ইবিটাইমস ডেস্ক : ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে প্রবাসী বাংলাদেশিদের জন্য ‘পোস্টাল ভোট বিডি’ নামের একটি নতুন অ্যাপ তৈরি করা হচ্ছে, যার মাধ্যমে নিবন্ধিত প্রবাসী বাংলাদেশি ভোটারসহ দেশের অভ্যন্তরে ভোটের কাজে নিয়োজিত কর্মকর্তা ও আইনি হেফাজতে থাকা নাগরিকরা ভোট দিতে পারবেন। বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) আগারগাঁওস্থ নির্বাচন ভবনে সাংবাদিকদের ব্রিফিংকালে নির্বাচন কমিশন (ইসি) সচিব আখতার আহমেদ এ তথ্য জানান।
ইসি সচিব জানান, শুধু নিবন্ধিত প্রবাসীরাই পোস্টাল ব্যালটের মাধ্যমে ভোট দিতে পারবেন। তাদের জন্য একটি বিশেষ অ্যাপ তৈরি করা হচ্ছে, যার নাম হবে ‘পোস্টাল ভোট বিডি’। প্রবাসীদের পাশাপাশি দেশের অভ্যন্তরে নির্বাচনে নিয়োজিত কর্মকর্তা, সরকারি কর্মকর্তা এবং আইনি হেফাজতে থাকা ব্যক্তিরাও এই অ্যাপের মাধ্যমে নিবন্ধন করে পোস্টাল ব্যালটে ভোট দেওয়ার সুযোগ পাবেন।
তিনি জানান, এ অ্যাপটি উদ্বোধনের অপেক্ষায় রয়েছে। কবে নাগাদ নিবন্ধন প্রক্রিয়া শুরু হবে সেটি পরে জানানো হবে।এছাড়া ডাক বিভাগের মাধ্যমে ব্যালট পেপার কবে পাঠানো হবে এবং প্রবাস থেকে রিটার্নিং কর্মকর্তার কাছে আসবে- তা তফসিলের ওপর নির্ভর করছে। সেজন্য পরে বিস্তারিত গণমাধ্যমে জানানো হবে।
যেভাবে ভোট, খাম ও নির্দেশনা যাবে নিবন্ধিত প্রবাসীর কাছে
ইসি সচিব জানান, ভোটার নিবন্ধনের পর ডাক বিভাগের মাধ্যমে নির্দিষ্ট সময়ে প্রবাসীদের কাছে ব্যালট পেপার পাঠানো হবে। এই ব্যালটে প্রার্থীদের নাম থাকবে না, শুধু প্রতীক থাকবে। ভোটাররা প্রতীকের পাশে টিক চিহ্ন বা ক্রস চিহ্ন দিয়ে ভোট দেবেন। একটি বড় খামের মধ্যে তিনটি আলাদা খাম এবং নির্দেশিকা দিয়ে ব্যালট পেপার পাঠানো হবে, যাতে ভোট দেওয়ার পর ভোটাররা সেটির মাধ্যমে নিরাপদে ব্যালটটি ফেরত পাঠাতে পারেন।
ঢাকা/এসএস