ভিয়েনা ০১:৫৬ পূর্বাহ্ন, রবিবার, ২১ সেপ্টেম্বর ২০২৫, ৫ আশ্বিন ১৪৩২ বঙ্গাব্দ

ইন্দোনেশিয়ায় সরকারি ভবনে আগুন দিলেন বিক্ষোভকারীরা

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ০১:৪৯:৩৫ অপরাহ্ন, শনিবার, ৩০ অগাস্ট ২০২৫
  • ১৪ সময় দেখুন

ইবিটাইমস ডেস্ক : ইন্দোনেশিয়ার রাজধানী জাকার্তায় পুলিশের গাড়িচাপায় এক রাইডশেয়ার চালকের মৃত্যুর পর বিভিন্ন শহরে বিক্ষোভ ছড়িয়ে পড়েছে। শহরগুলোর পুলিশ কার্যালায় ঘেরাও করে প্রতিবাদ জানাচ্ছেন বিক্ষোভকারীরা। তাদের দমাতে টিয়ার গ্যাস ও জলকামান ব্যবহার করছে পুলিশ।

স্থানীয় সময় বৃহস্পতিবার রাতে জাকার্তায় রাজনৈতিক ও অর্থনৈতিক সংস্কারের দাবিতে আন্দোলন চলাকালে ওই রাইডশেয়ার চালকের মৃত্যু হয়। এই ঘটনায় ৭ পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে পেশাদার নীতিমালা লঙ্ঘনের অভিযোগ দায়ের করা হয়েছে বলে জানিয়েছে দেশটির জাতীয় পুলিশ বাহিনী।

ব্রিটিশ সংবাদমাধ্যম গার্ডিয়ানের প্রতিবেদনে বলা হয়, ইন্দোনেশিয়ার মাকাসার শহরে এক কাউন্সিল ভবনে বিক্ষোভকারীদের দেওয়া আগুন লেগে অন্তত তিনজনের মৃত্যু হয়েছে।

মাকাসার সিটি কাউন্সিলের কর্মকর্তা রহমাত মাপাতোবা এ বিষয়ে এএফপিকে জানান, ‘তিনজন ব্যক্তি আগুনে ধ্বংসপ্রাপ্ত ভবনে আটকে মারা গেছেন। বিক্ষোভকারীরা অফিসে প্রবেশ করে ভবনে আগুন ধরিয়েছে।’

তিনি বলেন, ‘এটি আমাদের ধারণা বাইরে ছিল। সাধারণত বিক্ষোভে লোকেরা শুধু পাথর ছুঁড়ে বা অফিসের সামনে টায়ার জ্বালাত। তারা কখনও অফিসে ঢুকে আগুন দেয়নি।’

রাইডশেয়ার চালকের মৃত্যুর ঘটনার সুষ্ঠু তদন্তের দাবি জানিয়েছেন ইন্দোনেশিয়ার প্রেসিডেন্ট প্রাবোও সুবিয়ান্তো।
ঢাকা/এসএস

জনপ্রিয়
Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

ইন্দোনেশিয়ায় সরকারি ভবনে আগুন দিলেন বিক্ষোভকারীরা

আপডেটের সময় ০১:৪৯:৩৫ অপরাহ্ন, শনিবার, ৩০ অগাস্ট ২০২৫

ইবিটাইমস ডেস্ক : ইন্দোনেশিয়ার রাজধানী জাকার্তায় পুলিশের গাড়িচাপায় এক রাইডশেয়ার চালকের মৃত্যুর পর বিভিন্ন শহরে বিক্ষোভ ছড়িয়ে পড়েছে। শহরগুলোর পুলিশ কার্যালায় ঘেরাও করে প্রতিবাদ জানাচ্ছেন বিক্ষোভকারীরা। তাদের দমাতে টিয়ার গ্যাস ও জলকামান ব্যবহার করছে পুলিশ।

স্থানীয় সময় বৃহস্পতিবার রাতে জাকার্তায় রাজনৈতিক ও অর্থনৈতিক সংস্কারের দাবিতে আন্দোলন চলাকালে ওই রাইডশেয়ার চালকের মৃত্যু হয়। এই ঘটনায় ৭ পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে পেশাদার নীতিমালা লঙ্ঘনের অভিযোগ দায়ের করা হয়েছে বলে জানিয়েছে দেশটির জাতীয় পুলিশ বাহিনী।

ব্রিটিশ সংবাদমাধ্যম গার্ডিয়ানের প্রতিবেদনে বলা হয়, ইন্দোনেশিয়ার মাকাসার শহরে এক কাউন্সিল ভবনে বিক্ষোভকারীদের দেওয়া আগুন লেগে অন্তত তিনজনের মৃত্যু হয়েছে।

মাকাসার সিটি কাউন্সিলের কর্মকর্তা রহমাত মাপাতোবা এ বিষয়ে এএফপিকে জানান, ‘তিনজন ব্যক্তি আগুনে ধ্বংসপ্রাপ্ত ভবনে আটকে মারা গেছেন। বিক্ষোভকারীরা অফিসে প্রবেশ করে ভবনে আগুন ধরিয়েছে।’

তিনি বলেন, ‘এটি আমাদের ধারণা বাইরে ছিল। সাধারণত বিক্ষোভে লোকেরা শুধু পাথর ছুঁড়ে বা অফিসের সামনে টায়ার জ্বালাত। তারা কখনও অফিসে ঢুকে আগুন দেয়নি।’

রাইডশেয়ার চালকের মৃত্যুর ঘটনার সুষ্ঠু তদন্তের দাবি জানিয়েছেন ইন্দোনেশিয়ার প্রেসিডেন্ট প্রাবোও সুবিয়ান্তো।
ঢাকা/এসএস