ইবিটাইমস ডেস্ক : বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) চেয়ারপার্সনের উপদেষ্টা হাবিবুর রহমান হাবিব বলেছেন, ওরা (জামায়াত ইসলামী) তো বারবার পরাজিত হয়েছে। ওদের জন্ম থেকেই সিদ্ধান্ত ভুল, ওদের জন্মই তো ভুল। ওরা মওদুদীবাদী, ওরা ইসলামিক দল-ই না।
বৃহস্পতিবার (৭ আগস্ট) জাতীয় প্রেসক্লাবে এক গোলটেবিল আলোচনায় অংশ নিয়ে এসব বলেন হাবিবুর রহমান হাবিব। “জুলাই ঘোষণাপত্র ও জাতীয় নির্বাচনের তারিখ ঘোষণা: অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনই আমাদের প্রত্যাশা” শীর্ষক এই গোলটেবিল আলোচনা সভার আয়োজন করে বাংলাদেশ ক্রাইম রিপোর্টার্স কাউন্সিল-বিসিআরসি।
হাবিবুর রহমান হাবিব আরও বলেন, জামায়াতে ইসলামী যদি নির্বাচন বানচালের পায়তারা করে তাহলে, বাংলাদেশের মানুষ তাদের পাকিস্তানে পাঠিয়ে দেবে। জামায়াতে ইসলামী ৭১-এ এক পাকিস্তান বহাল তবিয়তে রাখতে যেমন ব্যর্থ হয়েছে, তেমনই অন্যদের নিয়ে নির্বাচন বানচালের যে পায়তারা তারা করছে তাতেও ব্যর্থ হবে।এক মেয়ের কথা আমার ভালো লেগেছে- আওয়ামী লীগকে উৎখাত করেছি বলে যে রাজাকাররা তাদের যায়গা দখল করবে, এমনটা হতে দেয়া হবে না।
ঢাকা/এসএস