ইবিটাইমস ডেস্ক : বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী অভিযোগ করে বলেছেন, প্রশাসনের বিভিন্ন স্তরে আওয়ামী লীগের দোসররা সুষ্ঠু নির্বাচন আয়োজনে বিঘ্ন ঘটাতে ষড়যন্ত্র করছে। সুষ্ঠু নির্বাচন নিয়ে সংশয় প্রকাশ করেছেন তিনি।
রোববার (৩১ আগস্ট) রাজধানীর আগারগাঁওয়ের নির্বাচন ভবনে নির্বাচন কমিশনার আব্দুর রহমানেল মাছউদ ও আনোয়ারুল ইসলাম সরকারের সাথে বৈঠক শেষে গণমাধ্যমের প্রশ্নের জবাবে এ কথা বলেন তিনি।
রিজভী বলেন, অবাধ ও সুষ্ঠু নির্বাচন নিয়ে আমাদের সংশয় রয়েছে। প্রশাসনের বিভিন্ন স্তরে আওয়ামী দোসররা এখনও রয়ে গেছে, তারা নির্বাচনে প্রতিবন্ধকতা সৃষ্টির চেষ্টা করবে। এ নিয়ে কমিশনের প্রস্তুতি কি জানতে চেয়েছি।
ঢাকা/এসএস