ভিয়েনা ০১:২২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০৭ অক্টোবর ২০২৫, ২১ আশ্বিন ১৪৩২ বঙ্গাব্দ

কাতারের ডেপুটি আমিরের কাছে বাংলাদেশের নবনিযুক্ত রাষ্ট্রদূতের পরিচয়পত্র পেশ

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ০২:০১:০৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৫ সেপ্টেম্বর ২০২৫
  • ১৭ সময় দেখুন

ইবিটাইমস ডেস্ক : কাতারে বাংলাদেশের নবনিযুক্ত রাষ্ট্রদূত মোহাম্মদ হযরত আলী খান মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) রাজধানী দোহায় আমিরী দেওয়ানে দেশটির মহামহিম ডেপুটি আমির শেখ আব্দুল্লাহ বিন হামাদ আল থানির কাছে তার আনুষ্ঠানিক পরিচয়পত্র পেশ করেছেন।

অনুষ্ঠানে সামরিক বাহিনীর বাদক দল বাংলাদেশ ও কাতারের জাতীয় সংগীত পরিবেশন করে এবং সশস্ত্র বাহিনীর একটি চৌকস দল রাষ্ট্রদূতকে গার্ড অব অনার প্রদান করে। পরিচয়পত্র প্রদানের আনুষ্ঠানিকতা শেষে রাষ্ট্রদূত হযরত আলী খান কাতারের মহামহিম ডেপুটি আমিরের সঙ্গে আনুষ্ঠানিক বৈঠক করেন।

বৈঠকে কাতারের ডেপুটি আমির নবনিযুক্ত রাষ্ট্রদূতকে অভিনন্দন ও স্বাগত জানান। তিনি রাষ্ট্রদূতের মাধ্যমে বাংলাদেশের রাষ্ট্রপতি, প্রধান উপদেষ্টা এবং বাংলাদেশের জনগণের প্রতি শুভেচ্ছা জ্ঞাপন করেন।

প্রবাসী বাংলাদেশিদের অবদানের ভূয়সী প্রশংসা করে তিনি বলেন, কাতারের উন্নয়নে তারা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছেন। পাশাপাশি তিনি দুই দেশের ভ্রাতৃপ্রতিম সম্পর্ককে আরও উচ্চতায় নিতে দ্বিপাক্ষিক বাণিজ্যসহ নানা ক্ষেত্রে সহযোগিতা জোরদারের ওপর গুরুত্ব আরোপ করেন।

রাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুদ্দিন ও প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের পক্ষ থেকে কাতারের ডেপুটি আমিরকে শুভেচ্ছা জানিয়ে রাষ্ট্রদূত হযরত আলী খান বলেন, প্রবাসী বাংলাদেশিরা যেমন কাতারের উন্নয়নে অবদান রাখছে, তেমনি বাংলাদেশের অর্থনীতিকেও শক্তিশালী করছে। তিনি বাংলাদেশে কাতারের বিনিয়োগ বৃদ্ধির লক্ষ্যে একটি ‘এক্সক্লুসিভ ইকোনমিক জোন’ প্রতিষ্ঠার প্রস্তাব দেন। একইসঙ্গে বৈশ্বিক সংঘাত নিরসনে মধ্যস্থতাকারী হিসেবে কাতারের ভূমিকার প্রশংসা করেন এবং সাম্প্রতিক ইসরায়েলি হামলার নিন্দা জানান।

উচ্চপর্যায়ের সফরের প্রসঙ্গ টেনে রাষ্ট্রদূত বলেন, মহামহিম আমিরের বাংলাদেশ সফর এবং প্রধান উপদেষ্টার সাম্প্রতিক কাতার সফরের মাধ্যমে দুই দেশের সম্পর্ক অনন্য উচ্চতায় পৌঁছেছে। তিনি ধারাবাহিক এ সফর বিনিময় অব্যাহত থাকবে বলে আশা প্রকাশ করেন এবং কাতারের ডেপুটি আমিরকে বাংলাদেশ সফরের আমন্ত্রণ জানান। এসময় ডেপুটি আমির নবনিযুক্ত রাষ্ট্রদূতের সফলতা কামনা করেন এবং সার্বিক সহযোগিতার আশ্বাস দেন।

রাষ্ট্রদূত হযরত আলী খান বিসিএস (পররাষ্ট্র) ক্যাডারের ২১তম ব্যাচের কর্মকর্তা। ঢাকা বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগ থেকে স্নাতকোত্তর ডিগ্রিধারী এ কূটনীতিক রাষ্ট্রদূত হওয়ার আগে লন্ডনে ডেপুটি হাইকমিশনার এবং পররাষ্ট্র মন্ত্রণালয়ের মহাপরিচালক হিসেবে দায়িত্ব পালন করেন।

অনুষ্ঠানে আমিরী দেওয়ানের উর্ধ্বতন কর্মকর্তা, কাতার পররাষ্ট্র মন্ত্রণালয়ের রাষ্ট্রাচার প্রধান, পররাষ্ট্র মন্ত্রীর দপ্তরের কর্মকর্তা এবং বাংলাদেশ দূতাবাসের প্রথম সচিব আব্দুল্লাহ আল রাজী উপস্থিত ছিলেন। এদিন বাংলাদেশসহ বেলজিয়াম, কানাডা, পোল্যান্ডসহ মোট সাত দেশের রাষ্ট্রদূত মহামহিম ডেপুটি আমিরের নিকট তাদের পরিচয়পত্র পেশ করেন।
ঢাকা/এসএস

