ভিয়েনা ১২:২৮ পূর্বাহ্ন, রবিবার, ২১ সেপ্টেম্বর ২০২৫, ৫ আশ্বিন ১৪৩২ বঙ্গাব্দ

বাংলাদেশ-পাকিস্তান-চীনের নতুন জোট নিয়ে ‘খুবই উদ্বিগ্ন’ সাধারণ ভারতীয়রা

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ০৮:১০:৪০ অপরাহ্ন, শুক্রবার, ২৯ অগাস্ট ২০২৫
  • ১৫ সময় দেখুন

বাংলাদেশ-পাকিস্তান ও চীনের মধ্যে উদীয়মান জোট নিয়ে সাধারণ ভারতীয়দের প্রায় অর্ধেক খুবই উদ্বিগ্ন

ইবিটাইমস ডেস্কঃ শুক্রবার (২৯ আগস্ট) ভারতের জনপ্রিয় সংবাদমাধ্যম ইন্ডিয়া টুডের এক জরিপে এতথ্য উঠে এসেছে। সংবাদমাধ্যমটি বলেছে, তারা তাদের ‘সি-ভোটার মুড অব দ্য নেশন’ জরিপে এ তিন দেশের সম্পর্ক নিয়ে প্রশ্ন করে পাঠকদের।

জরিপটি গত ১ জুলাই থেকে ১৪ আগস্ট পর্যন্ত চালানো হয়। এতে ভারতের লোকসভার সব নির্বাচনী এলাকার মানুষকে প্রশ্ন করা হয়। এই জরিপে অংশ নেন ৫৪ হাজার ৭৮৮ জন। এরসঙ্গে সি-ভোটারের সাধারণ ট্র্যাকার ডাটাও বিশ্লেষণ করা হয়। যার অর্থ সবমিলিয়ে ২ লাখ ৬ হাজার ৮২৬ জনের মতামত এই জরিপ প্রতিবেদনের বিবেচনায় নেওয়া হয়।

এরমধ্যে ৪৮ শতাংশ জানিয়েছেন, বাংলাদেশ- পাকিস্তান ও চীনের মধ্যে যে কোনো ধরনের ভূরাজনৈতিক জোট নিয়ে তারা ‘খুবই উদ্বিগ্ন’। ২৪ শতাংশ জানিয়েছেন তারা ‘উদ্বিগ্ন’। আর ২০ শতাংশ বলেছেন এ নিয়ে উদ্বিগ্ন হওয়ার কিছু নেই।

জরিপে আরও দেখা গেছে ভারতীয়রা চীনকে নিরাপত্তার দিক দিয়ে এখনও শত্রু হিসেবে দেখে। জরিপে অংশ নেওয়া ৫৭ শতাংশ সীমান্ত নিরাপত্তাকে প্রাধান্য দেওয়ার কথা বলেছেন। যা ২০২৫ সালের ফেব্রুয়ারির জরিপের চেয়ে বেশি।

এছাড়া প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সরকারের পররাষ্ট্র নীতি নিয়েও জরিপে প্রশ্ন করা হয়। আগস্টের এই জরিপে ৬৭ শতাংশ বলেছেন, মোদির সরকার বৈশ্বিক ক্ষেত্রে ভারতের অবস্থান শক্তিশালী করেছে। অপরদিকে ২৭ শতাংশ এর বিপক্ষে মত দিয়েছেন।

সর্বশেষ ফেব্রুয়ারির জরিপে ৭৩ শতাংশ মানুষ বলেছিলেন বহিঃর্বিশ্বে ভারতের অবস্থান শক্তিশালী হয়েছে বলে তারা মনে করেন। অপরদিকে ২৫ শতাংশ এর বিরোধীতা করেছিলেন। এতে দেখা যাচ্ছে, সরকারের পররাষ্ট্র নীতি নিয়ে মানুষের মধ্যে উল্লেখযোগ্য পরিবর্তন হয়েছে।

