ভিয়েনা ০৩:৫৪ অপরাহ্ন, সোমবার, ০৬ অক্টোবর ২০২৫, ২১ আশ্বিন ১৪৩২ বঙ্গাব্দ

টাঙ্গাইলে ৩ দিনব্যাপী পণ্য প্রদর্শনী ও মেলা অনুষ্ঠিত

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ১২:২৪:০৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২ অক্টোবর ২০২৫
  • ১০৪ সময় দেখুন

শফিকুজ্জামান খান মোস্তফা, টাঙ্গাইল : টাঙ্গাইলে উৎসবমুখর পরিবেশে শুরু হয়েছে ৩ দিনব্যাপী পণ্য প্রদর্শনী ও মেলা। বৃহস্পতিবার সকালে শহরের আদালতপাড়ায় টোটাল অফিস সেন্টারে রুরাল ইনিশিয়েটিভ এন্ড ওয়েলফেয়ার এসোসিয়েশনের আয়োজনে এ মেলার উদ্বোধন করা হয়।

সংগঠনের সভাপতি মো. রবিউল ইসলামের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন খন্দকার ইলিয়াস হোসেন, কাওসার আহমেদ, আবুল বাশার লোকমান ও ইঞ্জিনিয়ার আহসান তালুকদার প্রমুখ। বক্তারা বলেন, দেশীয় শিল্প ও উদ্যোক্তাদের এগিয়ে নিতে এ ধরনের উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

মেলায় স্থানীয় উদ্যোক্তারা তাদের হাতে তৈরি বাঁশ ও বেতশিল্প, মৃৎশিল্প, তাত ও হস্তশিল্পসহ নানা ধরনের খাবার সামগ্রী প্রদর্শন করেন। প্রদর্শনী ঘুরে দেখতে আসেন বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।

উদ্বোধনী অনুষ্ঠানে বক্তারা জানান, উদ্যোক্তাদের স্বপ্ন পূরণ ও দেশীয় পণ্যের বাজার বিস্তারে বহুমুখী পদক্ষেপ নেওয়া হবে। এতে যেমন কর্মসংস্থান তৈরি হবে, তেমনি গ্রামীণ অর্থনীতিও হবে শক্তিশালী।

মেলায় অংশগ্রহণকারী উদ্যোক্তারা জানান, এ ধরনের আয়োজন তাদের নতুন প্রেরণা যোগাবে এবং দেশীয় সংস্কৃতি ও ঐতিহ্যকে দেশ-বিদেশে তুলে ধরতে সহায়ক হবে।
ঢাকা/ইবিটাইমস/এসএস

জনপ্রিয়
Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

টাঙ্গাইলে ৩ দিনব্যাপী পণ্য প্রদর্শনী ও মেলা অনুষ্ঠিত

আপডেটের সময় ১২:২৪:০৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২ অক্টোবর ২০২৫

শফিকুজ্জামান খান মোস্তফা, টাঙ্গাইল : টাঙ্গাইলে উৎসবমুখর পরিবেশে শুরু হয়েছে ৩ দিনব্যাপী পণ্য প্রদর্শনী ও মেলা। বৃহস্পতিবার সকালে শহরের আদালতপাড়ায় টোটাল অফিস সেন্টারে রুরাল ইনিশিয়েটিভ এন্ড ওয়েলফেয়ার এসোসিয়েশনের আয়োজনে এ মেলার উদ্বোধন করা হয়।

সংগঠনের সভাপতি মো. রবিউল ইসলামের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন খন্দকার ইলিয়াস হোসেন, কাওসার আহমেদ, আবুল বাশার লোকমান ও ইঞ্জিনিয়ার আহসান তালুকদার প্রমুখ। বক্তারা বলেন, দেশীয় শিল্প ও উদ্যোক্তাদের এগিয়ে নিতে এ ধরনের উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

মেলায় স্থানীয় উদ্যোক্তারা তাদের হাতে তৈরি বাঁশ ও বেতশিল্প, মৃৎশিল্প, তাত ও হস্তশিল্পসহ নানা ধরনের খাবার সামগ্রী প্রদর্শন করেন। প্রদর্শনী ঘুরে দেখতে আসেন বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।

উদ্বোধনী অনুষ্ঠানে বক্তারা জানান, উদ্যোক্তাদের স্বপ্ন পূরণ ও দেশীয় পণ্যের বাজার বিস্তারে বহুমুখী পদক্ষেপ নেওয়া হবে। এতে যেমন কর্মসংস্থান তৈরি হবে, তেমনি গ্রামীণ অর্থনীতিও হবে শক্তিশালী।

মেলায় অংশগ্রহণকারী উদ্যোক্তারা জানান, এ ধরনের আয়োজন তাদের নতুন প্রেরণা যোগাবে এবং দেশীয় সংস্কৃতি ও ঐতিহ্যকে দেশ-বিদেশে তুলে ধরতে সহায়ক হবে।
ঢাকা/ইবিটাইমস/এসএস