ভিয়েনা ০৮:৫৫ অপরাহ্ন, বুধবার, ০৮ অক্টোবর ২০২৫, ২৩ আশ্বিন ১৪৩২ বঙ্গাব্দ

পাকিস্তানকে হারিয়ে নারী বিশ্বকাপ ক্রিকেটের মিশন শুরু বাংলাদেশের 

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ০৬:২৮:০৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২ অক্টোবর ২০২৫
  • ২১৬ সময় দেখুন

বাংলাদেশ নারী ক্রিকেট দল তাদের প্রথম খেলায় পাকিস্তানকে সহজেই ৭ উইকেটে পরাজিত করেছে

ইবিটাইমস ডেস্কঃ বৃহস্পতিবার (২ অক্টোবর) শ্রীলঙ্কার কলম্বোর প্রেমাদাসা স্টেডিয়ামে বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচে পাকিস্তানকে ৭ উইকেটে হারিয়েছে বাংলাদেশ।

আগে ব্যাট করা পাকিস্তানকে মাত্র ১২৯ রানে আটকে রাখে টাইগ্রেস বোলাররা। মামুলি পুঁজি ১১৩ বল আগে পেরিয়ে জিতেছে নিগার সুলতানা জ্যোতির দল। ৭৭ বলে ৮ চারে অপরাজিত ৫৪ রানের ইনিংসে দলের জয় নিশ্চিত করেন ঝিলিক।

বাংলাদেশের নারীদের জয়ের আসল কাজটা করে দিয়েছিলেন বোলাররাই, ব্যাটারদের দায়িত্ব ছিলো নিরাপদে লক্ষ্যে পৌঁছার। তাতে কোন ভুল করেননি তারা। বিশেষ করে বিশ্বকাপে নিজের প্রথম ম্যাচ খেলতে নেমে রুবাইয়া হায়দার ঝিলিক দৃষ্টিনন্দন ব্যাটিংয়ে দেখান ঝলক। বাঁহাতি এই ব্যাটারের ফিফটি পাকিস্তানকে উড়িয়ে বিশ্বকাপ শুরু করেছে বাংলাদেশ।

৭৭ বলে ৮ চারে অপরাজিত ৫৪ রানের ইনিংসে দলের জয় নিশ্চিত করেন ঝিলিক। ১৯ বলে ৬ রানে ২৪ রানে অপরাজিত ছিলেন সোবহানা মুশতারি। এর আগে মারুফা আক্তার, নাহিদা আক্তাররা প্রতিপক্ষকে অল্প রানে গুটিয়ে তৈরি করেন জেতার ভিত।

১৩০ রানের লক্ষ্যে চতুর্থ ওভারেই ফারজানা হক পিংকিকে হারায় বাংলাদেশ। তিনে নেমে থিতু হওয়ার চেষ্টায় ছিলেন শারমিন আক্তার সুপ্তা, তিনি ফেরেন ৩০ বলে ১০ রান করে। ৩৫ রানে ২ উইকেট হারানো দল এরপর পায় শক্ত জুটি। অধিনায়ক নিগার সুলতানা জ্যোতির সঙ্গে ৬২ রানের জুটি গড়েন ঝিলিক।

৪৪ বলে ২৩ করে জ্যোতি ফিরলেও সোবহানা মুশতারিকে নিয়ে কাজ সারেন ঝিলিক। এই জুটিতে অবশ্য মুশতারিই ছিলেন অগ্রণী, ৫ বাউন্ডারিতে দ্রুত খেলা শেষ করে দেন তিনি।

ঝিলিক শুরু থেকে ছিলেন আস্থার নাম। মুভমেন্ট থাকায় থিতু হতে সময় নেন, থিতু হয়েই মারেন দারুণ সব শট। ৮ বাউন্ডারিতে স্পর্শ করেন নিজের প্রথম ওয়ানডে ফিফটি। ফিফটির পর একটু সতর্ক হয়ে পড়েন, আরেক পাশে তখন দ্রুত রান আনছেন মুশতারি, ঝিলিকের তেমন কিছু করতে হয়নি।

