ভিয়েনা ০৯:৩৩ অপরাহ্ন, শনিবার, ২০ সেপ্টেম্বর ২০২৫, ৫ আশ্বিন ১৪৩২ বঙ্গাব্দ

ভিয়েনায় গ্রীষ্মকালীন ফুটবল টুর্নামেন্টের শিরোপা জয়ী এফসি ইউনিক

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ০৯:৫৫:৫৫ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১২ অগাস্ট ২০২৫
  • ৩৫ সময় দেখুন

ফাইনাল খেলায় তারা কমিউনিটির তরুণদের নিয়ে গঠিত শক্তিশালী পদ্মা রেঞ্জার্সকে ২-০ গোলে পরাজিত করে

ভিয়েনা ডেস্কঃ রবিবার (১০ আগস্ট) অস্ট্রিয়ার রাজধানী ভিয়েনার ২১ নাম্বার ডিস্ট্রিক্টের স্পোর্টস ক্লাব এলিয়েটের মাঠে “বাংলাদেশ ফুটবল ক্লাব অস্ট্রিয়া” (BFCA) তাদের ২০২৫ সালের গ্রীষ্মকালীন ফুটবল টুর্নামেন্ট সম্পন্ন করেছে। টুর্নামেন্টে অস্ট্রিয়া বাংলাদেশ কমিউনিটির মোট ৬টি দল অংশগ্রহণ করে।

বাংলাদেশ ফুটবল ক্লাব অস্ট্রিয়ার সভাপতি ফরিদ উদ্দীন আহমেদ টিপুর সভাপতিত্বে টুর্নামেন্টটি পরিচালনার দায়িত্ব পালন করেন যৌথভাবে ক্লাবের
সকল সদস্যবৃন্দ।

সুন্দর আবহাওয়ায় এই আকর্ষণীয় ফুটবল টুর্নামেন্টে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন অস্ট্রিয়ায় নিযুক্ত বাংলাদেশের মান্যবর রাষ্ট্রদূত তৌফিক হাসান।
টুর্নামেন্টে অস্ট্রিয়াস্থ বাংলাদেশ দূতাবাস ও স্থায়ী মিশনের পক্ষ থেকে আরও উপস্থিত ছিলেন প্রথম সচিব (ফার্স্ট সেক্রেটারি) জিয়াদুল ইসলাম চৌধুরী।

বিশেষ অতিথি হিসাবে আরও উপস্থিত ছিলেন অস্ট্রিয়া বাংলাদেশ কমিউনিটির বিশিষ্ট রিয়েল স্টেট ব্যবসায়ী ও টিভি ওয়ানের অনারারি ডিরেক্টর
মাহবুবুল ইসলাম, ক্রীড়ামোদী ও A1 Tours and Travels এর স্বত্বাধিকারী আলম মোহাম্মদ এপেলো এবং কমিউনিটির বিশিষ্ট ক্রীড়া সংগঠক,SR Telekom
Citygate ভিয়েনার স্বত্বাধিকারী জাকারিয়া সাইমুন।

দিনের শুরুতেই অস্ট্রিয়া বাংলাদেশ কমিউনিটির বিভিন্ন আঞ্চলিক, রাজনৈতিক, সামাজিক ও টুর্নামেন্টে অংশগ্রহণকারী বিভিন্ন দলের শীর্ষ কর্মকর্তাদের নিয়ে টুর্নামেন্টটি উদ্বোধন করেন ভিয়েনায় অবস্থিত জাতিসংঘ দপ্তরে কর্মরত কর্মকর্তা মাহেরুল হক শামীম।

টুর্নামেন্টে অংশগ্রহণকারী দল সমূহ যথাক্রমে এফসি ইউনিক,পদ্মা রেঞ্জার্স, ভিয়েনা স্টুডেন্ট ক্লাব, মোহামেডান স্পোর্টিং ক্লাব, ভিয়েনা স্পোর্টিং ক্লাব ও
এফসি নিউ সিটি।

দলসমূহ দুই গ্রুপে বিভক্ত হয়ে প্রতিদ্ধন্ধিতা করে। তারপর প্রথম সেমিফাইনালে পদ্মা রেঞ্জার্স ভিয়েনা স্টুডেন্ট ক্লাবকে এবং দ্বিতীয় সেমিফাইনালে মোহামেডান স্পোর্টিং ক্লাবকে পরাজিত করে এফসি ইউনিক ফাইনালে উঠে।

টুর্নামেন্টের তৃতীয় স্থান নির্ধারণী খেলায় ভিয়েনা স্টুডেন্ট ক্লাব ট্রাইব্রেকারে মোহামেডান স্পোর্টিং ক্লাবকে পরাজিত করে তৃতীয় স্থান লাভ করে।
তারা প্রাইজ মানি ১০০ ইউরো সহ একটি ট্রফি ও প্রত্যেক খেলোয়াড় পদক লাভ করে।

