মনজুর রহমান, ভোলা : ভোলার মনপুরায় বজ্রপাতে জীবন চন্দ্র দাস (৫০) নামে একজন কাকড়া চাষীর মৃত্যু হয়েছে। গৃথক ঘটনায় মারা গেছে ১১টি গরু ও একটি মহিষ।
সোমবার (১ সেপ্টেম্বর) বিকেলে ঘন্টাব্যাপী বজ্রপাতে উপজেলার কলাতলী চরে কাঁকড়া চাষীর মৃত্যু হয়। এছাড়া বিভিন্ন ইউনিয়নে ১১টি গরু ও একটি মহিষের মৃত্যু হয়।
বজ্রপাতের আগুনে ক্ষতিগ্রস্ত হয়েছে অনেক গাছপালা।
মনপুরা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আহসান কবির বলেন, মনপুরার ইতিহাসে এরকম বজ্রপাত আর কখনই হয়নি। এক ঘন্টার বজ্রপাতে এক ব্যক্তিসহ ১১ টি গরু ও একটি মহিষের মৃত্যু হয়েছে। যা মনপুরার ইতিহাসে অতীতে কখনই ঘটেনি। পাশাপাশি বহু পরিবারের শিশুদের শ্রবণশক্তিরও ক্ষতি হয়েছে বলে জানান তিনি।
ঢাকা/ইবিটাইমস/এসএস
ভোলায় বজ্রপাতে কাঁকড়া চাষী ও ১২টি গরু-মহিষের মৃত্যু
