ভিয়েনা ০১:৪৮ পূর্বাহ্ন, রবিবার, ২১ সেপ্টেম্বর ২০২৫, ৫ আশ্বিন ১৪৩২ বঙ্গাব্দ

ভারত-চীন সম্পর্ক এগিয়ে নিতে আমরা প্রতিশ্রুতিবদ্ধ: নরেন্দ্র মোদি

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ০১:২৬:৪৭ অপরাহ্ন, রবিবার, ৩১ অগাস্ট ২০২৫
  • ৬ সময় দেখুন

ইবিটাইমস ডেস্ক : চীনের তিয়ানজিনে দুই দিনের সাংহাই সহযোগিতা সংস্থা (এসসিও) শীর্ষ সম্মেলনের ফাঁকে শি জিনপিংয়ের সঙ্গে সাক্ষাৎ করেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। রোববার (৩১ আগস্ট) তাদের সাক্ষাতের সময় মোদি জানান, পারস্পরিক বিশ্বাস, শ্রদ্ধা এবং সংবেদনশীলতার ভিত্তিতে ভারত-চীন সম্পর্ককে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য ভারত প্রতিশ্রুতিবদ্ধ।

বৈঠকে চীনা প্রেসিডেন্টকে ভারতের প্রধানমন্ত্রী আরও বলেন, ‘সীমান্তে সেনা প্রত্যাহারের পর শান্তি ও স্থিতিশীলতার পরিবেশ তৈরি হয়েছে। আপনাদের উষ্ণ অভ্যর্থনার জন্য আমি আন্তরিকভাবে ধন্যবাদ জানাই। গত বছর, কাজানে আমাদের একটি অত্যন্ত অর্থবহ আলোচনা হয়েছিল, যা আমাদের সম্পর্কের ক্ষেত্রে ইতিবাচক দিকনির্দেশনা দিয়েছিল।’

কৈলাস মানস সরোবর যাত্রা পুনরায় শুরু করা এবং দুই দেশের মধ্যে সরাসরি বিমান চলাচলের বিষয়েও কথা বলেছেন মোদি। তিনি বলেন, ‘আমাদের মধ্যে সহযোগিতা দুই দেশের ২.৮ বিলিয়ন মানুষের স্বার্থের সঙ্গে জড়িত। এটি সমগ্র মানবতার কল্যাণের পথও প্রশস্ত করবে। আমরা পারস্পরিক বিশ্বাস, শ্রদ্ধা এবং সংবেদনশীলতার ভিত্তিতে আমাদের সম্পর্ক আরও জোরদার করতে প্রতিশ্রুতিবদ্ধ।’

দুই দেশের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক গড়ার প্রতি ইঙ্গিত দিয়ে তিনি বলেন, ‘উভয় দেশের জন্যই সঠিক পছন্দ হলো এমন বন্ধু হওয়া যাদের প্রতিবেশীসুলভ এবং সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক রয়েছে। আমাদের লক্ষ্য এমন অংশীদার হওয়া যা একে অপরের সাফল্যে অধিষ্ঠিত হতে পারি।’

এ সময় উভয় দেশকে কৌশলগত এবং দীর্ঘমেয়াদি দৃষ্টিকোণ থেকে সম্পর্ক পরিচালনা করতে হবে বলে জানান চীনা প্রেসিডেন্ট। বলেন, ‘আমাদের অবশ্যই বহুপাক্ষিকতা, বহুমেরু বিশ্ব এবং আন্তর্জাতিক প্রতিষ্ঠানগুলোতে আরও গণতন্ত্র বজায় রাখার এবং এশিয়া ও বিশ্বজুড়ে শান্তি-সমৃদ্ধির জন্য একসঙ্গে কাজ করার জন্য ঐতিহাসিক দায়িত্ব পালন করতে হবে।’

সাত বছরের মধ্যে ভারতের প্রধানমন্ত্রী মোদির এটি প্রথম চীন সফর। এমন সময়ে দুই নেতা বৈঠক করলেন যখন ডোনাল্ড ট্রাম্পের ভারতীয় পণ্যের ওপর ৫০ শতাংশ শুল্ক আরোপের ফলে ভারত-মার্কিন সম্পর্কে টানাপোড়েন চলছে।
ঢাকা/এসএস