মাঠে অস্ট্রিয়া বাংলাদেশ কমিউনিটির বিপুল সংখ্যক দর্শকের উপস্থিতিতে এফসি ইউনিক ও পদ্মা রেঞ্জার্স এর মধ্যে ফাইনাল খেলাটি অনুষ্ঠিত হয়। তুমুল
প্রতিদ্বন্ধিতাপূর্ণ খেলাটির প্রথোমার্ধ গোলশূন্যভাবে শেষ হয়। খেলার দ্বিতীয়ার্ধের ৪ মিনিটের মাথায় এফসি ইউনিকের সাজ্জাদ কবিরের লম্বা থ্রো থেকে
আলতোভাবে মাথা লাগিয়ে বল জালে প্রবেশ করিয়ে দলকে ১-০ গোলে এগিয়ে নিয়ে যায় রাকিব খান।

এক গোলে পিছিয়ে থেকে কমিউনিটির তরুণদের দল পদ্মা রেঞ্জার্স গোল পরিশোধ করে খেলায় ফিরে আসতে আক্রমণ জোরদার করে খেলতে থাকে।
ফলে তাদের রক্ষণভাগ অনেকটাই ফাঁকা থেকে যায়। খেলার শেষ বাঁশি বাজার কয়েক মিনিট পুর্বে এমনি একটি পাল্টা আক্রমণে এফসি ইউনিকের
ইমন পদ্মা রেঞ্জার্সের গোলরক্ষক রিয়াদ আলমকে একা পেয়ে বল কোনাকুনিভাবে জালে প্রবেশ করিয়ে (২-০) নিজেদের জয় ও শিরোপা নিশ্চিত করে।

টুর্নামেন্টের শ্রেষ্ঠ খেলোয়াড় নির্বাচিত হয়েছে পদ্মা রেঞ্জার্সের সাদমান, সর্বোচ্চ গোলদাতা এফসি ইউনিকের পেনন এবং শ্রেষ্ঠ গোলরক্ষক ভিয়েনা স্টুডেন্ট ক্লাবের বিনয়। এছাড়াও আরও বিভিন্ন ক্যাটাগরিতে একাধিক পুরষ্কার দেয়া হয়।

এবছর প্রাইজমানি হিসাবে চ্যাম্পিয়ন দলকে নগদ চারশো ইউরো,চ্যাম্পিয়ন ট্রফি ও প্রত্যেক খেলোয়াড়দের পদক দেয়া হয়। রানার্স আপ দলকে
নগদ দুইশো ইউরো,ট্রফি এবং পদক দেয়া হয়। তৃতীয় স্থান অর্জনকারী দলকে নগদ একশো ইউরো,ট্রফি এবং পদক দেয়া হয়।

আমাদের ইউরো বাংলা টাইমসের নির্বাহী সম্পাদক (আন্তর্জাতিক) ও অস্ট্রিয়া প্রতিনিধি কবির আহমেদকে সাংবাদিকতায় অবদানের জন্যও একটি ট্রফি প্রদান করে বাংলাদেশ ফুটবল ক্লাব অস্ট্রিয়ার সভাপতি ফরিদ উদ্দীন আহমেদ টিপু।

পুরষ্কার বিতরণের পূর্বে এক সংক্ষিপ্ত বক্তব্যে প্রধান অতিথি মান্যবর রাষ্ট্রদূত তৌফিক হাসান,অস্ট্রিয়া বাংলাদেশ কমিউনিটির তরুণদের খেলাধূলায় আগ্রহ দেখে ভূয়সী প্রশংসা করেন। তিনি বলেন,এখন বাংলাদেশী বংশোদ্ভূত প্রবাসীরাও জাতীয় দলে খেলছে। তিনি বাংলাদেশ ফুটবল ক্লাব অস্ট্রিয়া সহ
কমিউনিটির বিভিন্ন খেলাধূলায় দূতাবাসের পক্ষ থেকে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দেন। উল্লেখ্য যে,চ্যাম্পিয়ন দলের প্রাইজমানি চারশো ইউরো (€400) বাংলাদেশ দূতাবাস থেকে দেয়া হয়েছে।

ভিয়েনায় বাংলাদেশ ফুটবল ক্লাব অস্ট্রিয়ার (BFCA) এবছরের গ্রীষ্মকালীন ফুটবল টুর্নামেন্টের সবচেয়ে আকর্ষণীয় দিক ছিল – টুর্নামেন্টের প্রতিটি খেলার ধারা বর্ণনা। খেলার ধারভাষ্যকারে ছিলেন তিনজন। তারা হলেন যথাক্রমে: আতাউল চৌধুরী, রিশাদ হোসেন এবং আবুল হাসান।

