সাম্প্রতিক সময়ে ন্যাটো সদস্য দেশ পোল্যান্ডের ওপর রাশিয়ার ড্রোন হামলার পরিপ্রেক্ষিতে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে
আন্তর্জাতিক ডেস্কঃ শনিবার (১৩ সেপ্টেম্বর) ন্যাটো মহাসচিব মার্ক রুট বলেছেন, “আমাদের পূর্ব দিকের প্রতিরক্ষামূলক অবস্থান আরও শক্তিশালী করার জন্য” বর্তমানে চলমান “ইস্টার্ন গার্ডিয়ান” মিশন আরও সতর্কতা ও সফলতার সাথে সম্পন্ন করতে হবে।
উল্লেখ্য যে,আজ শনিবার থেকে ন্যাটো (NATO) সদস্য দেশ জার্মানি, ডেনমার্ক, ফ্রান্স এবং গ্রেট ব্রিটেন সহ বেশ কয়েকটি ন্যাটো দেশ “ইস্টার্ন গার্ডিয়ান” নামে এক সামরিক মিশন শুরু করেছে। এই মিশনের কারণ হল পোলিশ আকাশসীমায় বেশ কয়েকটি রাশিয়ান ড্রোনের সাম্প্রতিক অনুপ্রবেশ।
ন্যাটোর দেশ সমূহের সামরিক মহরার বিপরীতে একই সময়ে, রাশিয়া এবং বেলারুশের মধ্যে একটি যৌথ সামরিক মহড়া শুরু হয়েছে। এর ফলে ন্যাটো ও রাশিয়ার মধ্যে একটি সংঘাতের অস্থিরতা সৃষ্টি হয়েছে।
রাশিয়ার নেতৃত্বাধীন এই সামরিক মহরার নাম দেওয়া হয়েছে “জাপাদ ২০২৫” মহড়া। আজ শুক্রবার থেকে পোলিশ সীমান্তের কাছে এই মহড়া শুরু হয়েছে।
কবির আহমেদ/ইবিটাইমস