দিনের শুরুতে টসে হেরে বল করতে নেমে লাভই হয়েছে বাংলাদেশের। পিচের আর্লি সিম মুভমেন্ট কাজে লাগিয়ে মারুফা আক্তার হয়ে উঠেন ভয়ঙ্কর।
গত বছর কয়েক ধরেই দলের সেরা পেসার মারুফা, বেশিরভাগ ম্যাচে পেস আক্রমণে একা ভার বহন
করেন তিনি। ইনস্যুইং করানো সামর্থ্য মারুফাকে করে আলাদা। এদিন শুরু থেকেই ভেতরে ঢোকানো বলে ব্যাটারদের ভোগান্তির কারণ হন তিনি। ওমানিয়া সোহাইল ও সিদ্রা আমিনকে মোহনীয় দুই ডেলিভারিতে বোল্ড করে করেন প্রথম ওভারেই।

তার বেধে দেওয়া এই সুর ধরে মাঝের ওভারে নাহিদা আক্তার, রাবেয়া খান, নিশিতা নিশি, ফাহিমা খাতুনরা হয়ে উঠেন প্রতিপক্ষের জন্য বিপদজনক। এই স্পিনাদের বলে হাবুডুবু খেয়ে পাকিস্তানের ইনিংস খুঁড়াতে থাকে, দেড়শোর অনেক নিচেই তারা আটকে যায়। শুরুর ওই স্পেলের জন্যই ম্যাচ সেরা হন মারুফা।

খেলার ধারা বর্ণনা থেকে জানা যায়,ম্যাচে টস জিতে আগে ব্যাট করতে নেমে পাকিস্তান। মাত্র ৩৮ ওভার ৩ বলে ১২৯ রানে সব উইকেট হারায়। দলের হয়ে সর্বোচ্চ ২৩ রান করেন পাকিস্তানের রামিন শামিম।

জবাবে বাংলাদেশের ব্যাটাররা শক্ত ভিত্তিতে স্কোর তৈরি করে। নাহিদা ও রাবেয়াদের সুদূরপ্রসারী ঘূর্ণিতে পাকিস্তানি ব্যাটাররা দেড়শ রানের যোগ্য রানও করতে পারেনি। বিশেষভাবে রুবাইয়া হায়দার ঝিলিকের দুর্দান্ত ৫১ রানের ইনিংস দলকে মাত্র ১১৩ বল খেলে জয়ের বন্দরে পৌঁছে দেয়। ফলে, বাংলাদেশ মাত্র ৩১ ওভার ১ বলে ৩ উইকেট হারিয়ে ম্যাচ জিতে নেয়। এই জয়ে বাংলাদেশের দারুণ প্রতিভা এবং সমন্বয় প্রতিফলিত হয়েছে।

কবির আহমেদ/ইবিটাইমস 

জনপ্রিয়
Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

পাকিস্তানকে হারিয়ে নারী বিশ্বকাপ ক্রিকেটের মিশন শুরু বাংলাদেশের 

আপডেটের সময় ০৬:২৮:০৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২ অক্টোবর ২০২৫

বাংলাদেশ নারী ক্রিকেট দল তাদের প্রথম খেলায় পাকিস্তানকে সহজেই ৭ উইকেটে পরাজিত করেছে

ইবিটাইমস ডেস্কঃ বৃহস্পতিবার (২ অক্টোবর) শ্রীলঙ্কার কলম্বোর প্রেমাদাসা স্টেডিয়ামে বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচে পাকিস্তানকে ৭ উইকেটে হারিয়েছে বাংলাদেশ।

আগে ব্যাট করা পাকিস্তানকে মাত্র ১২৯ রানে আটকে রাখে টাইগ্রেস বোলাররা। মামুলি পুঁজি ১১৩ বল আগে পেরিয়ে জিতেছে নিগার সুলতানা জ্যোতির দল। ৭৭ বলে ৮ চারে অপরাজিত ৫৪ রানের ইনিংসে দলের জয় নিশ্চিত করেন ঝিলিক।

বাংলাদেশের নারীদের জয়ের আসল কাজটা করে দিয়েছিলেন বোলাররাই, ব্যাটারদের দায়িত্ব ছিলো নিরাপদে লক্ষ্যে পৌঁছার। তাতে কোন ভুল করেননি তারা। বিশেষ করে বিশ্বকাপে নিজের প্রথম ম্যাচ খেলতে নেমে রুবাইয়া হায়দার ঝিলিক দৃষ্টিনন্দন ব্যাটিংয়ে দেখান ঝলক। বাঁহাতি এই ব্যাটারের ফিফটি পাকিস্তানকে উড়িয়ে বিশ্বকাপ শুরু করেছে বাংলাদেশ।