জনপ্রিয়
Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

কাতারের ডেপুটি আমিরের কাছে বাংলাদেশের নবনিযুক্ত রাষ্ট্রদূতের পরিচয়পত্র পেশ

আপডেটের সময় ০২:০১:০৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৫ সেপ্টেম্বর ২০২৫

ইবিটাইমস ডেস্ক : কাতারে বাংলাদেশের নবনিযুক্ত রাষ্ট্রদূত মোহাম্মদ হযরত আলী খান মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) রাজধানী দোহায় আমিরী দেওয়ানে দেশটির মহামহিম ডেপুটি আমির শেখ আব্দুল্লাহ বিন হামাদ আল থানির কাছে তার আনুষ্ঠানিক পরিচয়পত্র পেশ করেছেন।

অনুষ্ঠানে সামরিক বাহিনীর বাদক দল বাংলাদেশ ও কাতারের জাতীয় সংগীত পরিবেশন করে এবং সশস্ত্র বাহিনীর একটি চৌকস দল রাষ্ট্রদূতকে গার্ড অব অনার প্রদান করে। পরিচয়পত্র প্রদানের আনুষ্ঠানিকতা শেষে রাষ্ট্রদূত হযরত আলী খান কাতারের মহামহিম ডেপুটি আমিরের সঙ্গে আনুষ্ঠানিক বৈঠক করেন।

বৈঠকে কাতারের ডেপুটি আমির নবনিযুক্ত রাষ্ট্রদূতকে অভিনন্দন ও স্বাগত জানান। তিনি রাষ্ট্রদূতের মাধ্যমে বাংলাদেশের রাষ্ট্রপতি, প্রধান উপদেষ্টা এবং বাংলাদেশের জনগণের প্রতি শুভেচ্ছা জ্ঞাপন করেন।

প্রবাসী বাংলাদেশিদের অবদানের ভূয়সী প্রশংসা করে তিনি বলেন, কাতারের উন্নয়নে তারা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছেন। পাশাপাশি তিনি দুই দেশের ভ্রাতৃপ্রতিম সম্পর্ককে আরও উচ্চতায় নিতে দ্বিপাক্ষিক বাণিজ্যসহ নানা ক্ষেত্রে সহযোগিতা জোরদারের ওপর গুরুত্ব আরোপ করেন।

রাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুদ্দিন ও প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের পক্ষ থেকে কাতারের ডেপুটি আমিরকে শুভেচ্ছা জানিয়ে রাষ্ট্রদূত হযরত আলী খান বলেন, প্রবাসী বাংলাদেশিরা যেমন কাতারের উন্নয়নে অবদান রাখছে, তেমনি বাংলাদেশের অর্থনীতিকেও শক্তিশালী করছে। তিনি বাংলাদেশে কাতারের বিনিয়োগ বৃদ্ধির লক্ষ্যে একটি ‘এক্সক্লুসিভ ইকোনমিক জোন’ প্রতিষ্ঠার প্রস্তাব দেন। একইসঙ্গে বৈশ্বিক সংঘাত নিরসনে মধ্যস্থতাকারী হিসেবে কাতারের ভূমিকার প্রশংসা করেন এবং সাম্প্রতিক ইসরায়েলি হামলার নিন্দা জানান।

উচ্চপর্যায়ের সফরের প্রসঙ্গ টেনে রাষ্ট্রদূত বলেন, মহামহিম আমিরের বাংলাদেশ সফর এবং প্রধান উপদেষ্টার সাম্প্রতিক কাতার সফরের মাধ্যমে দুই দেশের সম্পর্ক অনন্য উচ্চতায় পৌঁছেছে। তিনি ধারাবাহিক এ সফর বিনিময় অব্যাহত থাকবে বলে আশা প্রকাশ করেন এবং কাতারের ডেপুটি আমিরকে বাংলাদেশ সফরের আমন্ত্রণ জানান। এসময় ডেপুটি আমির নবনিযুক্ত রাষ্ট্রদূতের সফলতা কামনা করেন এবং সার্বিক সহযোগিতার আশ্বাস দেন।

রাষ্ট্রদূত হযরত আলী খান বিসিএস (পররাষ্ট্র) ক্যাডারের ২১তম ব্যাচের কর্মকর্তা। ঢাকা বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগ থেকে স্নাতকোত্তর ডিগ্রিধারী এ কূটনীতিক রাষ্ট্রদূত হওয়ার আগে লন্ডনে ডেপুটি হাইকমিশনার এবং পররাষ্ট্র মন্ত্রণালয়ের মহাপরিচালক হিসেবে দায়িত্ব পালন করেন।

অনুষ্ঠানে আমিরী দেওয়ানের উর্ধ্বতন কর্মকর্তা, কাতার পররাষ্ট্র মন্ত্রণালয়ের রাষ্ট্রাচার প্রধান, পররাষ্ট্র মন্ত্রীর দপ্তরের কর্মকর্তা এবং বাংলাদেশ দূতাবাসের প্রথম সচিব আব্দুল্লাহ আল রাজী উপস্থিত ছিলেন। এদিন বাংলাদেশসহ বেলজিয়াম, কানাডা, পোল্যান্ডসহ মোট সাত দেশের রাষ্ট্রদূত মহামহিম ডেপুটি আমিরের নিকট তাদের পরিচয়পত্র পেশ করেন।
ঢাকা/এসএস