ইউসুফ আহমেদ, বিশেষ প্রতিনিধি: বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি’র) স্থায়ী কমিটির সদস্য মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমেদের নির্দেশে ভোলার লালমোহনে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে।
আল মদিনা ডায়াগনস্টিক সেন্টার এর ব্যবস্থাপনায় উপজেলার গুরুত্বপূর্ণ বাজারগুলোতে সপ্তাহে ১দিন গরীব ও অসহায় রোগীদের জন্য এ আয়োজন করা হয়েছে।
শনিবার (২০ সেপ্টেম্বর) সকালে চতলা বাজারের ধলীগৌরনগর ইউনিয়ন বিএনপির পূর্ব শাখার অফিসে এই ফ্রি মেডিকোল ক্যাম্পের উদ্বোধন করেন ধলীগৌরনগর ইউনিয়নের পরিষদের সাবেক চেয়ারম্যান মাসুদ করিম নিরব।
এ উপলক্ষে অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তারা বলেন, এটি একটি নদীমাতৃক এলাকা। এখানের অধিকাংশ মানুষ অসহায় ও হতদরিদ্র। তারা বিভিন্ন রোগে আক্রান্ত হয়েও টাকার অভাবে চিকিৎসা নিতে পারছেনা। এসব অসহায় গরীব রোগীদের জন্য এই ফ্রি চিকিৎসাটি অত্যান্ত গুরুত্বপূর্ণ।
আল মদীনা ডায়াগনস্টিক সেন্টারের ব্যবস্থাপনা পরিচালক মো. আমজাদ খান জুলহাস জানান, গুরুত্বপূর্ণ বাজারগুলোতে সপ্তাহে ১দিন সকাল ১০টা থেকে বিকাল ৫টা পর্যন্ত ফ্রী চিকিৎসা প্রদান করবেন আমাদের ডাক্তারগণ।
এ সময় অন্যান্নদের মধ্যে উপস্থিত ছিলেন, ধলীগৌরনগর ভোটমডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক মাওলানা মো. মাহমুদুল হক, উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি মো. রেজাউল করিম খোকন মহাজনসহ আরও অনেকে।
ঢাকা/ইবিটাইমস/এসএস












