লালমোহনে বৃদ্ধাকে কুপিয় হত্যা, আহত-২

ভোলা প্রতিনিধি: ভোলার লালমোহনে রাতের আধারে আখি বেগম।(৫৫) নামে এক নারীকে কুপিয়ে হত্যা করেছে দুবৃত্তরা।

‎মঙ্গলবার (২ সেপ্টেম্বর) ভোররাতে উপজেলার চরভূতা ইউনিয়নের লেঙ্গুটিয়া গ্রামে এ ঘটনা ঘটে। ‎নিহত আখি বেগম ওই গ্রামের তোফাজ্জল হোসের স্ত্রী।

‎এ ঘটনায় অচেতন থাকা রত্না ও তোফাজ্জল হোসেনকে লালমোহন হাসপাতালে ভর্তি করা হয়েছে।

‎‎বিষয়টি নিশ্চিত করে লালমোহন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সিরাজুল ইসলাম বলেন, রাতের যে কোন সময় এ হত্যাকান্ডের ঘটনা ঘটেছে, তবে কি কারনে এ হত্যাকান্ড তা উদঘাটনে তদন্ত করছে পুলিশ। নিহতের লাশ ময়না তদন্তের জন্য মর্গে প্রেরন করা হয়েছে।

‎ওসি বলেন, রাতে ঘরের মালিক তোফাজ্জল, তার স্ত্রী আখি বেগম এবং পুত্রবধু রত্না ঘুমিয়ে পড়ে। সকালে স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করে। তবে প্রাথমিকভাবে কি কারনে এ নৃশংস হত্যার ঘটনা, তা বের হয়নি। তবে আহত দু’জনকে নেশাজাতীয় কিছু খাওয়ানো হয়েছে বলে নিশ্চিত হওয়া গেছে। এ ঘটনায় একটি হত্যা মামলা দায়েরে প্রস্তুতি চলছে।

‎স্থানীয়দের ধারনা, ডাকাতির উদ্দেশ্যে এসে এই হত্যাকান্ডের ঘটনা।

মনজুর রহমান/ইবিটাইমস 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Time limit exceeded. Please complete the captcha once again.

Translate »