ভিয়েনা ০৭:০১ পূর্বাহ্ন, রবিবার, ২১ সেপ্টেম্বর ২০২৫, ৬ আশ্বিন ১৪৩২ বঙ্গাব্দ

বঙ্গবন্ধু শেখ মুজিবের ‘অসমাপ্ত আত্মজীবনী’-দুদকের গোয়েন্দা কার্যক্রম শুরু

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ০৩:৫৮:২৫ অপরাহ্ন, রবিবার, ১৭ অগাস্ট ২০২৫
  • ১২ সময় দেখুন

বঙ্গবন্ধু শেখ মুজিবের ‘অসমাপ্ত আত্মজীবনী’ বই ঘিরে সাবেক আইজিপি জাবেদ পাটোয়ারীসহ ১২৩ জনের বিরুদ্ধে দুদকের গোয়েন্দা কার্যক্রম শুরু

ইবিটাইমস ডেস্কঃ রবিবার (১৭ আগস্ট) ঢাকায় এক সংবাদ সম্মেলনে এতথ্য জানিয়েছেন বাংলাদেশ দুর্নীতি দমন সংস্থার (দুদক) মহাপরিচালক আক্তার হোসেন।

উল্লেখ্য যে, শনিবার (১৬ আগস্ট) দেশের জনপ্রিয় সংবাদমাধ্যম নিউজ টোয়েন্টিফোর তাদের এক প্রতিবেদনে জানায়,২০১২ সালে সাবেক পুলিশ প্রধান জাবেদ পাটোয়ারী ১২৩ জনকে নিয়ে শেখ মুজিবের ‘অসমাপ্ত আত্মজীবনী’ বইটি লিখেন। তবে সেসময় বলা হয়েছিল, বঙ্গবন্ধুর নিজের লেখা ডায়রীতে বঙ্গবন্ধু নিজে লিখেছেন।

এই প্রতিবেদন প্রকাশের পর সমগ্র দেশে আলোড়ন সৃষ্টি হয়। এরই পরিপ্রেক্ষিতে ইতিমধ্যেই বাংলাদেশের সুপ্রিম কোর্টের একটি বেঞ্চ দুদককে লিগ্যাল নোটিশ পাঠায়। ফলে সাবেক আইজিপি জাবেদ পাটোয়ারীসহ ১২৩ জনের টাকা ও ফ্ল্যাট নেওয়ার অভিযোগ আমলে নিয়ে গোয়েন্দা কার্যক্রম শুরু করেছে দুদক।

এদিকে বৃটিশ সংবাদমাধ্যম বিবিসির বাংলা বিভাগ তাদের এক প্রতিবেদনে জানায়,ক্ষমতাচ্যুত শেখ হাসিনা সরকারের সময় আলোচিত একটি বই ছিল শেখ মুজিবের জীবনী নিয়ে লেখা এই ‘অসমাপ্ত আত্মজীবনী’। ২০১২ সালে বইটি প্রকাশিত হয়। তবে সম্প্রতি বাংলাদেশের একটি গণমাধ্যমে প্রতিবেদনে ভিন্ন তথ্য প্রকাশ করা হয়।

এতে বলা হয়েছে, এই বইটি আসলে লিখেছেন সাবেক পুলিশ প্রধান জাবেদ পাটোয়ারী এবং তার নেতৃত্বে থাকা ১২৩ সদস্যের একটি দল। বিনিময়ে তারা সরকারি পদ, নগদ অর্থ ও ফ্ল্যাট পান। দুদকের মহাপরিচালক আক্তার হোসেন জানিয়েছেন, এ ঘটনার তদন্তে গোয়েন্দা কার্যক্রম শুরু করেছে দুদক।

২০১২ সালে বইটি প্রকাশের পর বইটির সম্পাদক এবং প্রকাশকরা বষজানিয়েছিলেন, এই আত্মজীবনীতে মূলত ঠাঁই পেয়েছে ১৯৫৪ সাল পর্যন্ত শেখ মুজিবুর রহমানের রাজনৈতিক জীবনের প্রথম পর্বের ঘটনাবলী।

১৯৬৬ সাল থেকে ১৯৬৯ সাল পর্যন্ত কারাগারে থাকা অবস্থায় আত্মজীবনী লিখতে শুরু করেন শেখ মুজিবুর রহমান। আত্মজীবনীর পাশাপাশি এই নেতা আরও বেশ কয়েকটি বিষয় তার লেখনীর মাধ্যমে তুলে ধরেন। এই প্রকাশনার সাথে জড়িত ছিলেন বাংলাদেশের খ্যাতনামা ইতিহাসবিদ, সাহিত্যিক এবং সাংবাদিকদের একটি দল।

