ভিয়েনা ১১:৪৪ অপরাহ্ন, সোমবার, ০৬ অক্টোবর ২০২৫, ২১ আশ্বিন ১৪৩২ বঙ্গাব্দ

৫ দফা দাবি পূরণ করেই ঘরে ফিরবো : নিজামুল হক নাঈম

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ০৩:৫২:৩৭ অপরাহ্ন, শুক্রবার, ২৬ সেপ্টেম্বর ২০২৫
  • ১৫৭ সময় দেখুন

জাহিদ দুলাল, ভোলা দক্ষিণ : ভোলা-৩ আসনের বাংলাদেশ জামায়াতে ইসলামি সমর্থিত ও বাংলাদেশ ডেভেলপমেন্ট পাটির (বিডিপি) সাধারণ সম্পাদক নিজামুল হক নাঈম বলেছেন, গত জুলাই আন্দোলনের মাধ্যমে বাংলাদেশ স্বৈরাচারের অপশাসন থেকে মুক্তি পেয়েছিলো কিন্তু আমরা লক্ষ্য করেছি যে দাবি গুলো যে বিষয়গুলো ইতোমধ্যে নিষ্পত্তি হওয়ার কথা ছিলো, সেই দাবি গুলো এখন পর্যন্ত নিষ্পত্তি হয়নি। আজকে জামায়াত ইসলামীসহ ইসলামি দলগুলো ৫ দফা দাবি নিয়ে কর্মসূচি শুরু করেছে। এই দাবি শুধু জামাত বা কয়েকটি দলের নয়, এই দাবি আজকে সারা বাংলাদেশের প্রতিটি মানুষের দাবিতে পরিণত হয়েছে। ৫ দফা দাবি হচ্ছে গণদাবী। যদি অতিসত্বর এই দাবি পূরণ করা না হয় তাহলে জুলাই আন্দোলনের মাধ্যমে যেভাবে বিগত সরকারের পতন হয়েছিল, এই সরকারেরও একই কায়দায় পতন হবে। দেশের মানুষ যেভাবে জাগ্রত হয়েছে, আমরা ৫ দফা দাবিতে পূরণ করেই ঘরে ফিরবো ইনশাল্লাহ। সুতরাং কোনো দল বা সরকার যদি ৫ দফা দাবি বাস্তবায়নে তালবাহানা করে তাদরেকেও জুলাই-এর পরিস্থিতি বরণ করতে হবে।

শুক্রবার আসরবাদ বাংলাদেশ জামায়াতে ইসলামি আয়োজিত ৫ দফা দাবিতে বিক্ষোভ মিছিল শেষে লালমোহন চৌরাস্তার মোড়ে সংক্ষিপ্ত আলোচনায় এসব কথা বলেন তিনি।

আলোচনা সভার পূর্বে লালমোহন ইসলামিয়া কামিল মাদ্রাসার মাঠ থেকে বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি লালমোহন পৌরশহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে লালমোহন চৌরাস্তার মোড়ে এসে শেষ হয়।
জামায়াতের উপজেলা সেক্রেটারি মাওলানা মো. রুহুল আমিনের সঞ্চালনায় এবং উপজেলা আমির আবদুল হক-এর সভাপতিত্বে বিক্ষোভ মিছিল ও আলোচনা সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন জামায়াতে ইসলামির জেলা সহকারী সেক্রেটারি মাওলানা আক্তার উল্যাহ, শিবিরের ভোলা জেলা সভাপতি জসিম উদ্দিন, কামলা ইউনিয়ন জামায়াতের চেয়ারম্যান প্রার্থী কাজি শাহে আলম, শ্রমিক নেতা হাচনাইন মুছা, প্রচার মিডিয়ার প্রধান এম এ হাসানসহ জামায়াতে ইসলামির উপজেলার বিভিন্ন পর্যায়ের হাজার হাজার নেতাকর্মীবৃন্দ।
উল্লেখ্য ৫ দফা দাবি হলো, জুলাই জাতীয় সনদের ভিত্তিতে আগামী ফেব্রুয়ারিতে নির্বাচন আয়োজন করা, আগামী জাতীয় নির্বাচনে সংসদের উভয় কক্ষে পিআর পদ্ধতি চালু করা, অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচনের লক্ষ্যে সবার জন্য লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত করা, ফ্যাসিস্ট সরকারের সব জুলুম-নির্যাতন, গণহত্যা ও দুর্নীতির বিচার দৃশ্যমান করা এবং স্বৈরাচারের দোসর জাতীয় পার্টি ও ১৪ দলের কার্যক্রম নিষিদ্ধ করা।