জনপ্রিয়
Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

ভারত-চীন সম্পর্ক এগিয়ে নিতে আমরা প্রতিশ্রুতিবদ্ধ: নরেন্দ্র মোদি

আপডেটের সময় ০১:২৬:৪৭ অপরাহ্ন, রবিবার, ৩১ অগাস্ট ২০২৫

ইবিটাইমস ডেস্ক : চীনের তিয়ানজিনে দুই দিনের সাংহাই সহযোগিতা সংস্থা (এসসিও) শীর্ষ সম্মেলনের ফাঁকে শি জিনপিংয়ের সঙ্গে সাক্ষাৎ করেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। রোববার (৩১ আগস্ট) তাদের সাক্ষাতের সময় মোদি জানান, পারস্পরিক বিশ্বাস, শ্রদ্ধা এবং সংবেদনশীলতার ভিত্তিতে ভারত-চীন সম্পর্ককে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য ভারত প্রতিশ্রুতিবদ্ধ।

বৈঠকে চীনা প্রেসিডেন্টকে ভারতের প্রধানমন্ত্রী আরও বলেন, ‘সীমান্তে সেনা প্রত্যাহারের পর শান্তি ও স্থিতিশীলতার পরিবেশ তৈরি হয়েছে। আপনাদের উষ্ণ অভ্যর্থনার জন্য আমি আন্তরিকভাবে ধন্যবাদ জানাই। গত বছর, কাজানে আমাদের একটি অত্যন্ত অর্থবহ আলোচনা হয়েছিল, যা আমাদের সম্পর্কের ক্ষেত্রে ইতিবাচক দিকনির্দেশনা দিয়েছিল।’

কৈলাস মানস সরোবর যাত্রা পুনরায় শুরু করা এবং দুই দেশের মধ্যে সরাসরি বিমান চলাচলের বিষয়েও কথা বলেছেন মোদি। তিনি বলেন, ‘আমাদের মধ্যে সহযোগিতা দুই দেশের ২.৮ বিলিয়ন মানুষের স্বার্থের সঙ্গে জড়িত। এটি সমগ্র মানবতার কল্যাণের পথও প্রশস্ত করবে। আমরা পারস্পরিক বিশ্বাস, শ্রদ্ধা এবং সংবেদনশীলতার ভিত্তিতে আমাদের সম্পর্ক আরও জোরদার করতে প্রতিশ্রুতিবদ্ধ।’

দুই দেশের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক গড়ার প্রতি ইঙ্গিত দিয়ে তিনি বলেন, ‘উভয় দেশের জন্যই সঠিক পছন্দ হলো এমন বন্ধু হওয়া যাদের প্রতিবেশীসুলভ এবং সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক রয়েছে। আমাদের লক্ষ্য এমন অংশীদার হওয়া যা একে অপরের সাফল্যে অধিষ্ঠিত হতে পারি।’

এ সময় উভয় দেশকে কৌশলগত এবং দীর্ঘমেয়াদি দৃষ্টিকোণ থেকে সম্পর্ক পরিচালনা করতে হবে বলে জানান চীনা প্রেসিডেন্ট। বলেন, ‘আমাদের অবশ্যই বহুপাক্ষিকতা, বহুমেরু বিশ্ব এবং আন্তর্জাতিক প্রতিষ্ঠানগুলোতে আরও গণতন্ত্র বজায় রাখার এবং এশিয়া ও বিশ্বজুড়ে শান্তি-সমৃদ্ধির জন্য একসঙ্গে কাজ করার জন্য ঐতিহাসিক দায়িত্ব পালন করতে হবে।’

সাত বছরের মধ্যে ভারতের প্রধানমন্ত্রী মোদির এটি প্রথম চীন সফর। এমন সময়ে দুই নেতা বৈঠক করলেন যখন ডোনাল্ড ট্রাম্পের ভারতীয় পণ্যের ওপর ৫০ শতাংশ শুল্ক আরোপের ফলে ভারত-মার্কিন সম্পর্কে টানাপোড়েন চলছে।
ঢাকা/এসএস