কবির আহমেদ/ইবিটাইমস 

জনপ্রিয়
Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

ভিয়েনায় গ্রীষ্মকালীন ফুটবল টুর্নামেন্টের শিরোপা জয়ী এফসি ইউনিক

আপডেটের সময় ০৯:৫৫:৫৫ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১২ অগাস্ট ২০২৫

ফাইনাল খেলায় তারা কমিউনিটির তরুণদের নিয়ে গঠিত শক্তিশালী পদ্মা রেঞ্জার্সকে ২-০ গোলে পরাজিত করে

ভিয়েনা ডেস্কঃ রবিবার (১০ আগস্ট) অস্ট্রিয়ার রাজধানী ভিয়েনার ২১ নাম্বার ডিস্ট্রিক্টের স্পোর্টস ক্লাব এলিয়েটের মাঠে “বাংলাদেশ ফুটবল ক্লাব অস্ট্রিয়া” (BFCA) তাদের ২০২৫ সালের গ্রীষ্মকালীন ফুটবল টুর্নামেন্ট সম্পন্ন করেছে। টুর্নামেন্টে অস্ট্রিয়া বাংলাদেশ কমিউনিটির মোট ৬টি দল অংশগ্রহণ করে।

বাংলাদেশ ফুটবল ক্লাব অস্ট্রিয়ার সভাপতি ফরিদ উদ্দীন আহমেদ টিপুর সভাপতিত্বে টুর্নামেন্টটি পরিচালনার দায়িত্ব পালন করেন যৌথভাবে ক্লাবের
সকল সদস্যবৃন্দ।

সুন্দর আবহাওয়ায় এই আকর্ষণীয় ফুটবল টুর্নামেন্টে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন অস্ট্রিয়ায় নিযুক্ত বাংলাদেশের মান্যবর রাষ্ট্রদূত তৌফিক হাসান।
টুর্নামেন্টে অস্ট্রিয়াস্থ বাংলাদেশ দূতাবাস ও স্থায়ী মিশনের পক্ষ থেকে আরও উপস্থিত ছিলেন প্রথম সচিব (ফার্স্ট সেক্রেটারি) জিয়াদুল ইসলাম চৌধুরী।

বিশেষ অতিথি হিসাবে আরও উপস্থিত ছিলেন অস্ট্রিয়া বাংলাদেশ কমিউনিটির বিশিষ্ট রিয়েল স্টেট ব্যবসায়ী ও টিভি ওয়ানের অনারারি ডিরেক্টর
মাহবুবুল ইসলাম, ক্রীড়ামোদী ও A1 Tours and Travels এর স্বত্বাধিকারী আলম মোহাম্মদ এপেলো এবং কমিউনিটির বিশিষ্ট ক্রীড়া সংগঠক,SR Telekom
Citygate ভিয়েনার স্বত্বাধিকারী জাকারিয়া সাইমুন।

দিনের শুরুতেই অস্ট্রিয়া বাংলাদেশ কমিউনিটির বিভিন্ন আঞ্চলিক, রাজনৈতিক, সামাজিক ও টুর্নামেন্টে অংশগ্রহণকারী বিভিন্ন দলের শীর্ষ কর্মকর্তাদের নিয়ে টুর্নামেন্টটি উদ্বোধন করেন ভিয়েনায় অবস্থিত জাতিসংঘ দপ্তরে কর্মরত কর্মকর্তা মাহেরুল হক শামীম।

টুর্নামেন্টে অংশগ্রহণকারী দল সমূহ যথাক্রমে এফসি ইউনিক,পদ্মা রেঞ্জার্স, ভিয়েনা স্টুডেন্ট ক্লাব, মোহামেডান স্পোর্টিং ক্লাব, ভিয়েনা স্পোর্টিং ক্লাব ও
এফসি নিউ সিটি।

দলসমূহ দুই গ্রুপে বিভক্ত হয়ে প্রতিদ্ধন্ধিতা করে। তারপর প্রথম সেমিফাইনালে পদ্মা রেঞ্জার্স ভিয়েনা স্টুডেন্ট ক্লাবকে এবং দ্বিতীয় সেমিফাইনালে মোহামেডান স্পোর্টিং ক্লাবকে পরাজিত করে এফসি ইউনিক ফাইনালে উঠে।

টুর্নামেন্টের তৃতীয় স্থান নির্ধারণী খেলায় ভিয়েনা স্টুডেন্ট ক্লাব ট্রাইব্রেকারে মোহামেডান স্পোর্টিং ক্লাবকে পরাজিত করে তৃতীয় স্থান লাভ করে।
তারা প্রাইজ মানি ১০০ ইউরো সহ একটি ট্রফি ও প্রত্যেক খেলোয়াড় পদক লাভ করে।