ঢাকা/ইবিটাইমস/এসএস

Tag :
জনপ্রিয়
Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

৫ দফা দাবি পূরণ করেই ঘরে ফিরবো : নিজামুল হক নাঈম

আপডেটের সময় ০৩:৫২:৩৭ অপরাহ্ন, শুক্রবার, ২৬ সেপ্টেম্বর ২০২৫

জাহিদ দুলাল, ভোলা দক্ষিণ : ভোলা-৩ আসনের বাংলাদেশ জামায়াতে ইসলামি সমর্থিত ও বাংলাদেশ ডেভেলপমেন্ট পাটির (বিডিপি) সাধারণ সম্পাদক নিজামুল হক নাঈম বলেছেন, গত জুলাই আন্দোলনের মাধ্যমে বাংলাদেশ স্বৈরাচারের অপশাসন থেকে মুক্তি পেয়েছিলো কিন্তু আমরা লক্ষ্য করেছি যে দাবি গুলো যে বিষয়গুলো ইতোমধ্যে নিষ্পত্তি হওয়ার কথা ছিলো, সেই দাবি গুলো এখন পর্যন্ত নিষ্পত্তি হয়নি। আজকে জামায়াত ইসলামীসহ ইসলামি দলগুলো ৫ দফা দাবি নিয়ে কর্মসূচি শুরু করেছে। এই দাবি শুধু জামাত বা কয়েকটি দলের নয়, এই দাবি আজকে সারা বাংলাদেশের প্রতিটি মানুষের দাবিতে পরিণত হয়েছে। ৫ দফা দাবি হচ্ছে গণদাবী। যদি অতিসত্বর এই দাবি পূরণ করা না হয় তাহলে জুলাই আন্দোলনের মাধ্যমে যেভাবে বিগত সরকারের পতন হয়েছিল, এই সরকারেরও একই কায়দায় পতন হবে। দেশের মানুষ যেভাবে জাগ্রত হয়েছে, আমরা ৫ দফা দাবিতে পূরণ করেই ঘরে ফিরবো ইনশাল্লাহ। সুতরাং কোনো দল বা সরকার যদি ৫ দফা দাবি বাস্তবায়নে তালবাহানা করে তাদরেকেও জুলাই-এর পরিস্থিতি বরণ করতে হবে।

শুক্রবার আসরবাদ বাংলাদেশ জামায়াতে ইসলামি আয়োজিত ৫ দফা দাবিতে বিক্ষোভ মিছিল শেষে লালমোহন চৌরাস্তার মোড়ে সংক্ষিপ্ত আলোচনায় এসব কথা বলেন তিনি।

আলোচনা সভার পূর্বে লালমোহন ইসলামিয়া কামিল মাদ্রাসার মাঠ থেকে বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি লালমোহন পৌরশহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে লালমোহন চৌরাস্তার মোড়ে এসে শেষ হয়।
জামায়াতের উপজেলা সেক্রেটারি মাওলানা মো. রুহুল আমিনের সঞ্চালনায় এবং উপজেলা আমির আবদুল হক-এর সভাপতিত্বে বিক্ষোভ মিছিল ও আলোচনা সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন জামায়াতে ইসলামির জেলা সহকারী সেক্রেটারি মাওলানা আক্তার উল্যাহ, শিবিরের ভোলা জেলা সভাপতি জসিম উদ্দিন, কামলা ইউনিয়ন জামায়াতের চেয়ারম্যান প্রার্থী কাজি শাহে আলম, শ্রমিক নেতা হাচনাইন মুছা, প্রচার মিডিয়ার প্রধান এম এ হাসানসহ জামায়াতে ইসলামির উপজেলার বিভিন্ন পর্যায়ের হাজার হাজার নেতাকর্মীবৃন্দ।
উল্লেখ্য ৫ দফা দাবি হলো, জুলাই জাতীয় সনদের ভিত্তিতে আগামী ফেব্রুয়ারিতে নির্বাচন আয়োজন করা, আগামী জাতীয় নির্বাচনে সংসদের উভয় কক্ষে পিআর পদ্ধতি চালু করা, অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচনের লক্ষ্যে সবার জন্য লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত করা, ফ্যাসিস্ট সরকারের সব জুলুম-নির্যাতন, গণহত্যা ও দুর্নীতির বিচার দৃশ্যমান করা এবং স্বৈরাচারের দোসর জাতীয় পার্টি ও ১৪ দলের কার্যক্রম নিষিদ্ধ করা।

ঢাকা/ইবিটাইমস/এসএস