অস্ট্রিয়া ন্যাটোর সদস্য হতে আগ্রহী হলে রাশিয়ার আক্রমণের হুমকি

ক্রেমলিনের প্রতি স্পষ্ট বার্তা দিয়েছেন অস্ট্রিয়ার প্রতিরক্ষামন্ত্রী ক্লাউডিয়া ট্যানার

ইউরোপ ডেস্কঃ শুক্রবার (২৯ আগস্ট) অস্ট্রিয়ার জাতীয় সংবাদমাধ্যম জানায়, প্রতিরক্ষামন্ত্রী ক্লাউডিয়া ট্যানার (ÖVP) রাশিয়ার হুমকির জবাব দিয়েছেন।

সম্প্রতি রাশিয়ার সাবেক প্রেসিডেন্ট দিমিত্রি মেদভেদেভ অস্ট্রিয়াকে ন্যাটো জোটে যোগদানে “মারাত্মক পরিণতি” সম্পর্কে সতর্ক করেছেন।

তিনি বলেন, ন্যাটো জোটে সম্ভাব্য যোগদান অস্ট্রিয়াকে রাশিয়ার আক্রমণের লক্ষ্যবস্তুতে পরিণত করবে। মেদভেদেভ আরও বলেন, এই ধরনের পদক্ষেপের অর্থ হবে “শান্তি রাষ্ট্র” হিসেবে অস্ট্রিয়ার ভূমিকার অবসান। এভাবে অস্ট্রিয়া রাশিয়ার আক্রমণের লক্ষ্যবস্তুতে পরিণত হতে পারে – ন্যাটোতে যোগদানের পর ফিনল্যান্ড এবং সুইডেনের মতো।

এদিকে অস্ট্রিয়ার পররাষ্ট্রমন্ত্রী বিট মেইনল-রাইজিঙ্গার (NEOS) সম্প্রতি নিরপেক্ষতার প্রতিরক্ষামূলক প্রভাব নিয়ে প্রশ্ন তুলেছেন। তিনি বলেন, রাশিয়ার
“ক্রমবর্ধমান আক্রমণাত্মক” হুমকির পরিপ্রেক্ষিতে দেশের প্রতিরক্ষায় বিনিয়োগ এবং নতুন নিরাপত্তা অংশীদারিত্বের উপর একটি উন্মুক্ত বিতর্ক প্রয়োজন।

রাশিয়ার সাম্প্রতিক হুমকির পরিপ্রেক্ষিতে অস্ট্রিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় তীব্র প্রতিক্রিয়া জানিয়েছে। “অস্ট্রিয়ার ন্যাটোতে যোগদান বিতর্কের বিষয় নয়। অস্ট্রিয়া একটি সার্বভৌম, গণতান্ত্রিক এবং নিরপেক্ষ রাষ্ট্র,” বললেন অস্ট্রিয়ার প্রতিরক্ষামন্ত্রী ক্লাউডিয়া ট্যানার।

তিনি আরও বলেন, নিরপেক্ষতা হল “শান্তি, আন্তর্জাতিক আইন এবং কূটনীতির প্রতি একটি স্পষ্ট অঙ্গীকার।” ভিয়েনা মেদভেদেভের সতর্কবার্তার দ্ব্যর্থহীন প্রতিক্রিয়া জানিয়েছে: “আমরা নিজেদেরকে কারও দ্বারা ব্ল্যাকমেইল হতে দেব না, এবং অবশ্যই হুমকির মুখে ফেলব না! এটি অগ্রহণযোগ্য এবং আমাদের স্বাধীনতাকে প্রশ্নবিদ্ধ করার একটি করুণ প্রচেষ্টা।”

একই সাথে, অস্ট্রিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় দেশের জাতীয় প্রতিরক্ষা আরও সুদৃঢ় ও নিশ্চিত করার ওপর গুরুত্বের জোর দিচ্ছে। তিনি ঘোষণা করে যে ভবিষ্যতে “সার্বভৌমত্ব, শান্তি, গণতন্ত্র এবং বিশেষ করে আমাদের নিরপেক্ষতা” রক্ষা করার জন্য এটি অস্ট্রিয়ান সশস্ত্র বাহিনীকে প্রসারিত করবে।

কবির আহমেদ/ইবিটাইমস 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Time limit exceeded. Please complete the captcha once again.

Translate »