মোতাব্বির হোসেন কাজল, হবিগঞ্জ : হবিগঞ্জের শায়েস্তাগঞ্জে পারাবত এক্সপ্রেসের ইঞ্জিন বিকল হয়ে পড়ায় সিলেটের সঙ্গে সারাদেশের রেল যোগাযোগ বন্ধ রয়েছে।
শায়েস্তাগঞ্জ রেল জংশনের সহকারি ষ্টেশন মাষ্টার উত্তম কুমার দেব জানান, আজ রোববার সকাল ১১ টায় সিলেটগামী পারাবত এক্সপ্রেস শায়েস্তাগঞ্জের খোয়াই ব্রীজের উপর এ ঘটনা ঘটে। বিকল হওয়া ইঞ্জিন ও ট্রেনটিকে উদ্ধার করতে আখাউড়া থেকে উদ্ধারকারী ট্রেন আনা হয়েছে। তিনি আরও জানান, বিকল ইঞ্জিনটি মেরামতের কাজ চলছে। প্রায় ৪ ঘন্টা পর সিলেটের সঙ্গে সারাদেশের রেল যোগাযোগ স্বাভাবিক হয়।
ঢাকা/ইবিটাইমস/এসএস