শফিকুজ্জামান খান মোস্তফা, টাঙ্গাইল : কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি বঙ্গবীর কাদের সিদ্দিকীর বাড়িতে হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটেছে।
গতকাল রাত বারোটার দিকে টাঙ্গাইল শহরের জেলা সদর রোড অবস্থিত কাদের সিদ্দিকীর বাড়িতে ১০-১৫ জনের একটি দল হামলা চালায়। মুখ বাধা অবস্থায় দুষ্কৃতীকারীরা এ সময় বাসার জানালায় পাটকেল নিক্ষেপ করে। এতে জানালার গ্লাস ভেঙে যায়। নিচে গ্যারেজে দুটি গাড়ি ক্ষতিগ্রস্ত হয়।বঙ্গবীর কাদের সিদ্দিকীর ব্যক্তিগত গাড়ি চালক লিটন মিয়া জানান, রাত বারোটার দিকে ১৫ থেকে ১৭ জনের দল অতর্কিত হামলা চালায়। এ সময় তারা বাসার গ্লাসে নিক্ষেপ করে। দু তিনজন বাসার ভিতরে প্রবেশ করেছিল। তাদের বয়স ১৫ থেকে ২০ বছর হবে। বাসায় হামলার ঘটনায় বঙ্গবীর কাদের সিদ্দিকীর দুটি ব্যক্তিগত গাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে। এই ঘটনার সময় বঙ্গবীর কাদের সিদ্দিকী বাসাতেই অবস্থান করছিলেন।
রাতে এই ঘটনার বিষয়ে আজ রোববার দুপুরের দিকে সংবাদ সম্মেলন ডেকেছেন কাদের সিদ্দিকী।
ঢাকা/ইবিটাইমস/এসএস
টাঙ্গাইলে কাদের সিদ্দিকীর বাসায় হামলা-ভাঙচুর