কবির আহমেদ/ইবিটাইমস 

জনপ্রিয়
Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

বঙ্গবন্ধু শেখ মুজিবের ‘অসমাপ্ত আত্মজীবনী’-দুদকের গোয়েন্দা কার্যক্রম শুরু

আপডেটের সময় ০৩:৫৮:২৫ অপরাহ্ন, রবিবার, ১৭ অগাস্ট ২০২৫

বঙ্গবন্ধু শেখ মুজিবের ‘অসমাপ্ত আত্মজীবনী’ বই ঘিরে সাবেক আইজিপি জাবেদ পাটোয়ারীসহ ১২৩ জনের বিরুদ্ধে দুদকের গোয়েন্দা কার্যক্রম শুরু

ইবিটাইমস ডেস্কঃ রবিবার (১৭ আগস্ট) ঢাকায় এক সংবাদ সম্মেলনে এতথ্য জানিয়েছেন বাংলাদেশ দুর্নীতি দমন সংস্থার (দুদক) মহাপরিচালক আক্তার হোসেন।

উল্লেখ্য যে, শনিবার (১৬ আগস্ট) দেশের জনপ্রিয় সংবাদমাধ্যম নিউজ টোয়েন্টিফোর তাদের এক প্রতিবেদনে জানায়,২০১২ সালে সাবেক পুলিশ প্রধান জাবেদ পাটোয়ারী ১২৩ জনকে নিয়ে শেখ মুজিবের ‘অসমাপ্ত আত্মজীবনী’ বইটি লিখেন। তবে সেসময় বলা হয়েছিল, বঙ্গবন্ধুর নিজের লেখা ডায়রীতে বঙ্গবন্ধু নিজে লিখেছেন।

এই প্রতিবেদন প্রকাশের পর সমগ্র দেশে আলোড়ন সৃষ্টি হয়। এরই পরিপ্রেক্ষিতে ইতিমধ্যেই বাংলাদেশের সুপ্রিম কোর্টের একটি বেঞ্চ দুদককে লিগ্যাল নোটিশ পাঠায়। ফলে সাবেক আইজিপি জাবেদ পাটোয়ারীসহ ১২৩ জনের টাকা ও ফ্ল্যাট নেওয়ার অভিযোগ আমলে নিয়ে গোয়েন্দা কার্যক্রম শুরু করেছে দুদক।

এদিকে বৃটিশ সংবাদমাধ্যম বিবিসির বাংলা বিভাগ তাদের এক প্রতিবেদনে জানায়,ক্ষমতাচ্যুত শেখ হাসিনা সরকারের সময় আলোচিত একটি বই ছিল শেখ মুজিবের জীবনী নিয়ে লেখা এই ‘অসমাপ্ত আত্মজীবনী’। ২০১২ সালে বইটি প্রকাশিত হয়। তবে সম্প্রতি বাংলাদেশের একটি গণমাধ্যমে প্রতিবেদনে ভিন্ন তথ্য প্রকাশ করা হয়।

এতে বলা হয়েছে, এই বইটি আসলে লিখেছেন সাবেক পুলিশ প্রধান জাবেদ পাটোয়ারী এবং তার নেতৃত্বে থাকা ১২৩ সদস্যের একটি দল। বিনিময়ে তারা সরকারি পদ, নগদ অর্থ ও ফ্ল্যাট পান। দুদকের মহাপরিচালক আক্তার হোসেন জানিয়েছেন, এ ঘটনার তদন্তে গোয়েন্দা কার্যক্রম শুরু করেছে দুদক।

২০১২ সালে বইটি প্রকাশের পর বইটির সম্পাদক এবং প্রকাশকরা বষজানিয়েছিলেন, এই আত্মজীবনীতে মূলত ঠাঁই পেয়েছে ১৯৫৪ সাল পর্যন্ত শেখ মুজিবুর রহমানের রাজনৈতিক জীবনের প্রথম পর্বের ঘটনাবলী।

১৯৬৬ সাল থেকে ১৯৬৯ সাল পর্যন্ত কারাগারে থাকা অবস্থায় আত্মজীবনী লিখতে শুরু করেন শেখ মুজিবুর রহমান। আত্মজীবনীর পাশাপাশি এই নেতা আরও বেশ কয়েকটি বিষয় তার লেখনীর মাধ্যমে তুলে ধরেন। এই প্রকাশনার সাথে জড়িত ছিলেন বাংলাদেশের খ্যাতনামা ইতিহাসবিদ, সাহিত্যিক এবং সাংবাদিকদের একটি দল।

কবির আহমেদ/ইবিটাইমস