৭৭ বলে ৮ চারে অপরাজিত ৫৪ রানের ইনিংসে দলের জয় নিশ্চিত করেন ঝিলিক। ১৯ বলে ৬ রানে ২৪ রানে অপরাজিত ছিলেন সোবহানা মুশতারি। এর আগে মারুফা আক্তার, নাহিদা আক্তাররা প্রতিপক্ষকে অল্প রানে গুটিয়ে তৈরি করেন জেতার ভিত।

১৩০ রানের লক্ষ্যে চতুর্থ ওভারেই ফারজানা হক পিংকিকে হারায় বাংলাদেশ। তিনে নেমে থিতু হওয়ার চেষ্টায় ছিলেন শারমিন আক্তার সুপ্তা, তিনি ফেরেন ৩০ বলে ১০ রান করে। ৩৫ রানে ২ উইকেট হারানো দল এরপর পায় শক্ত জুটি। অধিনায়ক নিগার সুলতানা জ্যোতির সঙ্গে ৬২ রানের জুটি গড়েন ঝিলিক।

৪৪ বলে ২৩ করে জ্যোতি ফিরলেও সোবহানা মুশতারিকে নিয়ে কাজ সারেন ঝিলিক। এই জুটিতে অবশ্য মুশতারিই ছিলেন অগ্রণী, ৫ বাউন্ডারিতে দ্রুত খেলা শেষ করে দেন তিনি।

ঝিলিক শুরু থেকে ছিলেন আস্থার নাম। মুভমেন্ট থাকায় থিতু হতে সময় নেন, থিতু হয়েই মারেন দারুণ সব শট। ৮ বাউন্ডারিতে স্পর্শ করেন নিজের প্রথম ওয়ানডে ফিফটি। ফিফটির পর একটু সতর্ক হয়ে পড়েন, আরেক পাশে তখন দ্রুত রান আনছেন মুশতারি, ঝিলিকের তেমন কিছু করতে হয়নি।

দিনের শুরুতে টসে হেরে বল করতে নেমে লাভই হয়েছে বাংলাদেশের। পিচের আর্লি সিম মুভমেন্ট কাজে লাগিয়ে মারুফা আক্তার হয়ে উঠেন ভয়ঙ্কর।
গত বছর কয়েক ধরেই দলের সেরা পেসার মারুফা, বেশিরভাগ ম্যাচে পেস আক্রমণে একা ভার বহন
করেন তিনি। ইনস্যুইং করানো সামর্থ্য মারুফাকে করে আলাদা। এদিন শুরু থেকেই ভেতরে ঢোকানো বলে ব্যাটারদের ভোগান্তির কারণ হন তিনি। ওমানিয়া সোহাইল ও সিদ্রা আমিনকে মোহনীয় দুই ডেলিভারিতে বোল্ড করে করেন প্রথম ওভারেই।

তার বেধে দেওয়া এই সুর ধরে মাঝের ওভারে নাহিদা আক্তার, রাবেয়া খান, নিশিতা নিশি, ফাহিমা খাতুনরা হয়ে উঠেন প্রতিপক্ষের জন্য বিপদজনক। এই স্পিনাদের বলে হাবুডুবু খেয়ে পাকিস্তানের ইনিংস খুঁড়াতে থাকে, দেড়শোর অনেক নিচেই তারা আটকে যায়। শুরুর ওই স্পেলের জন্যই ম্যাচ সেরা হন মারুফা।

খেলার ধারা বর্ণনা থেকে জানা যায়,ম্যাচে টস জিতে আগে ব্যাট করতে নেমে পাকিস্তান। মাত্র ৩৮ ওভার ৩ বলে ১২৯ রানে সব উইকেট হারায়। দলের হয়ে সর্বোচ্চ ২৩ রান করেন পাকিস্তানের রামিন শামিম।

জবাবে বাংলাদেশের ব্যাটাররা শক্ত ভিত্তিতে স্কোর তৈরি করে। নাহিদা ও রাবেয়াদের সুদূরপ্রসারী ঘূর্ণিতে পাকিস্তানি ব্যাটাররা দেড়শ রানের যোগ্য রানও করতে পারেনি। বিশেষভাবে রুবাইয়া হায়দার ঝিলিকের দুর্দান্ত ৫১ রানের ইনিংস দলকে মাত্র ১১৩ বল খেলে জয়ের বন্দরে পৌঁছে দেয়। ফলে, বাংলাদেশ মাত্র ৩১ ওভার ১ বলে ৩ উইকেট হারিয়ে ম্যাচ জিতে নেয়। এই জয়ে বাংলাদেশের দারুণ প্রতিভা এবং সমন্বয় প্রতিফলিত হয়েছে।

কবির আহমেদ/ইবিটাইমস