কবির আহমেদ/ইবিটাইমস 

জনপ্রিয়
Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

বাংলাদেশ-পাকিস্তান-চীনের নতুন জোট নিয়ে ‘খুবই উদ্বিগ্ন’ সাধারণ ভারতীয়রা

আপডেটের সময় ০৮:১০:৪০ অপরাহ্ন, শুক্রবার, ২৯ অগাস্ট ২০২৫

বাংলাদেশ-পাকিস্তান ও চীনের মধ্যে উদীয়মান জোট নিয়ে সাধারণ ভারতীয়দের প্রায় অর্ধেক খুবই উদ্বিগ্ন

ইবিটাইমস ডেস্কঃ শুক্রবার (২৯ আগস্ট) ভারতের জনপ্রিয় সংবাদমাধ্যম ইন্ডিয়া টুডের এক জরিপে এতথ্য উঠে এসেছে। সংবাদমাধ্যমটি বলেছে, তারা তাদের ‘সি-ভোটার মুড অব দ্য নেশন’ জরিপে এ তিন দেশের সম্পর্ক নিয়ে প্রশ্ন করে পাঠকদের।

জরিপটি গত ১ জুলাই থেকে ১৪ আগস্ট পর্যন্ত চালানো হয়। এতে ভারতের লোকসভার সব নির্বাচনী এলাকার মানুষকে প্রশ্ন করা হয়। এই জরিপে অংশ নেন ৫৪ হাজার ৭৮৮ জন। এরসঙ্গে সি-ভোটারের সাধারণ ট্র্যাকার ডাটাও বিশ্লেষণ করা হয়। যার অর্থ সবমিলিয়ে ২ লাখ ৬ হাজার ৮২৬ জনের মতামত এই জরিপ প্রতিবেদনের বিবেচনায় নেওয়া হয়।

এরমধ্যে ৪৮ শতাংশ জানিয়েছেন, বাংলাদেশ- পাকিস্তান ও চীনের মধ্যে যে কোনো ধরনের ভূরাজনৈতিক জোট নিয়ে তারা ‘খুবই উদ্বিগ্ন’। ২৪ শতাংশ জানিয়েছেন তারা ‘উদ্বিগ্ন’। আর ২০ শতাংশ বলেছেন এ নিয়ে উদ্বিগ্ন হওয়ার কিছু নেই।

জরিপে আরও দেখা গেছে ভারতীয়রা চীনকে নিরাপত্তার দিক দিয়ে এখনও শত্রু হিসেবে দেখে। জরিপে অংশ নেওয়া ৫৭ শতাংশ সীমান্ত নিরাপত্তাকে প্রাধান্য দেওয়ার কথা বলেছেন। যা ২০২৫ সালের ফেব্রুয়ারির জরিপের চেয়ে বেশি।

এছাড়া প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সরকারের পররাষ্ট্র নীতি নিয়েও জরিপে প্রশ্ন করা হয়। আগস্টের এই জরিপে ৬৭ শতাংশ বলেছেন, মোদির সরকার বৈশ্বিক ক্ষেত্রে ভারতের অবস্থান শক্তিশালী করেছে। অপরদিকে ২৭ শতাংশ এর বিপক্ষে মত দিয়েছেন।

সর্বশেষ ফেব্রুয়ারির জরিপে ৭৩ শতাংশ মানুষ বলেছিলেন বহিঃর্বিশ্বে ভারতের অবস্থান শক্তিশালী হয়েছে বলে তারা মনে করেন। অপরদিকে ২৫ শতাংশ এর বিরোধীতা করেছিলেন। এতে দেখা যাচ্ছে, সরকারের পররাষ্ট্র নীতি নিয়ে মানুষের মধ্যে উল্লেখযোগ্য পরিবর্তন হয়েছে।

কবির আহমেদ/ইবিটাইমস