জাহিদ দুলাল, ভোলা দক্ষিণ : ভোলার লালমোহনে ১ কেজি গাঁজাসহ মো. সিরাজ নামে এক যুবককে আটক করেছে পুলিশ। শুক্রবার (১৫ আগস্ট) দুপুরে উপজেলার পশ্চিম চরউমেদ ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের পাঙাশিয়া স্লুইজগেট সংলগ্ন এলাকা থেকে তাকে আটক করা হয়। আটক সিরাজ চরফ্যাশন উপজেলার দুলারহাট থানার নুরাবাদ ইউনিয়নের চর তোফাজ্জল এলাকার মৃত মকবুল আহমেদ ফরাজীর ছেলে।
লালমোহন থানার ওসি মো. সিরাজুল ইসলাম বলেন, গোপন সংবাদের ভিত্তিতে আমরা জানতে পারি সিরাজ নামে এক যুবক ব্যাগে করে গাঁজা নিয়ে হেঁটে তার গন্তব্যে যাচ্ছেন। তখন দ্রুত সেখানে এসআই মো. আসাদুজ্জামান খান ও এএসআই গোলাম কিবরিয়া সঙ্গীয় একটি ফোর্স পাঠাই। তারা ঘটনাস্থলে পৌঁছে ওই ব্যক্তির ব্যাগ তল্লাশী চালিয়ে ১ কেজি গাঁজা জব্দ করেন। এরপর তাকে আটক করে থানায় আনা হয়। তার বিরুদ্ধে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা গ্রহণ শেষে দ্রুত সময়ের মধ্যে আদালতে পাঠানো হবে।
ঢাকা/ইবিটাইমস/এসএস
লালমোহনে গাঁজাসহ যুবক আটক