মাঠে অস্ট্রিয়া বাংলাদেশ কমিউনিটির বিপুল সংখ্যক দর্শকের উপস্থিতিতে এফসি ইউনিক ও পদ্মা রেঞ্জার্স এর মধ্যে ফাইনাল খেলাটি অনুষ্ঠিত হয়। তুমুল
প্রতিদ্বন্ধিতাপূর্ণ খেলাটির প্রথোমার্ধ গোলশূন্যভাবে শেষ হয়। খেলার দ্বিতীয়ার্ধের ৪ মিনিটের মাথায় এফসি ইউনিকের সাজ্জাদ কবিরের লম্বা থ্রো থেকে
আলতোভাবে মাথা লাগিয়ে বল জালে প্রবেশ করিয়ে দলকে ১-০ গোলে এগিয়ে নিয়ে যায় রাকিব খান।

এক গোলে পিছিয়ে থেকে কমিউনিটির তরুণদের দল পদ্মা রেঞ্জার্স গোল পরিশোধ করে খেলায় ফিরে আসতে আক্রমণ জোরদার করে খেলতে থাকে।
ফলে তাদের রক্ষণভাগ অনেকটাই ফাঁকা থেকে যায়। খেলার শেষ বাঁশি বাজার কয়েক মিনিট পুর্বে এমনি একটি পাল্টা আক্রমণে এফসি ইউনিকের
ইমন পদ্মা রেঞ্জার্সের গোলরক্ষক রিয়াদ আলমকে একা পেয়ে বল কোনাকুনিভাবে জালে প্রবেশ করিয়ে (২-০) নিজেদের জয় ও শিরোপা নিশ্চিত করে।

টুর্নামেন্টের শ্রেষ্ঠ খেলোয়াড় নির্বাচিত হয়েছে পদ্মা রেঞ্জার্সের সাদমান, সর্বোচ্চ গোলদাতা এফসি ইউনিকের পেনন এবং শ্রেষ্ঠ গোলরক্ষক ভিয়েনা স্টুডেন্ট ক্লাবের বিনয়। এছাড়াও আরও বিভিন্ন ক্যাটাগরিতে একাধিক পুরষ্কার দেয়া হয়।

এবছর প্রাইজমানি হিসাবে চ্যাম্পিয়ন দলকে নগদ চারশো ইউরো,চ্যাম্পিয়ন ট্রফি ও প্রত্যেক খেলোয়াড়দের পদক দেয়া হয়। রানার্স আপ দলকে
নগদ দুইশো ইউরো,ট্রফি এবং পদক দেয়া হয়। তৃতীয় স্থান অর্জনকারী দলকে নগদ একশো ইউরো,ট্রফি এবং পদক দেয়া হয়।

আমাদের ইউরো বাংলা টাইমসের নির্বাহী সম্পাদক (আন্তর্জাতিক) ও অস্ট্রিয়া প্রতিনিধি কবির আহমেদকে সাংবাদিকতায় অবদানের জন্যও একটি ট্রফি প্রদান করে বাংলাদেশ ফুটবল ক্লাব অস্ট্রিয়ার সভাপতি ফরিদ উদ্দীন আহমেদ টিপু।

পুরষ্কার বিতরণের পূর্বে এক সংক্ষিপ্ত বক্তব্যে প্রধান অতিথি মান্যবর রাষ্ট্রদূত তৌফিক হাসান,অস্ট্রিয়া বাংলাদেশ কমিউনিটির তরুণদের খেলাধূলায় আগ্রহ দেখে ভূয়সী প্রশংসা করেন। তিনি বলেন,এখন বাংলাদেশী বংশোদ্ভূত প্রবাসীরাও জাতীয় দলে খেলছে। তিনি বাংলাদেশ ফুটবল ক্লাব অস্ট্রিয়া সহ
কমিউনিটির বিভিন্ন খেলাধূলায় দূতাবাসের পক্ষ থেকে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দেন। উল্লেখ্য যে,চ্যাম্পিয়ন দলের প্রাইজমানি চারশো ইউরো (€400) বাংলাদেশ দূতাবাস থেকে দেয়া হয়েছে।

ভিয়েনায় বাংলাদেশ ফুটবল ক্লাব অস্ট্রিয়ার (BFCA) এবছরের গ্রীষ্মকালীন ফুটবল টুর্নামেন্টের সবচেয়ে আকর্ষণীয় দিক ছিল – টুর্নামেন্টের প্রতিটি খেলার ধারা বর্ণনা। খেলার ধারভাষ্যকারে ছিলেন তিনজন। তারা হলেন যথাক্রমে: আতাউল চৌধুরী, রিশাদ হোসেন এবং আবুল হাসান।

কবির আহমেদ/ইবিটাইমস