতবিনিময় করে।

পরে, পররাষ্ট্র উপদেষ্টার সঙ্গে বৈঠকে বসেন সফররত তুরস্কের উপ পররাষ্ট্রমন্ত্রী।
ঢাকা/এসএস

জনপ্রিয়
Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

বাংলাদেশ-তুরস্ক পররাষ্ট্র সচিব পর্যায়ের বৈঠক অনুষ্ঠিত

আপডেটের সময় ১২:২৫:৩৭ অপরাহ্ন, মঙ্গলবার, ৭ অক্টোবর ২০২৫

ইবিটাইমস ডেস্ক : বাংলাদেশ ও তুরস্কের মধ্যে পররাষ্ট্র সচিব পর্যায়ের বৈঠক হয়েছে। মঙ্গলবার (৭ অক্টোবর) সকাল সাড়ে ১০টা থেকে রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় এই বৈঠক অনুষ্ঠিত হয়। এতে বাংলাদেশের নেতৃত্ব দেন পররাষ্ট্র সচিব আসাদ আলম সিয়াম। আর তুরস্কের পক্ষে ছিলেন দেশটির উপ পররাষ্ট্রমন্ত্রী এ বেরিস একিনচি।

পরে এক যৌথ বিবৃতিতে জানানো হয়, বাণিজ্য বহুমুখীকরণ, যোগাযোগ বৃদ্ধি, বিনিয়োগ সম্প্রসারণ এবং যৌথ উদ্যোগ প্রচারের বিভিন্ন উপায় নিয়ে আলোচনা হয়েছে দু’দেশের মধ্যে। আলোচনায় যত দ্রুত সম্ভব যৌথ অর্থনৈতিক কমিশনের পরবর্তী অধিবেশন আহ্বানের ওপর গুরুত্ব দেয়া হয়।

অপরদিকে, বাংলাদেশ পক্ষ তুরস্কের বিনিয়োগকারীদের বাংলাদেশে আরও বিনিয়োগের আহ্বান জানায়। দু’দেশের মধ্যে বিদ্যমান প্রতিরক্ষা ও নিরাপত্তা সহযোগিতার অগ্রগতি পর্যালোচনা হয় বৈঠকে।

এ সময়, ‘জুলাই বিপ্লব’-এ আহতদের চিকিৎসাসহ স্বাস্থ্য খাতে তুরস্কের ধারাবাহিক সহায়তা এবং কক্সবাজারের রোহিঙ্গা শিবিরে তুরস্কের ফিল্ড হাসপাতালের কার্যক্রম অব্যাহত রাখার জন্য বাংলাদেশের পক্ষ থেকে আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করা হয়। উভয় পক্ষ স্বাস্থ্য খাতে সহযোগিতা বৃদ্ধির সম্ভাব্য উপায় নিয়ে মতবিনিময় করে।

পরে, পররাষ্ট্র উপদেষ্টার সঙ্গে বৈঠকে বসেন সফররত তুরস্কের উপ পররাষ্ট্রমন্ত্রী।
ঢাকা/এসএস