ইবিটাইমস ডেস্ক : ভারতের দিল্লি থেকে ইন্দোরগামী এয়ার ইন্ডিয়ার একটি বিমানকে রবিবার সকালে দিল্লিতে জরুরি অবতরণ করানো হয়েছে। উড্ডয়নের আধাঘণ্টারও বেশি সময় পর ডান দিকের ইঞ্জিনে আগুনের সংকেত পাওয়া গেলে পাইলট এ সিদ্ধান্ত নেন বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।
এক বিবৃতিতে এয়ার ইন্ডিয়া জানিয়েছে, এ৩২০ নিও মডেলের উড়োজাহাজটির একটি ইঞ্জিন বন্ধ করে নিরাপদে দিল্লি বিমানবন্দরে অবতরণ করানো হয়। ৯০ জনেরও বেশি যাত্রী নিয়ে স্থানীয় সময় সকাল প্রায় ৬টা ১৫ মিনিটে বিমানটিকে জরুরি অবতরণ করানো হয় বলে নিশ্চিত করেছে এক সূত্র।
পরিদর্শনের জন্য এআই২৯১৩ ফ্লাইট পরিচালনাকারী এ বিমানটির কার্যক্রম স্থগিত রাখা হয়েছে।
এয়ার ইন্ডিয়া বলেছে, ‘৩১ আগস্ট দিল্লি থেকে ইন্দোরগামী এআই২৯১৩ ফ্লাইটটিতে উড্ডয়নের কিছুক্ষণের মধ্যেই ডান দিকের ইঞ্জিনে আগুনের সংকেত মেলে। নিয়ম মেনে ককপিট ক্রুরা ইঞ্জিন বন্ধ করে দেয় ও বিমানটিকে নিরাপদে দিল্লিতে ফিরিয়ে আনেন।’
বিকল্প বিমানের মাধ্যমে যাত্রীদের ইন্দোর পাঠানোর প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে এয়ারলাইনটি।
ভারতের বেসামরিক বিমান চলাচল নিয়ন্ত্রক সংস্থা ডিজিসিএকে ঘটনার বিষয়ে আনুষ্ঠানিকভাবে অবহিত করা হয়েছে বলেও জানিয়েছে তারা।
সম্প্রতি এয়ার ইন্ডিয়ার একাধিক বিমানে প্রযুক্তিগত জটিলতার ঘটনা ঘটেছে।
ঢাকা/এসএস